![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ হল। অনেক আলোচনা সমালোচনা চারিদিকে। থাকাটাই স্বাভাবিক। কিন্তু কিছু কথা আছে যেগুলো এড়ানো যায়না। আফটার অল,অন্তর্বর্তীকালীন সরকারের এহেন সিদ্ধান্ত ঠিক এদেশের আমজনতার ম্যাণ্ডেট নিয়ে হয়নি, এটা অনেকটাই রাজনৈতিক কারণে তাদের একক সিদ্ধান্ত একথা যেমন সত্যি তেমনি একথাও সত্যি যে এহেন সিদ্ধান্ত হয়তো আওয়ামী লীগের জন্য শাপে বর হয়েও দেখা দিতে পারে। কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ করে জনতুষ্টি করে কাজকারবার চালানোর ফল সব সময় ভালোর দিকে যায় না একথাও সত্যি। কিন্তু তারপরও কথা থেকে যায়। আওয়ামী লীগ যে ধারার রাজনীতি করে গেছে বিগত দুই যুগেরও বেশী সময় ধরে তাতে করে এদেশের গণতন্ত্র সাংঘাতিকভাবে নষ্ট হয়ে গেছে। এমনিতেই এদেশে গণতন্ত্র সত্যিকার অর্থে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি। যদিও সত্যিকারের গণতন্ত্র কি সেটা অনেকটাই তর্কসাপেক্ষ ব্যাপার। কিন্তু তারপরও এদেশে যেটুকু গণতন্ত্র ছিল আওয়ামী লীগের শাসনামলে সেটা ভীষণ রকমের ধূলিসাৎ হয়ে গেছে। তাদের ফ্যাসিস্ট শাসন, উন্নয়নের নামে লুটপাট, পুকুর চুরি, অর্থপাচার, চেতনার ব্যবসা আর নিষ্ঠুরভাবে নিজের দেশের স্বার্থকে ভারতের স্বার্থে বিকিয়ে দেয়া সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। বছরের পর বছর ধরে ক্ষমতার দুর্বৃত্তায়ন কায়েম করে, ভয়াবহ রকমের অগণতান্ত্রিক শাসন চালিয়ে গণতন্ত্রের সমস্ত ভিত্তি, সমস্ত পরিবেশ ধংস করে দেশের রাজনীতির পরিবেশ যেভাবে যারপরনাই ক্ষতিগ্রস্থ করে গেছে আওয়ামী লীগ তার কোনও তুলনা নেই। একমাত্র কঠিন রকমের আওয়ামী দলকানা ছাড়া এই সত্য সবাই স্বীকার করবে। কথা হচ্ছে এই যে রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে আর যে গণতন্ত্রহীন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এর জন্য যদি আওয়ামী লীগ দায়ী না হয় তাহলে দায়ী কে? এই যে গণতন্ত্র ভয়াবহভাবে বিনষ্ট হয়েছে, গণতন্ত্রের পরিবেশটাই ধংস হয়ে গেছে সেখানে ইউনুসের সরকারই থাক আর যে সরকারই ক্ষমতায় আসুক সামনে তাতে করে গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা আসলেই কিভাবে করা সম্ভব? এবং এই প্রত্যাশা করেন কিভাবে? যে অগণতান্ত্রিক শাসন আওয়ামী লীগ এতকাল চালিয়ে গেছে সেই অগণতান্ত্রিক শাসনের শিকার কেউ যে হবেন না বা কোনও রাজনৈতিক দল যে তার শিকার হবে না এটাও বা আশা করেন কিভাবে?
