নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাটা আগেও বলেছি… আমাদের মধ্যে বিশেষ করে এদেশের শাসকগোষ্ঠীর মধ্যে কোনও দায়বদ্ধতা নেই… দেশের ব্যবসায়ীসমাজ, ক্ষমতাশালী আমলা- সচিব, বুদ্ধিজিবিমহল আর অন্যান্য নানা স্তরের পাবলিকের ব্যাপারেও একই কথা প্রযোজ্য… দায়বদ্ধতাহীনতার দায় আমাদের সবারই কিছু না কিছু আছে… তবে এটার সবচেয়ে বড় দায় তাদের ঘাড়েই বর্তায় যারা দেশটা চালায়… হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, মেরে কেটে খাওয়া হচ্ছে, সরকারী বেসরকারি নানা খাত অনিয়ম আর দুর্নীতির স্রোতে পুরোপুরি নিমজ্জিত, শিক্ষা আর স্বাস্থ্যখাত হয়ে গেছে দুর্নীতি আর ফাটকাবাজির অপূর্ব এক নিদর্শন… নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে মজুতদাররা ফায়দা লুটতে থাকবে সমানে আর এদিকে আমাদের মহামান্য মন্ত্রী মহোদয়রা সুন্দর করে উপদেশ দিতে থাকবেন যে আপনারা সয়াবিন তেল খাবেন না, ওটা ক্ষতিকর, রাইস ব্র্যান খান … এর আগে আরেক মন্ত্রী তো মাশাল্লাহ বলেই দিয়েছিলেন যা আপনারা কম খান… এর আগে বহু বছর পূর্বে লঞ্চডুবিতে মানুষ মারা যাওয়ার পর এক মন্ত্রী বলেছিল যে আল্লাহ্র মাল আল্লাহ নিয়া গেছে, রানা প্লাজা ধসের পর এক ক্ষমতাশালী আমলা পিলার ধরে নাড়াচাড়ার তত্ব নিয়ে হাজির হয়েছিলো … এরকম আরও অসংখ্য উদাহরণ আছে … এগুলো যে আমাদের সাথে কতোবড় নির্মম নিষ্ঠুর রসিকতা সেটা বোঝার মতো জ্ঞান-গম্যি এদেশের এইসব মন্ত্রী- মিনিস্টারদের কখনো হবে এটা এদেশের এই লুটেরা লুম্পেন শাসকগোষ্ঠীর কাছ থেকে আশা করা যায়না… এর জন্য এদের কোনও জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই… বহাল তবীয়তে আরামসে ক্ষমতায় টীকে থাকে এরা বছরের পর বছর… আর এদিকে শুনতে হয় দেশ নাকি উন্নতির রোল মডেল হয়ে গেছে, দেশ একদিন মালয়েশিয়া-সিঙ্গাপুরের মতো উন্নত হয়ে যাবে… বলি, ফাতরামির একটা লিমিট থাকা দরকার… এদেশে সেটাও নেই!!
১৯ শে মে, ২০২২ রাত ২:১৪
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: জি , আওয়ামী লিগ এতো কিছু করল। এতো কিছুর মধ্যে সবচেয়ে বড় যেইটা করেছে সেইটা হল আপনার মতো অসংখ্য নির্লজ্জ বেহায়া দালাল তৈরি করতে সক্ষম হয়েছে ঐ আওয়ামী লীগ। লুটপাট করে দেশটাকে, দেশের মানুষকে খেয়ে দেয়ে শোষণ করে শেষ করে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুটতরাজ করছে, দেশের বাইরে পাচার করছে, গণতন্ত্রের পিণ্ডি চটকে খাচ্ছে, অগণতান্ত্রিক ৫৭ ধারা তৈরি করে মানুষের লেখার স্বাধীনতা জেলে পুরে দিচ্ছে, শিক্ষা, সাস্থ্য , চিকিৎসা, ব্যাংক, বীমা, যোগাযোগ প্রত্যেকটা খাত সীমাহীন দুর্নীতিতে ডুবিয়ে ফায়দা লুটছে, সেসব চোখে পড়ে না আপনার। আপনার সংসার খরচের টাকার একটা বড় অংশ যে ঐ লুটেরাদের পকেটে যাচ্ছে সেটা দেখেন না?
ওহ ইয়েস, চোখে পড়বে না তো। নির্লজ্জ দালালী যারা করতে পারে তাদের চোখে ওসব ভুলেও পড়বে না!
এহ আবার আসছে আমারে কিসে মন ভরবে আমার তার সবক দিতে।
২| ১৯ শে মে, ২০২২ দুপুর ১২:৪৪
প্রতিদিন বাংলা বলেছেন: এদেশের মানুষের মধ্যে কোনও দায়বদ্ধতা নেই।
অথবা
এদেশের মানুষের দায়বদ্ধতা শুধুই নিজের জন্য।
অথবা
এদেশের মানুষের একমাত্র দায়বদ্ধতা অপরের হেনস্থায় তৃপ্তি পাওয়া !!
আমার আপনার দ্বায়বদ্ধতা কি ,
কি করেছি আমরা অন্তত প্রতিবেশীর লাভের (নিজের লাভ সহ ) জন্য ?
৩| ২০ শে মে, ২০২২ বিকাল ৪:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এরা আসলে শোষক গোষ্ঠী।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২২ রাত ১:৩৮
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ সরকার এত কিছু করলো। সেগুলো কি চোখে দেখেন না? আচ্ছা, কি করলে আপনাদের মন ভরবে?
শেখ হাসিনা যদি তার কলিজা কেটে আপনাদের খাইয়ায়ে দেয়, তাও মনে হয় আপনাদের মন ভরবে না।