নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজীবনের বিপ্লবী... লাতিন আমেরিকার বিশেষ করে কিউবা বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত এক নাম আরনেস্তা চে গেভারা... সারা দক্ষিণ আমেরিকা জুড়ে একসময় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়িয়ে স্বচক্ষে দেখেছিলেন মানুষের দুঃখ দুর্দশা... শুধু তাই নয়, আফ্রিকা ও এশিয়াও সফর করেন তিনি, এসেছিলেন আমাদের দেশেও, পাকিস্তান আমলে... সাধারণ খেটে খাওয়া মানুষ আর শ্রমিকের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখার জন্য... এসব নিরসনের জন্য বিপ্লব ছাড়া আর কোনও উত্তর ছিলনা তাঁর কাছে... "এল কমান্দান্তে" ফিদেল কাস্ত্রোর কাছে বড়ই প্রিয় ছিলেন এই আর্জেন্টাইন... ক্ষণজন্মা এই বিপ্লবীকে আজকের তারিখেই হত্যা করেছিল মার্কিন মদদপুষ্ট বলিভিয়ার সেনারা।
আজীবনের বিপ্লবী... লাতিন আমেরিকার বিশেষ করে কিউবা বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত এক নাম আরনেস্তা চে গেভারা... সারা দক্ষিণ আমেরিকা জুড়ে একসময় মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়িয়ে স্বচক্ষে দেখেছিলেন মানুষের দুঃখ দুর্দশা... শুধু তাই নয়, আফ্রিকা ও এশিয়াও সফর করেন তিনি, এসেছিলেন আমাদের দেশেও, পাকিস্তান আমলে... সাধারণ খেটে খাওয়া মানুষ আর শ্রমিকের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখার জন্য... এসব নিরসনের জন্য বিপ্লব ছাড়া আর কোনও উত্তর ছিলনা তাঁর কাছে... "এল কমান্দান্তে" ফিদেল কাস্ত্রোর কাছে বড়ই প্রিয় ছিলেন এই আর্জেন্টাইন... বলেছিলেন সেই অমর বাক্য,"বিপ্লবী হতে চাও? বিপ্লবের প্রথম শর্ত, শিক্ষিত হও।" এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, "আমাদের কালের সবচেয়ে বড় সমস্যার নাম মার্কিন সাম্রাজ্যবাদ" ... দক্ষিণ আমেরিকায় মার্কিন সাম্রাজ্যবাদের বিপক্ষে তিনি ছিলেন অগ্রণী সেনা ... ক্ষণজন্মা এই বিপ্লবীকে আজকের এই ৯ অক্টোবর তারিখেই হত্যা করেছিল মার্কিন মদদপুষ্ট বলিভিয়ার সেনারা।
০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: মুড়ি খান।
২| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৮
কামাল১৮ বলেছেন: বিপ্লব করার প্রধান শর্তগুলোর একটি হলো সঠিক নেতৃত্ব ।সঠিক নেতৃত্ব কিভাবে গড়ে উঠবে বলে আপনার ধারনা?
৩| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ২:২২
ঝুমুর জারোফা বলেছেন: শিক্ষিত নিয়ে আমার একটি পোস্ট আছে সময় পেলে দেখে আসবেন।
৪| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৬
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: বিপ্লবের জন্য সচেতন ও শিক্ষিত জাতির বিকল্প নাই।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০১
চাঁদগাজী বলেছেন:
বিপ্লবী হতে না চাইলে?