নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

বেঘোরে প্রান হারানো এদেশে এতোটাই সস্তা!!

০১ লা মার্চ, ২০২৪ রাত ৯:৪৮


ট্র্যাজেডির পর ট্র্যাজেডি দেখেছে এদেশ... নিরাপত্তার কথা যে আমরা একেবারেই আমলে নেই না আর সে আমলে না নেওয়ার ফলে জন্ম নেয়া একের পর এক ভয়াবহ সমস্ত ঘটনায় মৃতের সংখ্যাটাই বাড়ে শুধু... সুবিচার হয় না এদেশে,নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতন হয়না কেউ, না দেশের সাধারণ মানুষ আর না সরকার... বেইলি রোডের এই ট্র্যাজেডির আগে নিমতলি, চুড়িহাট্টা থেকে শুরু করে আরও কতো বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ অকালে মরেছে...... ভবন বানানোর ক্ষেত্রে বিল্ডিং কোড মানা, তাতে সেফটি ফিচার রাখার ক্ষেত্রে এখনো উদাসীন এদেশের প্রায় সবাই... গতকাল বেইলি রোডের এই ঘটনার পরে সামনে আরও এরকম ঘটনা ঘটবে ... তবুও আসল জায়গায় সচেতন হবেনা কেউই, না সরকার থেকে আর না ভবনের মালিকপক্ষের তরফ থেকে আর না দায় নেবে কেউ, ওদিকে একের পর এক তদন্ত কমিটি গঠিত হবে যেগুলো আসলে পুরাই ফালতু... বেঘোরে প্রান হারানো এদেশে এতোটাই সস্তা!!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৪ রাত ১১:৫০

নূর আলম হিরণ বলেছেন: অপরিকল্পিত একটি শহর পদে পদে মৃত্যুূূকূপে ঠাসা!

২| ০২ রা মার্চ, ২০২৪ ভোর ৫:০৫

আলামিন১০৪ বলেছেন: এত দিন পরে জানলেন? আপনি কি দেশে থাকেন মশাই?

৩| ০২ রা মার্চ, ২০২৪ সকাল ৯:০৩

নাহল তরকারি বলেছেন: গতবছর বঙ্গবাজারে আগুন লেগেছিলো।

৪| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: এই দেশে জন্ম নেওয়ার কারনে আমাদের আগুনে অথবা সড়ক দূর্ঘটনায় মরতে হবে।

৫| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৮

করুণাধারা বলেছেন: এদেশে প্রাণ হারান খুবই সস্তা। গতমাসে ৩)৪ জন মারা গেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন দুর্ঘটনায়। এদেশে ফ্লাইওভার থেকে ইট পড়ে অফিস ফেরত মহিলা মারা যান, মেট্রোরেলের কাজের সময় ইট পড়ে মানুষ মারা যায়, আর আগুনে পুড়ে কত মানুষ মারা যায় তার হিসাব রাখা হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.