| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা এক মস্ত খলনায়িকা হিসেবেই টিকে থাকবে আজীবন। সেটা আজকের দেয়া রায় কার্যকর হোক বা না হোক তাতে সত্যিকার অর্থে তেমন কিছু যায় আসে না। তিনি ভিলেনই ছিলেন আর ভিলেনই থাকবেন আজীবন। একথা অনস্বীকার্য যে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আমলে যথেষ্ট উন্নতি করেছে বাংলাদেশ। কিন্তু সেই তুলনায় এদেশের সমাজে এবং রাষ্ট্রে বিশেষত এদেশের রাজনৈতিক অঙ্গনে অবনতি হয়েছে তার থেকে হাজারগুনে বেশী। সেই ক্ষতি এতোটা ব্যাপক এবং গভীর যে তার পূর্ণ ফিরিস্তি দেয়া এই ক্ষুদ্র পরিসরে সম্ভব নয়। উন্নতির ক্ষেত্রে যদি বলি তাহলে বলা যায় যে উন্নতি তো হিটলারও অনেক করেছিলো তার আমলে জার্মানির, কিন্তু সেই উন্নতির বিনিময়ে সেই নাৎসি জার্মানি কি হাল করেছিলো ইউরোপের সে কথাও হিসেবের মধ্যে রাখা দরকার। উন্নতিই সব কিছুর মাপকাঠি নয়। হিটলারের মতো অন্যান্য স্বৈরশাসকেরা তাদের সেই তথাকথিত উন্নতির বদৌলতে খোদ তার নিজের দেশের ভাগ্যে যে কতো বিশাল পরিমাণে দুর্দশা বয়ে নিয়ে আসে সে নজীর দেয়ার অভাব নেই এ বিশ্বে । আমাদের সাবেক “মাননীয় প্রধানমন্ত্রী” ওরফে স্বৈরতন্ত্রী খলনায়িকা শেখ হাসিনাও তার কোনও ব্যাতিক্রম নয়। নেহায়েত নিতান্ত কঠিন রকমের দলকানা, সাইকোপ্যাথ আর হাড়েমজ্জায় বজ্জাত লোক ছাড়া এহেন স্বৈরশাসকদের কোনও সমর্থক কেউ কখনো হতে পারে না। কেউ কেউ হয়তো বলতে পারেন যে এদের আপনি নিজ হাতে খুন করতে দেখেছেন কি না। এদের বলে রাখা ভালো, বিশ্বের ইতিহাসে কোনও ডিক্টেটর বা স্বৈরশাসক বা কাল্ট লিডারকে আপনি দেখাতে পারবেন না যে তিনি নিজের হাতে খুন করেছেন। এহেন ডিক্টেটররা নিজের হাতে মারেন না, এরা অন্যদের দিয়েই মারান এবং মরতে বাধ্য করেন। হিটলার, মুসোলিনি, ভার্গাস, ইয়াহিয়া খান বা শেখ হাসিনা সে যেই হোক প্রত্যেক ডিক্টেটরদের ক্ষেত্রে এই জিনিসটা সত্যি। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ আমলে অজস্র মানুষের ওপর চালানো হত্যাকাণ্ড, গুম-খুন, বিনা বিচারে বা মিথ্যা মামলায় আটক এসব থেকে শুরু করে সীমাহীন লুটপাট ও দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি, দেশের সম্পদ বিদেশে পাচার করা থেকে শুরু করে ভারতের স্বার্থে আপাদমস্তক নির্লজ্জ বেঈমানের মতো নিজের দেশের স্বার্থ বিকিয়ে দেয়াসহ অসংখ্য অনৈতিক কাজেকর্মে আওয়ামী লীগ যে নজীর সৃষ্টি করে গেছে তার কোনও তুলনা নেই।
হ্যাঁ, বিগত বি এন পি-জামাতের আমলকেও ভুলে যাই নি। তাদের আমলে বাংলাদেশে কীরকম দুর্নীতি আর লুটপাট হয়েছিলো, জঙ্গিবাদের বিস্তার ঘটেছিলো সে কথাও ভুলে যাই নি। কিন্তু আওয়ামী লীগের বিগত আমল তাদের অপকর্মের পর অপকর্ম দিয়ে সেই সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে বহুগুণে। আর এই সমস্ত কিছুর ক্ষেত্রে ডিক্টেটর শেখ হাসিনার অবদান যে কতোটা বড় সেটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। সুবিশাল পরিমাণ অপকর্মের হোতা আর ভারতের স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া এই আধুনিক কালের “ঘসেটি বেগম” শেখ হাসিনা আর তার আওয়ামী লীগ যতোই উন্নতির বড়াই করুক, এদেশের ইতিহাসে শেখ হাসিনা চিরকাল এক খলনায়িকা হিসেবেই টিকে থাকবে চিরকাল, যেমন আছেন নবাব সিরাজুদ্দউলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অন্যতম কুখ্যাত ঐ ঘসেটি বেগম
