নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

এ ধরণের স্যাবোটেজ হবে না কেন?

১৯ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫১



দেশে রাজনৈতিক পরিস্থিতিটা এখন বেশ ঘোরালো হয়ে দাঁড়িয়েছে। বহু ধরণের খেলা চলছে। এর মধ্যে একটি প্রধান এবং খুব তাৎপর্যপূর্ণ খেলা চলছে গতবছর গণ-আন্দোলনে উৎখাত হয়ে বিতাড়িত স্বৈরশাসকদের পক্ষ থেকে। দীর্ঘ ১৫-১৬ বছর ক্ষমতায় থেকে প্রশাসনের সব জায়গায় নিজেদের লোক বসিয়ে গেছে আওয়ামী লীগ। অবস্থা এতোটাই জটিল যে এদের রাতারাতি সরানো তো দূরে থাক, সময় নিয়েও যে এদের আপনি সরাবেন যার যার জায়গা থেকে সেটাও খুব সহজ নয়। কারণ প্রশাসন চালানোর মতো যোগ্যতাসম্পন্ন বিকল্প লোক আপনি পাবেন কি করে? প্রশাসন চালানোর মতো বিকল্প যোগ্য লোক রাতারাতি যেমন তৈরি হয় না তেমনি বছরের মধ্যেই তৈরি করাও সহজ নয়। এর জন্য বছরের পর বছর সময় লাগে। আর আওয়ামী লীগ তো এতো দীর্ঘ সময়ে প্রশাসন নিজেদের লোক দিয়ে ভরতে ভরতে এমন অবস্থা করে গেছে যে কাকে রেখে আপনি কাকে সরাবেন? যাকে দিয়ে সরাতে চাইবেন সেও দেখুন গে তাদেরই লোক। সেটা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কোনও বাহিনী থেকে শুরু করে স্থানীয় জনপ্রশাসন, সচিবালয়, বিচার বিভাগ বা সরকারী যে কোনও সংস্থাই হোক, এখনো তাদের লোক দিয়েই ভরতি। এরা যে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে তাদের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে কাজ করবে এটা কখনো কি সম্ভব? হ্যাঁ, ইউনুস সরকার যে খুব ভালো দেশ চালাচ্ছে সেটা মোটেও নয়। কিন্তু তিনি ও অন্যান্য উপদেষ্টারা যে এদের মতো লোকদের দিয়ে প্রশাসন যে ঠিকমতো হ্যান্ডেল করবেন সেটারই বা উপায় কি যেখানে যাদের দিয়ে কাজ করাবেন তাদের বড় একটা অংশই এখনো পর্যন্ত সেই স্বৈরাচার আওয়ামী লীগেরই লোক? অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় নাই ঠিকই, কিন্তু যাবার আগে চতুর্দিকে নিজেদের লোক বসাতে বসাতে প্রশাসনের এমন ব্যবস্থা করে গেছে যে তাদের পরে ক্ষমতায় যেই আসুক তারা যেন কোনোভাবেই শান্তিতে দেশ চালাতে না পারে। ইউনুস ভালো লোক একথা আমি মোটেই বলছি না বা তিনি যা করেছেন তার মধ্যে কোনও ব্যর্থতা নেই একথা আমি মোটেই বলছি না। ইউনুসের সরকারের অনেক ব্যর্থতা আছে, দুর্নীতিও আছে। কিন্তু তাকে আর তার উপদেষ্টাদের এমন এক প্রশাসন ম্যানেজ করে চলতে হচ্ছে যেখানে যাদের দিয়ে কাজ করাবেন তাদের বড় একটা অংশের ইউনুসের সরকারের প্রতি সেরকম আনুগত্য নেই, যতোটা আনুগত্য আছে তাদের "আপা"র প্রতি এবং সেই "আপা"র ভগবান আর তার আশ্রয়দাতা ভারতের প্রতি। এরা ক্ষমতা থেকে ঝড়ের চোটে উৎখাত হয়েছে ঠিকই কিন্তু এখন তাদের বসিয়ে যাওয়া লোক, বলা ভালো তাদের এজেন্টদের ওপর ভর করে আবারো ক্ষমতায় যেভাবেই হোক ফিরে আসতে চাচ্ছে।
সেজন্য কি দরকার?
সেজন্য তাদের জন্য দরকার ইউনুসের সরকার যে ব্যর্থ সেটা ভালোভাবে প্রমাণ করা।
