নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সুখেরই পৃথিবী,
সুখেরই অভিনয়
যতই আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়। "
কিংবা
" সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি"
অথবা
"হাসতে দেখো...
গাইতে দেখো...
অনেক কথায় মুখোর আমায় দেখো...
দেখেনা কেউ হাসি শেষে নীরবতা...।"
এমনি অসাধারণ সুন্দর সমস্ত গানের স্রষ্টা বাংলাদেশের ব্যান্ড জগতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু।
বাংলা ব্যান্ড সঙ্গীতের জগতে যে কয়জন কিংবদন্তী ছিলেন, যারা আমাদের হৃদয়কে আলোড়িত করতেন (এখনো করেন), আমাদের শৈশবটাকে নানা রঙে রাঙিয়েছিলেন এবং অসাধারণ সব মুহূর্ত আমাদের উপহার দিয়েছিলেন তাদের প্রধানদের অন্যতম ছিলেন আমাদের আইয়ুব বাচ্চু... এখনকার প্রজন্ম হয়তো বুঝবে না সেই নব্বই এর দশকের সেই উন্মাদনার ধারা... ক্যাসেট প্লেয়ারে সেই গানগুলো শুনে অন্য জগতে হারিয়ে যাওয়ার সেই অনুভূতিগুলো... যার অন্যতম রুপকার আইয়ুব বাচ্চু ... রোমান্টিকভাবে জীবনের কঠিন সত্যগুলোকে যিনি গানের আবহে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারতেন... হাতের জাদুকরি ছোঁয়ায় নিষ্প্রাণ গীটারকে দিতে পারতেন প্রাণের স্পন্দন... আমার খুব সৌভাগ্য যে উনার সামনে থেকে উনার গান শুনেছি , দেখেছি তাঁর গীটার বাদন... অভিভূত হয়েছি উনার দক্ষতা দেখে... এমন শিল্পী এদেশ আর কখনো পাবে কিনা আমি জানিনা... রূপালি গীটার ছেড়ে আইয়ুব বাচ্চু পাড়ি জমালেন না ফেরার দেশে... হয়তো সেই রূপালি গীটারে ধুলো জমে যাবে ... পড়ে রইবে বিজন কোনও স্থানে... কিন্তু আইয়ুব বাচ্চু চিরকাল বেঁচে থাকবেন আমাদের মনে...হৃদয়ে।
২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একচালা টিনের ঘড়
এই আপন এই পর
সবাই তো যা যা বর
তবুও বানাই ঘড়........
আরও বেশি কাদালে
চলে যাবো ওপারে.......
বড্ড অভিমান নিয়ে সত্যিই ওপারে
চলে গেলেন আইয়ুব বাচ্চু
(ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)
আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি
আল্লাহ পাক রাব্বুল আল আমীন তাকে
জান্নাত বাসী করুন। আমীন। সুম্মা আমীন।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯
ব্লগার_প্রান্ত বলেছেন: শেষমেশ চলেই গেলেন
৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: আজ সমস্ত বাংলাদেশ জুড়ে শুধু একটি নাম আইয়ূব বাচ্চু। বোঝাই যাচ্ছে কতখানি অধিকার করেছিলেন তিনি আমাদের।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৯
চাঙ্কু বলেছেন: সুখের পৃথিবী ছেড়ে চলে গেল!!
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সনেট কবি বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা।