নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

ঘৃণ্য রাজাকারের মৃত্যুতে দেশের এতো এতো মানুষের শোক কেনো!!!

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩১


দেলোয়ার হোসেন সাইদির মতো একটা ঘৃণ্য রাজাকারের মৃত্যুতে দেশের এতো এতো মানুষের শোক প্রকাশের বহর আমাদের মতো মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশের পক্ষে যে কতোটা অবমাননাকর সেটা প্রকাশ করা বা বলে বোঝানো আমার সীমিত লেখনীক্ষমতার বাইরে। এর আগে রাজাকার শিরোমণি গোলাম আযমের মৃত্যুর পরও প্রায় একই ব্যাপার খুব হতাশা নিয়ে সহ্য করতে হয়েছে। এসব ঘটনার নিন্দা প্রকাশ করার মতো যুতসই ভাষা আমার জানা নেই। ইসলামে বলে “দেশপ্রেম ঈমানের অঙ্গ।“ আর এইসমস্ত ঘৃণ্য বরাহদের বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের সময় ইসলামের নামে পাকিস্তান রক্ষার নামে আপন রক্তের সাথে স্বজাতির সাথে বেঈমানি করেও শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে “কোরআনের পাখি” সেজে এতো মানুষকে সব ভুলিয়ে দিতে পারলো। যেটা লক্ষণীয় সেটা হল দেশের আপামর মানুষের চিন্তা চেতনার স্থূলতা, মুঢ়তা, অসচেতনতা আর ধর্মের প্রতি অন্ধত্ব এর সুযোগ এইসব রাজাকারের দল খুব ভালোমতোই ব্যবহার করতে পেরেছে। এরা অর্থাৎ এই রাজাকারেরা খুব ভালোমতোই এদেশের মানুষের পালস টিপে মতিগতি ধরতে পেরেছে আর সেভাবেই নিজেদের আখের গোছাতে পেরেছে। নাহলে আজ এই সময়ে এসে এইসব দুঃখজনক ব্যাপার দেখতে হতো না। দুনিয়ায় এখন পর্যন্ত আর কোনও দেশ দেখতে পেলাম না যেখানে সেদেশের জন্মের সময় যারা প্রত্যক্ষভাবে তার বিরোধিতা করেছিলো সেসমস্ত বেঈমানেরা সেদেশের মানুষের এতোটা সম্মান নিয়ে মরতে পারে। একই সাথে আরেকটা ব্যাপার খুব স্পষ্ট যে যেদেশের মানুষের একটা উল্লেখযোগ্য বড় অংশ এতোটা বুদ্ধিবৃত্তিকভাবে দীন, হীন এবং স্থূল প্রকৃতির সেদেশের কপালে বড় ধরণের দুঃখ লেখা আছে। সেটা দেশের অতীত, বর্তমান বা ভবিষ্যৎ যে সময়ই হোক না কেন। এই দুঃখ থেকে এদেশের মানুষের মুক্তি নেই।

মন্তব্য ৪৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩৯

naeemislam বলেছেন: বাল পাকনা লেখক

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:৫০

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ওহ খুব লেগেছে বুঝি!! তা রাজাকারের ছানাপোনাদের লাগারই কথা!! যত্তসব!!

২| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:৪৯

কামাল১৮ বলেছেন: জেলখানায় মরা কি সম্মানের।

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আপনিই নাহয় বলুন সম্মানের কি না!!

৩| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৩:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
আসিফ নজরুল কোন শোকবার্তা দিয়েছে?

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিয়েছে।

৪| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৫২

শেরজা তপন বলেছেন: আপনার বক্তব্যের সাথে আংশিকভাবে একমত।পুরো জাতিকে এককাতারে ফেলে ধুয়ে দিলে হবে না।
অতি সাধারণ অল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত ধর্মান্ধ মানুষদের ধর্মান্ধতা ধর্মের মোহজাল, মায়াজাল থেকে বেরিয়ে আসার জন্য আমাদের অগ্রজ ও পূর্বপুরুষেরা কি করেছে?
এটা আমি হাজার বছরের ভারতবর্ষের ইতিহাসের দিকেই ইঙ্গিত করছি।

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আমি ঠিক পুরো জাতিকে এক কাতারে ফেলিনি। তবে বড় একটা অংশকেই ফেলেছি।

দেশের বিশাল সংখ্যক মানুষকে ধর্মের মায়াজাল বা ধর্মান্ধতা থেকে মুক্তির জন্য যারা সমাজের বা দেশের গণ্যমান্য বা নেতৃস্থানীয় ব্যাক্তি যারা আমাদের অগ্রজ বা পূর্বপুরুষ তারা কি করেছে সেটা আরেক বিতর্ক, তবে এটুকু বলতে পারি যে তারা খুব উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন নি। সেটা নিয়েও লিখব আশা করি।

৫| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:৫৯

রানার ব্লগ বলেছেন: ধর্ম ব্যবসায়ীদের এই দেশের জনগন ভালো পায় তাই।

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: চিন্তা- চেতনায় পশ্চাৎপদ থাকলে সেটাই হয়।

৬| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৭

অক্পটে বলেছেন: অবৈধ হাসিনার ষড়যন্ত্রের শিকার দেলোয়ার হোসেন সাইদি।
বুদ্ধি প্রতিবন্দি লেখকের তো জানার কথা কি পরিমাণ
মিথ্যার আশ্রয় নিয়েছিল স্মরণকালের এ অবৈধ সরকার
প্রধান স্বাক্ষীকে আদালত থেকে সরকারী বাহিনী দিয়ে অপহরণ
করা হয়েছিল, পরে তাকে পাওয়া যায় ভারতে! এত ছলনার আশ্রয়
নিয়ে তবেই সাঈদীকে ফাসানো হয়েছিল। যত রকমের ছলচাতুরী আছে
সব এপলাই করা হয়েছিল। আপনারা যতই চান, মানুষ যাকে সম্মান দেয়
বুঝে শুনেই দেয়। যে নির্বোধ, অসৎ লজ্জাহীন তাদের কিছুই যায় আসেনা।
যে সরকার অবৈধসেই সরকারের অধিনে বিচার কখনো সঠিক হয়না,
এটা ছোট্ট শিশুও বোঝে, অবৈধ আমলীগ শুধু বোঝেনা। রক্তে দোষ থাকলে যা হয়।

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: যা বলার ভদ্রভাবে বলেন, ইতরের মতো কথা বলেন কেন?
অবশ্য অন্তরে যাদের পাকিস্তানপ্রীতি আর রাজাকারপ্রীতি থাকে তাদের মুখের ভাষা এমনই নোংরা হয়!!

৭| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:১৪

বাকপ্রবাস বলেছেন: আপনি খাড়ায় যাবেন আমি বসাইয়া দিমু, আমি খাড়াইয়া গেলে আপনি বসাইয়া দিবেন। এভাবে চেতনা খাড়ার উপর থাকে

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ওহ, রাজাকার মরায় খুব কষ্ট পাইসেন বুঝি?

৮| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩১

ধুলো মেঘ বলেছেন: বাঙ্গালির মহত্ব এখানেই। তারা যা দেখেনি, তার জন্য কাউকে দোষারোপ করবেনা। যা দেখেছে, তার জন্য বাহবা দেবে।

সাঈদীকে যুদ্ধাপরাধ করতে দেখেছে গুটিকয়েক লোক, কিন্তু তাকে দরাজ গলায় বাংলাদেশের উন্নতির জন্য দুই হাত তুলে দোয়া করতে দেখেছে কোটি কোটি লোক।

যুদ্ধাপরাধের ব্যাপারটা কন্ট্রাডিকটরি - কিন্তু জনপ্রিয়তার ব্যাপারটা কন্সট্যান্ট।

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: হ। জঘন্য সমস্ত অপরাধ করলেও ধর্মের লেবাস পরে ভালো ভালো কথা কইলে সাত খুন মাফ। বড়ই আজব "ইনসাফ" !!!

৯| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শোকের রেকর্ড ইতিহাসে লেখা হয়ে থাকবে এজন্যই ঢাকায় জানাজা হয়নি!

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ঐ রেকর্ড না হইলেও সমস্যা নাই।
একসময় বেঈমানি করে জাতির গলায় যারা ছুরি চালাইসে তাদের মুখে ধর্মের বয়ান শুনে সব ভুলে উলটো তাদের জন্যই কান্নাকাটি করে অপরিসীম নির্লজ্জতার যে রেকর্ড করলো বাঙ্গালি মুসলমানদের বড় একটা অংশ সেই রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না।

১০| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৩

তানভির জুমার বলেছেন: আপনি খাড়ায় যাবেন আমি বসাইয়া দিমু, আমি খাড়াইয়া গেলে আপনি বসাইয়া দিবেন। এইসব নিশ্চই মনে আছে। কথিত যুদ্ধাপরাধের বিচার দেশের জন্য লজ্জাজনক। যুদ্ধাপরাধ কি শুধু বিএনপি-জাতীয় পার্টি- জামাতের প্রথম সারির ৮-১০ জন লোকই করেছে? বিএনপি-জামাতের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে গত ১৫ বছর ধরে এই সরকার তার বিচার একদিন অবশ্যই করবে দেশের জনগণ।

১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: সে বিচার নাহয় একদিন হবে, তয় রাজাকার মরলে কার কার কান্দন উঠে সেটা খুব ভালোমতোই দেখা আছে।

"কথিত যুদ্ধাপরাধের বিচার দেশের জন্য লজ্জাজনক" এটা তাদের কাছেই শোনা যায় যাদের অন্তরে পাকিস্তানপ্রীতি আর রাজাকারপ্রীতি ভরা। তারা প্রোফাইল পিকে দেশের পতাকার ছবি দিয়ে খুব দেশপ্রেমিক সাজার চেষ্টা করলেও সময়মত তাদের ল্যাঞ্জা ঠিকই বাইর হয়ে আসে!!

১১| ১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩২

অপু তানভীর বলেছেন: আওয়ামী ঘৃণা করতে গিয়ে মানুষের রাজাকার প্রীতি দেখে বড় আমোদ লাগছে । নাকি আওয়ামী ঘৃণার আড়ালে আসলে রাজাকার প্রীতিটাই প্রধান !

সাইদিকে সেই সময়ে অনেকেই চাঁদে দেখতে পেয়েছিলো এখন আবার তারাই বিশ্বাস করছে সাইদি মরার ফলেই দেশেরে ভূমিকম্প হইছে । এমন ছাগল ব্লগেও আছে !

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০১

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: " এমন ছাগল ব্লগেও আছে " মানে.... ব্লগে তো এরা নেহায়েত কম নয়!!

১২| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অপু তানভীর ভালো কথা বলেছে।
'আওয়ামীলীগকে ঘৃণা করতে গিয়ে মানুষের রাজাকার প্রীতি দেখে বড় আমোদ লাগছে। নাকি আওয়ামী ঘৃণার আড়ালে আসলে রাজাকার প্রীতিটাই প্রধান!'

যুদ্ধাপরাধীর বিচার অনেকের কাছে 'কথিত যুদ্ধাপরাধীর বিচার'। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধী এই ধরণের মানুষ জাতির মধ্যে বেড়ে যাচ্ছে বলেই জাতির আজকে এই অবস্থা। এদের কাছে জামাত প্রীতি হোল দেশপ্রেম।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৪

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আমার এই পোস্টেই এরা আবার মাতব্বরি করতে আসছে!!

১৩| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: রাজাকারের মতাদর্শের মানুষ তারা এটা স্পষ্ট।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৫

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: এরাই তো দেখছি এখন সংখ্যাগুরু!!

১৪| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৫

অর্ক বলেছেন: স্বাভাবিক। আপনার বিস্ময়ই বিস্ময়কর লাগলো। ২০০৩ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানের ফুটবল খেলা চলাকালীন পুরো স্টেডিয়াম পাকিস্তানের পক্ষে বারবার নেচে নেচে উঠতো। ৯৯% দর্শক পাকিস্তানের অন্ধ সমর্থক। খেলার ধারাবিবরণীতেও বলা হয়েছিলো, দর্শকের সমর্থন দেখে মনে হচ্ছে পাকিস্তানের মাঠে যেন খেলা হচ্ছে। বাংলাদেশ খেললে যে সমর্থন পেতো, শতভাগ সেই সমর্থনই বাংলাদেশের গ্যালারি থেকে পেয়েছিলো পাকিস্তানি খেলোয়াড়রা। এটাই দেশের বাস্তবতা। যেখনে লিখেছেন, এই ব্লগ কি এর বাইরে? মোটেও নয়। এটাও আগাগোড়া স্টেডিয়ামের সেই পাকিস্তানি সমর্থকগোষ্ঠীর ব্লগ। সত্যি বলতে, নিজের দেশ নিয়ে সবচেয়ে বেশি নিরাশ হয়েছি আমি এই কমিউনিটি ব্লগে এসে।

যাই হোক শুভেচ্ছা থাকলো। অনেকদিন পরে হয়তো বিদ্যাবুদ্ধিতে আরও সভ্য উন্নত হবো আমরা।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৩

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আমি ঠিক বিস্মিত নই। যে ঘটনাটার কথা বললেন তাও ভুলে যাইনি।
তবে বছরের পর বছর এসব পাকিস্তানপ্রেমী গোষ্ঠীর আস্ফালন দেখতে দেখতে বিরক্ত, ক্ষুব্ধ। হ্যাঁ, হয়তো একদিন আমরা বিদ্যাবুদ্ধিতে উন্নত হয়ে নিজেদের ভুল হয়তো বুঝতে পারবো। তবে সেদিন আসতে অনেক দেরি!!
যাই হোক, আপনার প্রতিও শুভেচ্ছা থাকলো।

১৫| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: আসিফ নজরুল এখন মনে হয় এই লেখাটার জন্য লজ্জা পায়।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৫

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ওর মতো পোলটিবাজ লজ্জা পাবে না। ফেসবুকে তার প্রোফাইলে গিয়ে তার স্ট্যাটাস দেখে আসতে পারেন।

১৬| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৯

নিমো বলেছেন: ব্লগে এখনও ঈদ চলছে। আমি ভেবে পাই না, কতটা নির্লজ্জ হলে এটা সম্ভব।! ব্লগটা এখন রাজাকার ও ছানা-পোনাদের জন্য আ্শ্রয়-শিবিরে পরিণত হয়েছে।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৮

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: হ্যাঁ , এহেন নির্লজ্জতা আমাদের দেশের মানুষের পক্ষেই সম্ভব!!

১৭| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
যেই লোক স্বাধীনতার বিরোধীতা করতে হিন্দু হত্যা গণহত্যা চালিয়েছে, পরবর্তিতে বিন্দুমাত্র অনুতপ্ত হয়নি উল্টো স্বাধীনতাকামীদের ব্যাংগবিদ্রুপ করে গেছে।
বিএনপি তারে নিয়া বিশাল বিবৃতি দিয়েছে
রাজনৈতিক অবস্থান থেকে তার সব বাদ দিয়ে মাফ করে দিলেও পরবর্তিতে তার চরিত্রে ভাল কিছু খুজে পাওয়া যায় না। মামুলুলের চেয়েও খারাপ চরিত্র।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪৪

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: নির্লজ্জ বেঈমানদের কখনো তাদের কর্মকাণ্ডের জন্য অনুতাপ থাকে না।
আর বি এন পি তো কি জিনিষ সেটা নতুন করে বলার কিছু নাই।
ঐ গারবেজ এর গোষ্ঠীর কাছ থেকে এর থেকে ভালো কিছু আশাও করি না।

১৮| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: সাইদির মৃত্যুতে দেশ অভিশাপ মুক্ত হলো।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪৮

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: না, আমি তা মনে করি না।
বরং সাইদির মতো অপরাধীর যে বিশাল সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে গেছে এদেশে সেটাই বরং এদেশের জন্য অভিশাপ। এর প্রতিকার না হওয়া পর্যন্ত এদেশ কখনো অভিশাপমুক্ত হতে পারবে না।

১৯| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০১

কোডার বলেছেন:

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪৯

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: জী, ধন্যবাদ!!

২০| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১১

অক্পটে বলেছেন: জানি আপনি রাগ করবেন। এবং রক্তদোষের কারনে মন্তব্যে শেষ
বাক্যগুলি যোগ করেছেন। আপনার সাথে আমার কোন শত্রুতা নেই।
আমি রাজাকার কিাংবা পাকি প্রেমি নই। শেখ হাসিনাকে জিজ্ঞেস করুন
কে পাকি প্রেমি। হাসিনাকে যদি জিজ্ঞেস পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক কোন দেশের
হাসিনা বলবে পাকিস্তানের। গওহর রিজভী এখন কোথায় পাকিস্তানে। প্রাক্তন
প্রেসিডেন্ট হামিদ মাঝে মাঝেই পাকিস্তানে যেত তম্বি তরুণী মাসুমার গান শোনার
জন্য। আমাদের কোন দূরতম সম্পর্কও নেই জামায়াত বা পাকিস্তানের সাথে
কিন্তু তবুও আপনি বলেছেন, কি আর করার আপনি অসহায় রক্তের দোষ। একটি
অবৈধ সরকারের মিথ্যার সাথে নিজেরে তো এমনি এমনি জড়ান নি দোষ আছে বলেই
জড়িয়েছেন। যেখানে সরকারই অবৈধ সেই সরকারের বিচারে আপনি আপ্লুত
হতে পারেন আমি নই। যা সত্য তাই বলব। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও একই কথা বলব।
এই মিথ্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে এই সরকার
অপহরণ করেছিল, পরে তাকে পাওয়া যায় ভারতের জেলে।
একথা কি মানুষ ভুলে গেছে? আপনি কেমনে ভুলে গেলেন? কি কারণে ভুলে গেলেন?
আমিতো ভাই জামায়াত করিনা, আমার নাক কান খোলা থাকে। সরকার কি করেছে
সব আমার জানা। আপনিও সব জানেন। কিন্তু বলার জো নেই আপনার কারণ ঐ যে...

কেমন বিচার হয়েছে সবাই জানে। স্কাইপি কেলেঙ্কারীর ইতিহাস
ভুলার নয়। ছলনা আর ছলনার আশ্রয় নিয়ে মিথ্যাবাদীরা
রাজনৈতিক হত্যাকান্ড ঘটিয়েছে। বেঈমান হয়ে মরার ইচ্ছা
আমাদের নেই। যা জানি তা বলতেই হবে।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৯

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: দেখেন আপনি যা আচরণ করেছেন আমার সাথে তাতে আপনার সাথে কথা বলার রুচি আমার নেই। তবুও বলি, স্কাইপে কেলেঙ্কারি থেকে শুরু করে বিচার প্রক্রিয়ার যেসব অসঙ্গতির এবং অন্যায় এর যে নজির রেখেছে সরকার তার জন্য দরকার ছিল বরং সরকার কেন সব কিছু পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় করছে না সেটা নিয়ে সরব হওয়া। কোথায় ত্রুটি আছে সেটা বলা।

চিহ্নিত যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে কেন পূর্ণ স্বচ্ছতা রাখা হচ্ছে না বা কেন বিচার প্রক্রিয়ায় ত্রুটি থাকছে সেটা নিয়ে সরব না হয়ে আপনারা বেছে নিচ্ছেন যুদ্ধাপরাধীর পক্ষ। এখানেই আমার আপত্তি। মেজাজ এমনি এমনি খারাপ হয়না আপনাদের ওপর।

২১| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৩

জ্যাক স্মিথ বলেছেন: ৭১ এ উনি নাকি মাসুম বাঁচ্চা আছিলো, মাত্র ১২ বছর বয়স ছিল। =p~ এখন উনার মৃত্যুর পর উনার জন্ম সাল নিয়ে আর কোন সন্দেহ নেই, সাঈদি সমর্থীত সবগুলো জঙ্গি পেজে গেলেই দেখায় যায় উনার জন্ম সাল ১৯৪০ ।

২২| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

তানভির জুমার বলেছেন: দাদা কি ইন্ডিয়ান? আর বাংলাদেশী হলে কনফার্ম আপনি ইসলাম বিদ্বেষী নাহয় হাফ অর ফুল নাস্তিক। মাথায় যদি কিছু থাকে তাহলে চিন্তা কইরেন। ১) সাইদির মামলার প্রধান সাক্ষী সুখরঞ্জন কেন আদালত চত্বর থেকে অপহত হয়ে তাকে ইন্ডিয়ায় পাওয়া যায়? ২) সাইদির ফাঁসির রায়ের দিন সারা দেশে ১০৯ জন মানুষ পুলিশের গুলিতে নিহত হয় সাইদির ফাঁসি কেন এত ইমপোর্টেন্ট রাষ্ট্রের কাছে? ৩) জাহানারা ইমামের বই নিশ্চয় পড়েছেন ঐ বইয়ে সাইদির সম্পর্কে কি লেখা ছিল?

২৩| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

জ্যাকেল বলেছেন: চক্ষু বন্ধ করলেই প্রলয় শেষ হয় না। International Criminal Court এর সাথে যোজন দুরত্ব বজায় রাখিয়া, সাক্ষী গুম কইরা, আন্তর্জাতিক উকিল আনতে না দিয়ে একটা প্রহসন করে ফেললেই উহা ঘৃণ্য রাজাকার হয়ে যায় না। শয়তানের সারিন্দা দুই একটা মাওলানা সাঈদীকে ঘৃণ্য বলিতে পারে তাই বলিয়ে সাধারণ মানুষ নিজের প্রাণ দিয়ে উনাকে ভালবাসে। তাই সারিন্দাদের ঘৃণার চাষে সমস্যা নাই, সত্য ইহারা চোখ দিয়ে চকিতে পারবে না, ইহা তাহাদের জন্য বিষ।
এত দুই নাম্বারি কইরা আর যাই হোক, মুক্তিযুদ্ধের চেতনা বলে শাক দিয়া মাছ ঢাকা যায় না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাঙালি জাতির প্রতি অবিচারের, বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
আজ একই দৃশ্যঃ বাঙালি বৈষম্যের শিকার লুটপাট শ্রেণির কারণে (এরা কয়েক হাজারে একজন, এবং আওয়ামীলীগ বেশধারি), এখন যারা ৭১ এর রাজাকারি করেছিল, তাদের ভুমিকা পালন করতেছে আওয়ামীলীগ সাইনবোর্ডধারী চেলা চামুন্ডাদের দল। স্পষ্টতই লেখক ইনাদের একজন।
বাঙালি জাতিকে এই শ্রেণি বৈষম্যের বিরুদ্ধে আবার দাঁড়াতে হইবে। পাশাপাশি ধর্ম ব্যবসায়ী আওয়ামীলীগ, জামাতিদের, হেফাজতিদের প্রতিহত করতে হবে কলম দিয়ে।

আমার বক্তব্য পরিস্কারঃ জামাত ধর্ম নিয়ে যে পলিটিক্স করছে এটা ভুল। তারা অনেকটা ইসরায়েলিদের মত হয়ে গেছে, গোছালো, শিক্ষিত কিন্তু দুর্ভাগা।

২৪| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাঈদীর জানাজায় হাজির হয়ে তার মামলার প্রধান সাক্ষী সুখরঞ্জন বালী বলেছে, তিনি রাজাকার ছিলেন না।

২৫| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:

সাক্ষী সুখরঞ্জন বালীর হিষ্টরি অনেক লম্বা।
সুখরঞ্জন বালী ছিল মুলত রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। দীর্ঘ শুনানি শেষ হওয়ার পর কোন এক সময় সে জামাতি অর্থের কাছে পক্ষত্যাগ করে, এবং পুনরায় সাক্ষী হতে চায়, উলটো সায়েদির পক্ষে!
রাষ্ট্রপক্ষ প্রতিবাদ জানায়। কিন্তু সুখরঞ্জন তখন উভয় পক্ষের টানাটানিতে ভয় পেয়ে সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নেয়, পরে পুলিশ গ্রেফতার করে সীমান্ত পার হওয়ার অপরাধে। জেলেই আবার ভারতীয় জামাতের খপ্পরে, তৃনমুলের প্রশ্রয়ে ভারতীয় জামাতের সবচেয়ে ব্যায়বহুল আইনজীবীর মাধ্যমে ছাড়িয়ে এনে ভারতীয় মিডিয়াতে জামাতিদের তৈরি বানোয়াট বক্তব্য দেয়।
সরকার কি এত বোকা যে সুখরঞ্জন বালীকে গুম না করে ভারতীয় মিডিয়ার হাতে তুলে দিবে?

দেশের অপশাসন নিয়ে প্রতিবাদ করতে সাঈদীর মত নোংরা লোকটিকে সমর্থন করতে হবে কেন?
এই জামাত নেতার প্রমাণিত যুদ্ধাপরাধ বাদ দেওয়া হলেও সে তো একজন ভালো মানুষও নয়। মামুনুলের মত লম্পট চরিত্রহীন। তার ওয়াজে বেশিরভাগ বক্তব্য ইসলামিক নয়, রাজনৈতিক। মানুষকে নিয়ে কুৎসা রচনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.