১২ ই মে, ২০২৫ সকাল ৯:২২
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: দেশে গণতন্ত্রের ভিত্তি যেভাবে নষ্ট করে বিদায় নিয়েছে আওয়ামী লীগ সরকার তাতে করে এদেশে ন্যায় বিচার সত্যিকার অর্থে প্রতিষ্ঠা পাওয়া অত্যন্ত কঠিন।
২| ১২ ই মে, ২০২৫ রাত ১২:২১
যামিনী সুধা বলেছেন:
ভেঁড়া-জাতীয় বিশ্লষণ; ১৯৭৫ সালের পর, দেশ ছিলো মিলটারীর হাতে; শেখ হাসিনা কি করে গণতন্ত্র ধ্বংস করলো?
কাউয়ার ঠ্যাং, বকের পা, ব্লগে দিতেই হবে?
১২ ই মে, ২০২৫ সকাল ৯:১১
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: শেখ হাসিনার ভাঁড় আর তার ভেড়াদের কাছে আমার এই পোষ্টের কথাগুলো যে কাঁটার মতো বিঁধবে সেকথা আমি ভালো করেই জানি কারণ তাদের মাথায় কাকের ঠ্যাং, বকের ঠ্যাং আর দুনিয়ার যতো সমস্ত গার্বেজ দিয়েই ভরা। আওয়ামী লীগের বিবেকহীন, অনুশোচনাহীন, নির্লজ্জ, বেহায়া সমর্থকেরা কখনোই শেখ হাসিনা আর আওয়ামী লীগের কোনও দোষ দেখতে পারে না আপনার মন্তব্যে সেটা আবারো প্রমাণিত হল।
বাই দ্য ওয়ে, আলটপকা যাচ্ছেতাই মার্কা মন্তব্য করতে করতে ব্যান খেতে খেতে তো নিজের আগের দুইটা আইডি নিজেই নষ্ট করেছেন জনাব চাঁদগাজী ওরফে সোনাগাজী ওরফে যামিনী সুধা সাহেব!! তারপরও কোনও লজ্জা-শরম বা অনুতাপ নেই আপনার। আবারো যা শুরু করেছেন তাতে কয়দিন আপনার এই আইডি টেকে দেখবো!
৩| ১২ ই মে, ২০২৫ রাত ১:০০
আঁধারের যুবরাজ বলেছেন: যামিনী সুধা বলেছেন: শেখ হাসিনা কি করে গণতন্ত্র ধ্বংস করলো?
- গত ১৫/১৬ বছর যাবৎ শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধারে ব্যস্ত ছিলেন !
৪| ১২ ই মে, ২০২৫ রাত ১:০২
ইয়া আমিন বলেছেন: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে যে দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী আচরণ প্রকটভাবে প্রকাশ পেয়েছে, তা থেকে দেশকে মুক্ত করার স্বার্থে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা একটি সাহসী ও ন্যায়সংগত সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত তখনই কার্যকর এবং অর্থবহ হবে, যদি নতুন শাসনব্যবস্থা সকলের জন্য সমান সুযোগ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে এবং সত্যিকারের গণতন্ত্রের ভিত্তি গড়ে তোলে।
১২ ই মে, ২০২৫ সকাল ৯:২৩
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: হুম।
৫| ১২ ই মে, ২০২৫ রাত ১:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যদি টিকে থাকতে পারে তবেই না গনতন্ত্র প্রতিষ্ঠিত করবে! এই জাতি এখনো ভিবিন্ন আদর্শে বিভক্ত, নিজের দোষ চোখে দেখেনা যারা তাদের কাছে গনতন্ত্র কোন কালেই হেফাজত নয়।
১২ ই মে, ২০২৫ সকাল ৯:২৪
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠা পাওয়া খুবই কঠিন এখনকার পরিস্থিতিতে। এই পরিস্থিতি আওয়ামী দুঃশাসনের ফল।
৬| ১২ ই মে, ২০২৫ ভোর ৬:১১
কামাল১৮ বলেছেন: নিষিদ্ধ করাটা একটা ফ্যাসিষ্ট সিধান্ত।বাকস্বাধীনতা মৌলিক অধিকার।
১২ ই মে, ২০২৫ সকাল ৯:১৭
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: জী, এই ফ্যাসিজম আপনারাই শিখাইসেন আর চালাইসেন বিগত ১৫ বছর ধরে। এখন নিজেরাই তার শিকার হয়েছেন। এখন খুব "বাক স্বাধীনতার" ছবক দিতে লাগলেন যে!! "বাক স্বাধীনতা" কি আপনার পেয়ারের আওয়ামী লীগ সরকারের আমলে ছিল? তখন তো বাক স্বাধীনতার পিণ্ডি চটকেছিলেন। এখন আর কাইন্দেন না!!