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:০০
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: এজন্যই শুরুতেই বলেছি যে তিনি এদেশের ইতিহাসে এক মস্ত খলনায়িকা হিসেবেই টিকে থাকবেন।
২|
১৮ ই নভেম্বর, ২০২৫ ভোর ৬:২৫
মেঠোপথ২৩ বলেছেন: এরশাদের আমলে কিছু সড়ক, মহা সড়ক ও সোডিয়ামের বাতিকে উন্নয়নের গালগপ্প হিসাবে প্রচারিত হত। লীগ আমলেও সেই একই অবস্থা। ব্রীজ ও মেট্রো রেলকে কুমিরের বাচ্চার মত বারবার দেখিয়ে উন্নয়নের গাল্গপ্প করা হয়।
একটা উন্নয়নশীল দেশ বলতে এমন দেশকে বোঝায়, যার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও জীবনমান উন্নয়নের পথে রয়েছে । দুঃখজনকভাবে উন্নয়নের এই সব জায়গাগুলোতে মারাত্মকভাবে অবনতি ঘটেছে।
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:০৪
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: উন্নতির বিপরীতে অবনতি হয়েছে ঢের বেশী। আপনার মতো যদিও স্পেসিফিকেলি বা নির্দিষ্ট করে বলিনি কিন্ত পোস্টে কিন্তু একথাও বলেছি যে অবনতি হয়েছে অনেক।
৩|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: ধরেন আপনার একটা বাড়ি আছে-
এখন আপনার বাড়ির ভাড়াটিয়া আরেক ভাড়াটিয়ার সাথে মারামারি করলো। একদম মেরেই ফেলল। অথচ আপনি তখন আরাম করে ঘুমাচ্ছিলেন।
এখন সব দোষ আপনার উপর চাপিয়ে দেওয়া হলো।
ঠিক এই অবস্থা হয়েছে শেখ হাসিনার। কোনো দোষ বা অপরাধ না করেও- তার ফাঁসি।
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫১
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: জীবনে অনেক বিবেকহীন নির্লজ্জ, বেহায়া আর সেন্সলেস দো-পেয়ে প্রাণী দেখেছি কিন্তু হাসিনার দালাল আর আওয়ামী লীগারদের মতো এতোটা চরম পর্যায়ের নিম্নস্তরের কোনও প্রাণীকে দেখি নি, যার নজীর আপনারা নিয়মিত দিচ্ছেন। আপনারা আসলেই কোনও মানুষের পর্যায়ে পড়েন না। নির্লজ্জতার ক্ষেত্রে আওয়ামী লিগাররা জামাতকেও যে অনেক পেছনে ফেলে দিয়েছে তার নজীর আপনারা নিয়মিতই রেখে চলেছেন।
৪|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭
নতুন বলেছেন: @রানু ভাই হুকুমের আসামী শব্দটার সাথে পরিচয় আছে?
৫|
১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: আপনি ডাক্তার দেখান। এখন সব রোগের চিকিৎসা আছে।
১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৮
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: জী, ফাইজলামি আর ইতরামি বাদ ইয়ে নিজে আগে নিজের মানসিক অসুস্থতার চিকিৎসা আগে করান ভালো ডাক্তার দেখিয়ে, যত্তসব। আওয়ামী সমর্থকরা যে আসলেই কতো বড় নির্লজ্জ টাউট হতে পারে তার নজীর আপনি নিয়মিতই দিয়ে যাচ্ছেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৩২
সৈয়দ কুতুব বলেছেন: আপনি যে ডেভোলপের কথা বলছেন উহা ভুল ধারণা । তিনি বাংলাদেশের বারোটা বাজিয়ে গেছেন । টের পাবেন সামনে । উহার দুি পানডা নুরুল ইসলাম নাহিদ এবং দিপু মনি পুরো এডুকেশন সিসটেম শেষ করে দিয়েছেন।