অন্তর্বর্তী সরকার যাতে সফল না হয় তার জন্য তাদের সাথে নানাভাবে অসহযোগিতা করা থেকে শুরু করে নাশকতা করা এবং অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করে মানুষ যাতে এই সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলে সে ব্যবস্থা করার কোনও প্রচেষ্টা বাদ রাখতে চাচ্ছে না এই আওয়ামী লীগ।
দীর্ঘসময় ধরে প্রশাসন দলীয়করণ করতে করতে অবস্থাটা খুব জটিল করে রেখেছে আওয়ামী লীগ।
একটা ছোট্ট হিন্টস দেই। আওয়ামী লীগ উৎখাতের পর ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের এটিচ্যুডটা কি খেয়াল করেছিলেন? অন্যান্য ক্ষেত্রে পুলিশের এটিচ্যুডটা কি খেয়াল করেছিলেন? কেমন গা-ছাড়া মনোভাব ছিল সবার মধ্যে? নিশ্চয়ই ভালো করে জানেন বিগত ১৫-১৬ বছরে এতো এতো পুলিশ সদস্য কীভাবে কাদের মাধ্যমে নিয়োগ পেয়েছে? আর বিস্তারিত ব্যাখ্যায় না হয় নাই গেলাম!! হ্যাঁ, বলতে পারেন যে তাদের অফিসার থেকে শুরু করে অনেক সদস্য পালিয়ে গেছে বলে এমন গা ছাড়া একটা মনোভাব ছিল। আজও তা আছে। কিন্তু কথা হচ্ছে এই যে অসহযোগিতামূলক একটা মনোভাব এটার কিন্তু একটা উদ্দেশ্য আছে, এজেণ্ডা আছে। দেখানো যে বর্তমান সরকার প্রশাসন চালাতে পারছে না। তারা ব্যর্থ।
এটা অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষেত্রেও আছে।
এইরকম অবস্থা যারা ভুক্তভোগী তারা আমার চেয়ে আরও ভালো বলতে পারবেন।
সব কিছুরই কিন্তু একটা উদ্দেশ্য আছে। এমনি এমনি কিছুই হচ্ছে না।
এদিকে এর মধ্যে আবার রয়েছে অন্য বিপদ।
সেই বিপদটা হচ্ছে এর মধ্যে সুযোগ বুঝে প্রশাসনের সব জায়গায় অনুপ্রবেশ করে দখল করতে চাচ্ছে জামায়াত।
এখন এই অবস্থায় আওয়ামী এজেন্টরা নানা নাশকতা ঘটাচ্ছে, ঘটানোর চেষ্টা চালাচ্ছে এবং সফলও হচ্ছে। এগুলোর একাধিক উদ্দেশ্য আছে ঠিকই, তবে সবচেয়ে বড় উদ্দেশ্য সবাইকে এটাই দেখানো যে এই সরকার ব্যর্থ, তারা দেশ চালাতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না।
ওয়েল, কেন পারছে না তার কারণ তো খুলে বললামই।
লক্ষ্য করবেন আজকাল অনেকেই কিন্তু বলছে, বলার চেষ্টা করছে বা ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে যে বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে এর চেয়ে আওয়ামী লীগই ভালো ছিল আর ইউনুস তো দেশ ধ্বংস করে দিচ্ছে!!
এক্ষেত্রে তাদের সবচেয়ে সহায়ক হল ঘাপটি মেরে থাকা তাদের এজেন্টরা।
এই যখন অবস্থা তখন এ ধরণের স্যাবোটেজ হবে না কেন?
এদের এই পলিটিক্সটা সম্পর্কে সবার সচেতন থাকা দরকার।
হ্যাঁ, আমি জানি এইবারে আওয়ামী সারমেয়রা আর ভারতপ্রেমীরা ঘেউ ঘেউ করে তেড়ে আসবে আমার দিকে, আমাকে কামড়াতে চাইবে!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যখন সরকার ব্যর্থতার পরিচয় দেয়
তখন সবদিক থেকে বিপদ ঘঁনায়ে আসে ।

..................................................................
আমরা মনে করতে পারি,
এক সময়ে দেশের সমস্ত পাটের গুদামে আগুন লাগানো
হয়েছিলো এবং সারাদেশ
ধারাবাহিক এই আগুন লাগানো দেখে
বাকরুদ্ধ হয়ে গিয়েছিলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.