নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

অবিশ্বাস্য, অবিস্মরণীয় বাংলাদেশ!!

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩০



অবিশ্বাস্য, অবিস্মরণীয় প্রিয় বাংলাদেশ!! আবারো প্রমাণিত হল মানুষের শক্তির কাছে সকল স্বৈরাচারই অসহায়। যতোই শক্তি থাকুক না কেন শেষটায় ফলাফল উল্টে দেবে এই মানুষই, যাদের এই স্বৈরাচার দীর্ঘকাল ধরে পায়ের তলে দাবিয়ে রেখেছিলো। অজস্র গুম খুন, রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ড আর রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী দিয়ে জুলুম করেও যে শেষতক পার পাওয়া যায়না এটা আবারো প্রমাণ করলো এই বাংলার মানুষ। ছোটবেলায় দেখেছিলাম ৯০ এর সেই গণ অভ্যুত্থান। আজ আবারো দেখলাম সেই গণ অভ্যুত্থান নতুন করে, নতুন আঙ্গিকে। এটা ২০২৪ এর গণ অভ্যুত্থান। আবারো স্বৈরাচারের পতন। অভিনন্দন বাংলাদেশের মুক্তিকামী জনতা!! বিশেষ করে এই অভিনন্দন তাদের প্রাপ্য যারা মাঠে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে এই লড়াইয়ে শামিল ছিলেন। বাংলাদেশ এর মানুষ চিরকাল সে বীর সেনানীদের স্মরণ করবে শ্রদ্ধার সাথে।
এদিকে জী নিউজের খবর, পতিত স্বৈরাচার হাসিনা উড়ে গিয়ে ভারতে পৌঁছেছে। ভারতের প্রিয় গোলাম আর কোথায়ই বা যেতে পারে? এর আগে শ্রীলঙ্কার রাজাপাক্সে যেভাবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছিল এবার সেই একই পথ ধরে পালালো হাসিনা।
যুগে যুগে স্বৈরাচারের পতন এভাবেই হয়। শেষতক পালানো ছাড়া আর পথ থাকে না।
এই জন্যই বলা হয়, "অতি বাড়া বেরো না কো ঝড়ে পড়ে যাবে।"
সেই অতি বাড়াই বেড়ে গেছিলো শেখ হাসিনা আর তার আওয়ামী লীগ। এবং শেষপর্যন্ত এমনই ঝড় উঠলো যে তার পতন কেউই ঠেকাতে পারলো না!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন:

ছাত্ররা গণভবনের হাস মুরগি বালিশ কাঁথা, ফ্রীজ, টিভি, লাইট, বদনা, ওয়াশ রুমের টাইলস সব নিয়ে যাচ্ছে।

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৬

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: প্রতিটা স্বৈরাচারের পতনের পর তাই হয়। সেবার শ্রীলঙ্কাতেও একইভাবে লুটপাট হয়েছিলো। এগুলো আসলে সাধারণ মানুষের দীর্ঘদিনের চাপা ক্রোধের বহিঃপ্রকাশ। তাদের যারা এতকাল লুটে খেয়েছে এবার তারাও তার কিছু শোধ তুলল আর কি!!

২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২

জুন বলেছেন: ঠিক যেন রাজাপাকসের পরিনতি যার আশংকা দুদিন আগে করেছিল। শোকের মাস অগাস্ট এখন স্বৈরাচার মুক্তের মাস।

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৮

অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আফসোস, বেচারা স্বৈরাচারীরা সব কিছু বুঝেও কিচ্ছু আটকাতে পারলো না শেষতক!!!
হ্যাঁ, এখন থেকে ৫ ই আগস্ট আরেকটি স্বৈরাচার পতন দিবস হিসেবেই পালিত হবে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.