নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অসম্মান কারা করেছে? মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, নাকি বিপক্ষের শক্তি?

১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৫


আচ্ছা… আজ পর্যন্ত মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে সবচেয়ে বেশী ব্যবসা কাদের আমলে হয়েছে? স্বঘোষিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কতো বছর হলো ক্ষমতায় আছে? এই জিনিষগুলো নিয়ে সবচেয়ে বেশী অনৈতিক সমস্ত কাজকারবার, লাগামছাড়া দুর্নীতি আর যথেচ্ছাচার কারা সবচেয়ে বেশী করেছে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা, ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তৈরি করে ব্যবসা করা, রাজাকারকেও মুক্তিযোদ্ধা বানিয়ে ভাতা খাওয়ানো, কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মামদোবাজি করা আর অকথ্য দুর্নীতি করে বেড়ানো এসব করতে করতে কি মুক্তিযুদ্ধের মূল্যবোধ আর মর্যাদা নিদারুণভাবে নষ্ট হয় নি? খোদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এই বিষয়গুলো নিয়ে খেলতে খেলতে আর নষ্টামি করতে করতে যে মুক্তিযুদ্ধের যে পরিমাণ অপমান আর মর্যাদাহানি ঘটিয়েছে তার কি কোনও তুলনা আছে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: যথাক্রমে বর্তমানের কথিত ছাত্রলীগ ও শিবির।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৮

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: বুঝলাম। তবে মূল আওয়ামী লীগ এর কথা এড়িয়ে যাচ্ছেন কেন? তাদের কোনও দায়ভার কি চোখে পড়ে না?

২| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৮

কামাল১৮ বলেছেন: সমস্ত কিছু শুরু হয়েছে ৭৫ এর পর থেকে।সেই জঞ্জাল সরানো অত সহজ কাজ না প্রশাসনে রন্দ্রে রন্দ্রে যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ঢুকে গেছে।
৭১ রের পরাজিত শক্তি তাদের পরাজয়ের কথা ভুলতে পারেনাই।ভুলতে পারার কথাও না।বিজয়িরা বিজয়ের
আনন্দে সব কিছু ভুলে যায়।পরাজিতরা পরাজয়ের অপমান মনের মধ্যে পুষে রাখে।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:১২

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: কথাগুলো তো বলছেন অনেকটা আওয়ামী ন্যারেটিভ থেকে!! মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির দায় আছে সেটা অস্বীকার করিনা, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কি কোনই দায় নেই? নাকি তাদের ধোয়া তুলসিপাতা মনে করেন?

৩| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হিন্দুদের বাড়িঘর, জমি উচ্ছেদে যাদের অবদান সবচেয়ে বেশী তারাই মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশী রাজনীতি এবং ব্যবসা করেছে এবং এখনও করে যাচ্ছে।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:১৭

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: দেখুন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হিন্দুদের বাড়িঘর, জমিজমা উচ্ছেদে তো মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তি দুটোই জড়িত ছিল এবং আজও আছে। সেটা আমার পোষ্টের মূল বিষয়বস্তু নয়। মূল কথা হচ্ছে মুক্তিযুদ্ধের অবমাননায় এর পক্ষের শক্তির কি কোনও দায় আপনার চোখে পড়ে না? সেটা স্পষ্ট করে বলুন।

৪| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৪

কামাল১৮ বলেছেন: তাদের দায়তো পুরোটাই।তারা ব্যর্থ হয়েছে।

৫| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৪

ধুলো মেঘ বলেছেন: ছাত্রলীগের কুত্তা পিটানোর আমার বড় শখ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.