৭| ১২ ই মে, ২০২৫ সকাল ৮:৩০
মেঠোপথ২৩ বলেছেন: গনতন্ত্র ও বাকস্বাধীনতার অর্থ মিথ্যাচার, হেইট স্পীচ , সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেয়া নয়। সভ্য সব দেশে এই জাতীয় আচরন নিশিদ্ধ। আওয়ামিলীগের গনহত্যা , বছরের পর বছর গুম, খুন, অপহরন চোখের সামনে দেখার পরেও যারা এই সংগঠন নিশিদ্ধের ঘোষনাকে গনতন্ত্রের পরিপন্থী বলে মনে করে , তা হয় ফ্যসিস্টের দোসর অথবা তাদের জ্ঞান সীমিত।
১২ ই মে, ২০২৫ সকাল ৯:২০
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: জী আর এই ফ্যাসিস্টের নির্লজ্জ দোসররা আমার এই পোস্টে এসেও ছবক দেয়া শুরু করেছে!!
৮| ১২ ই মে, ২০২৫ সকাল ১০:২৪
কামাল১৮ বলেছেন: যেই লাউ সেই কদুই যদি হলো তা হলে এতো জল ঘোলা করার দরকার কি ছিলো।সুন্দর একটা গনতান্ত্রিক পরিবেশে সকল দলের অংশ গ্রহনে একটা সুষ্টু নির্বাচন যেটা আন্তর্জাতিক সম্প্রদায়ও চায়।যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান করাই জাতির জন্য মঙ্গল।
৯| ১২ ই মে, ২০২৫ সকাল ১১:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: শেখ মুজিবর থেকে শুরু করে হাসিনা পর্যন্ত কি হয়েছে জনগন একটু হলোও বুঝে উঠেছে
ইন্ডিয়া কে প্যান্ড পাইজামা খুলে দিয়েছে আজ তার প্রামান হয়েছে; এভাবে কেউ পালায়!
১০| ১২ ই মে, ২০২৫ সকাল ১১:৪২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শূণ্য আতাল ভালো । যাকেই মানুষ ভেবে ভুল করি সেই নিকৃষ্ট পশু হিসাবে আত্মপ্রকাশ করে । প্রকাশ্য জলাতন্ক ভাইরাস নিয়ে ঘুরে ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৫ রাত ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলে তারা ইলেকশন করতে পারবে না। অবশ্য তারা ইন্টেরিমের আন্ডারে ইলেকশনে যেত না। আবার যদি সব দিক ঠিক থাকতো তাও আসতো না। বারবার শেখ হাসিনাকে দরকার এই ফাপা বেলুন চুপসে যেত যখন নির্বাচনে ভরাডুবি হতো।
ইন্টেরিমের সামনে চ্যালেঞ্জ হচ্ছে যসি তারা নির্বাচন দেয় কিভাবে তারা ভোটকেন্দ্রে ভোটার আনবে! বিএনপি-জামায়াতের ভোট ভাগ হবে এবার !
আওয়ামী লীগের সুষ্ঠু বিচারের পথে বাধা রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে জামাতী তাজুল কে চীফ প্রসিকিউটর করে বিচার ব্যবস্থা কে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাজুল ইতিপূর্বে জামায়াতের নেতাদের পক্ষে ট্রাইবুনালে লড়েছে।
বাংলাদেশে এই জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কিনা সন্দেহ !