নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

এসব দেখি কানার হাটবাজার!

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৪

ব্লগে আমার প্রথম লেখা শুরু আজকে থেকে । আমি সাধারণত যে কোনো ধরণের লেখা পড়তে এবং নিজের মতামত জানাতে পছন্দ করি।আমি একজন চাকুরি প্রার্থী। এই কারণে ফেইসবুক এ বিভিন্ন কোচিং সেন্টার এর গ্রুপ বা পেইজে যুক্ত আছি।আর্থিক সমস্যার কারণে অনলাইন কোচিং ক্লাস করে থাকি। ভালো মন্দ মিলিয়ে দিন চলে যাচ্ছিলো কিন্তু ৫ই আগস্ট শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং আওয়ামী লীগের পরাজয়ের পর চেনা মানুষদের দ্রুত পরিবর্তন লক্ষ্য করি। অনলাইন কোচিং সেন্টার গুলোর গ্রুপ বা পেইজে ৫ই আগস্ট এর আগে সবসময় শেখ হাসিনা বা আওয়ামী লীগ বন্দনা চলতো। আমি কোনো একটি কোচিং গ্রুপে শেখ হাসিনার সমালোচনা করে কমেন্ট করেছিলাম ( কোচিং এর গ্রুপ গুলোতে পড়াশোনার থেকে রাজনৈতিক আলাপ বেশি) তখন এক বড়ো ভাই আমাকে ভয় দেখায় ডিবি এসে ধরে নিয়ে যেতে পারে ; দ্রুত যাতে কমেন্ট ডিলিট দেই। ৫ই আগস্ট এর পর দেখি সবাই তাদের নিজের খোলশ ছেড়ে নতুন খোলশ এ ঢুকে পড়েছে । গ্রুপ গুলোতে সমানে দিনরাত চলে ইসলামিক ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর প্রশংসা সূচক পোস্ট! আমি পুরোই তাজ্জব বনে গেলাম। সাধারণ জ্ঞান এর অনেক শিক্ষক যারা স্বাধীনতা এবং বঙ্গবন্ধু টপিক আসলে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতো তারাই এখন পোস্ট দিচ্ছে বঙ্গবন্ধু নাকি দেবদাস চক্রবর্তী ছিলেন! শেখ হাসিনার উন্নয়ন পড়াতে গেলে যারা মেট্রোরেল,টানেলের ছবি দেখিয়ে বলতো যোগ্য পিতার যোগ্য কন্যা তারাই এখন শেখ হাসিনার সাথে মৃণাল কান্তির অবৈধ রিলেশন নিয়ে পোস্ট দেয়। বুঝেন তাহলে চাকুরির কোচিংয়ের গ্রুপ গুলোতে কি চলছে! আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এরা সবাই শিবির এবং জামাত এর সাপোর্টার। কোচিং এর গ্রুপে পোল ক্রিয়েট করে পোস্ট দেয়া হয় যে আগামী নির্বাচনে কে ভোটে জিতার সম্ভাবনা রয়েছে? জামায়াতে ইসলামীর ভোট বেশি দেখলে অধিকাংশ বেকার চাকুরি প্রার্থীগণ আনন্দে আলহামদুলিল্লাহ বলে।এসব দেখে মনের অজান্তে গান গেয়ে উঠি এসব দেখি কানার হাটবাজার!

আমার প্রথম লেখা হিসাবে সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পোস্ট পড়ে কি ভাবের উদয় হইলো তা জানাতে ভুলবেন না।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে স্বাগতম। দলকানারা রয়ে গেছে। এরা যেকোনো ভাবে আবার উঠে দাঁড়াতে চাচ্ছে।

২| ০৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৭

আজব লিংকন বলেছেন: কানার হাট বাজার দারুণ উপলব্ধি। পুরা দেশের প্রায় একই চিত্র। আমার কিছু ভাই-ব্রাদার আগে আমজনতা ছিল। এখন দেখি তারা সবাই আগামীর সরকার। এতদিন নাকি আন্ডার কভারে ছিল।
যাই হোক । হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.