নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রকাশ্যে পাকিস্তানের সাথে সহযোগিতা করার কারণে জামাতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করার কোনও নৈতিক অধিকার রাখে না। দেশপ্রেমিক মাত্রই এই জিনিষটি নিশ্চয়ই স্বীকার করবেন। কিন্তু কথা হচ্ছে ভিন্ন দিক থেকে প্রায় একই জাতীয় কারণে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও কি প্রায় একই দাবী রাখে না?
মাত্রই হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে নির্বাচন করা নিয়ে যা বলেছে ভারত সরকারকে সেটা নিশ্চয় আপনাদের নতুন করে জানাতে হবে না। কথা হচ্ছে এটা কি পরিষ্কারভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌম বিরোধী বক্তব্য নয়?
ভারত আমাদের দেশের ব্যাপারে কি কি ভাবে হস্তক্ষেপ করেছে আর নানাভাবে অর্থাৎ আরও পরিষ্কারভাবে বললে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা যে কিভাবে বাগিয়েছে সেটা এক দলকানা আওয়ামী লিগার বা নিতান্ত ভারতপন্থী ছাড়া সবাই জানে। কিভাবে প্রায় বিনামুল্যে ট্রানজিট সুবিধা, পাতানো নির্বাচন করে গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের ক্ষমতা অবৈধভাবে জবরদখলকারী সরকারকে সবদিক দিয়ে সমর্থন দেয়া থেকে শুরু করে সমানে সীমান্তে মানুষ হত্যা, দেশের পররাষ্ট্রনীতিতে অন্যায্য প্রভাব ফেলা, সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র করানো, গঙ্গা ও তিস্তার পানিবণ্টন নিয়ে প্রতারণা থেকে শুরু করে লাগাতারভাবে বহু অন্যায় করে গেছে ভারত বছরের পর বছর। আর তাদের বিশ্বস্ত দোসর আওয়ামী লীগ যে কি পরিমাণ ভয়াবহ সমস্ত অন্যায় আর লুটতরাজ চালিয়েছে দেশে এই ভারতের মদদপুষ্ট হয়ে সেটার ফিরিস্তি নতুন করে দেয়ার কিছু নেই।
হাঁ, তারা দেশের অনেক উন্নয়ন করেছে একথা সত্য। কিন্তু পাশাপাশি একথাও সত্য যে এই উন্নয়নের সাথে সাথে দেশের গণতন্ত্র নষ্ট করা থেকে শুরু করে ভয়াবহ সমস্ত অন্যায়, গুম-খুন, লুটতরাজ আর অর্থ পাচার করেছে। “উন্নয়নেও আছি, লুটপাটেও আছি” - এই ছিল তাদের অঘোষিত নীতি!! সত্যিকার অর্থে, উন্নয়ন যতো না করেছে লুটপাট চালিয়েছে তার থেকে বহুগুণ বেশী। সম্প্রতি এক হিসাবে দেখা যাচ্ছে যে যে পরিমাণ টাকা তারা বিদেশে পাচার করেছে তা দিয়ে ৩৭টা পদ্মা সেতু তৈরি করা যেতো।
এতো সমস্ত কেলেঙ্কারি আর ব্লাণ্ডার এর কথা না হয় বাদ ই দিলাম। ক্ষমতায় থাকার জন্য তারা এক ভারতের স্বার্থেই দেশে যা যা করেছে সেটা কি ঐ ৭১ এ জামাতে ইসলাম যা করেছে পাকিস্তানের স্বার্থে সেটার থেকে কি কম কিছু?
আর আজ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নির্বাচন নিয়ে নগ্নভাবে ভারতের প্রতি যে আহবান জানিয়েছে সেটাও পরিষ্কারভাবে ভারত আর আওয়ামী লীগ এর সম্পর্কটাকে তুলে ধরে এবং একই সাথে সেটা ভারতকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করানোর একটা পরিষ্কার আহ্বান।
৭১ এর মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে দেশে জামাতে ইসলামের যেমন কোনও রাজনীতি করার নৈতিক অধিকার থাকা উচিৎ নয় তেমন আওয়ামী লীগ ভারতের স্বার্থে যেভাবে দেশের স্বার্থ উপেক্ষা করে কাজ করেছে তার জন্যও আওয়ামী লীগেরও কি এদেশে রাজনীতি করার কোনও নৈতিক অধিকার থাকা উচিৎ? যে অপরাধে জামাতে ইসলাম দোষী সেই একই ধরণের অপরাধে আওয়ামী লীগও কি দোষী নয়?
১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: অবশ্যই। বেয়ন্ড রিজনেবল ডাউট!!
২| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
নয়া পাঠক বলেছেন: এই কথাটা আমি অনেক আগে থেকেই বলে আসছি। এদের মূল দল ও তাদের সহযোগী যত রাজনৈতিক দল রয়েছে সবগুলোকে নিষিদ্ধ করা উচিত। তবে সময়ই সব সিদ্ধান্ত দেবে। তাদের মনোভাবে কোন পরিবর্তন দেখি না, তারা আপাদমস্তক একটা স্বৈরাচার, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাদের দেশের মানুষ চাই না, তাদের শুধুমাত্র ক্ষমতা চাই যেকোন মূল্যে, যেকোন কিছুর বিনিময়ে, এটাই তাদের দলীয় রাজনীতির মূল নীতি। যদিও তাদের গঠনতন্ত্রে আছে অন্য কিছু। তাদের স্বভাবই হল যা তারা বলবে করবে ঠিক তার উল্টো কাজটি। তাদের মিষ্টি মিষ্টি কথা কেবলমাত্র আইওয়াশ। আর তাদের মতের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় তা বিগত ১৭ বছরে ভোগ করেছে বাংলার লক্ষ জনতা।
১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: একমত আপনার সাথে।
৩| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
কামাল১৮ বলেছেন: নিষিদ্ধ করতে কোন সমস্যা নাই।সামাল দিতে সমস্যা।
১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: হুম।
৪| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
করুণাধারা বলেছেন: যখন জামাত নিষিদ্ধ হলো, তখন পত্রিকার একটা নিবন্ধে পড়ছিলাম, এই নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগ নিজে হবার পথ তৈরি করে গেল।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৫
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: একেই বলে অন্যের জন্য গর্ত খুঁড়ে নিজেই সেই গর্তে পড়া। যেই অপরাধে জামাত দোষী সেই একই ধরণের অপরাধে আওয়ামী লীগও দোষী।
৫| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৭
অস্বাধীন মানুষ বলেছেন: চা দোকানদার মোদির নামেও আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। সে কেন ভারত থেকে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের মারার জন্য ইন্দিয়ান পুলিশ দিছে । আবার শুনতেছি নির্বাচন নিয়েও মাথা ঘামাইতে পারে,কে তাকে এই অধিকার দিলো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাতে। ভারতের মিডিয়াগুলো
যা প্রোপাগান্ডা করছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এদের সকলের নামে আন্তর্জাতিক ভাবে মামলা করা উচিত।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ভারত আমাদের দেশের স্বাধীনতার ওপর অবৈধ হস্তক্ষেপ করেছে, অনধিকারচর্চা করেছে। এর জন্য ভারতীয়দের তো কোনও অনুশোচনাবোধ নেই উপরন্তু তারা তাদের দেশের মিডিয়ায় একে তো আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রোপাগান্ডা চালাচ্ছে অন্যদিকে নিজেদের অন্যায়গুলোকে আরও জাসটীফাই করার অপচেষ্টাও চালাচ্ছে আবার এমন ভাব দেখাচ্ছে যেন সব কিছুর জন্য আমরাই দায়ী। এতোটাই টক্সিক এরা। এ নিয়ে কয়দিন আগেও লিখেছি।
৬| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০০
কিশোর মাইনু বলেছেন: এর এইসব কথাতেই স্পস্ট বোঝা যাচ্ছে ভারত হস্তক্ষেপ করার প্রস্তুতি ই নিচ্ছে। আমাদের সাবধান থাকা দরকার। আর আওয়ামী লিগের কথা যদি আসে, আওয়ামী লীগ আর জামাত একি সাপের দু মাথা। পারলে আওয়ামী লীগ জামাতের থেকে ও খারাপ।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: আমিও মনে করি ভারত হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এটা অবশ্য জয় এই বক্তব্য না দিলেও মনে মনে আশঙ্কা করতাম। জয় তার বক্তব্য দিয়ে তাদের আর ভারতের অবস্থানটা আরও স্পষ্ট করে দিল, এই আর কি!!
আগে একটা সময় আমি মনে করতাম জামাত এই আওয়ামী লীগের থেকে বেশী খারাপ। কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছরে আমার ধারণা খুব ভালভাবেই মিথ্যে প্রমাণ করেছে। উল্টো এখন দেখতে পাচ্ছি জামাত যতোটা খারাপ, আওয়ামী লীগ তার থেকেও বেশী খারাপ।
৭| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১০
নতুন নকিব বলেছেন:
ভারত আমাদের দেশের স্বাধীনতার ওপর অবৈধ হস্তক্ষেপ করেছে, অনধিকারচর্চা করেছে। এর জন্য ভারতীয়দের তো কোনও অনুশোচনাবোধ নেই উপরন্তু তারা তাদের দেশের মিডিয়ায় একে তো আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রোপাগান্ডা চালাচ্ছে অন্যদিকে নিজেদের অন্যায়গুলোকে আরও জাসটীফাই করার অপচেষ্টাও চালাচ্ছে আবার এমন ভাব দেখাচ্ছে যেন সব কিছুর জন্য আমরাই দায়ী। এতোটাই টক্সিক এরা।
-সত্য বলেছেন। সহমত। ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ধন্যবাদ।
৮| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৪
কিশোর মাইনু বলেছেন: আরে ভাই, আমি অই ছেলে যে ইন্টারে থাকতে - শিবির ধইরা জবাই করার স্লোগান দিতাম। আমার ১৪ গুস্টি আওয়ামী লীগ করে আসছে সারাজীবন। সেই আমি আজ হাসিনার নাম শুনলে পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে পারি না। জামাত শিবির রে খারাপ বলে আসছি সবসময় রাজাকারের দল হওয়ার কারণে। শালার কিছুই তো করতে দেখলাম না তাদের। তাদের খালি মাইর ই খাইতে দেখে আস্তিছি। বুদ্ধি হওয়ার পর থেকে খালি আওয়ামীলিগের দেওয়া মারাত্বক ভায়োলেন্ট হরতাল, আর ক্ষমতা পাওয়ার পরের ১৫ বছরের কাহিনী তো আছেই।
৯| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
কাঁউটাল বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
বাকপ্রবাস বলেছেন: দুইটাই ব্যান করে আবার নতুন করে শুরু করতে পারে, গণহত্যার দায়ে লীগ অবশ্যই ব্যান করা যায়