নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
ডোমিনো ইফেক্ট বা ডোমিনো তত্ত্ব অনুসারে কোনো একটি ঘটনা বা দূর্ঘটনা পৃথিবীর কোনো এক প্রান্তে ঘটলে অন্যান্য প্রান্তে ও একই ধরণের ঘটনা ঘটতে দেখা যাবে। কিছুদিন আগে এমন কয়েকটি ঘটনা বাংলাদেশে ঘটেছে। গত ২০ এবং ২১ শে সেপ্টেম্বর বাংলাদেশের নিউজ পোর্টাল এবং মেইন স্ট্রিম মিডিয়া তে খবর এসেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে মুহাম্মদ সা কে নিয়ে কটুক্তির অভিযোগে একজন চিকিৎসক কে পাকিস্তান পুলিশ হত্যা করে। সেই চিকিৎসক এর প্রতিবেশী রা তার উপর ক্ষুব্ধ ছিলো। পুলিশ যদিও বলছে ভুল বোঝাবুঝি এবং পুলিশের উপর আক্রমণ করার কারণে চিকিৎসক এবং তার সহযোগী কে পুলিশ গুলি করেছে কিন্তু বাস্তবে তারা ফেইক এনকাউন্টার এর মতো ঘটনা সাজাতে চেয়েছে। ৮/১০ টি মিডিয়ার নিউজের কমেন্ট বক্স ইউটিউব এবং ফেইসবুক এ লক্ষ্য করলাম। ইমানী জোশে পরিপূর্ণ বাংলাদেশের মুসলিম জনতা ফেইক এনকাউন্টার এ অনেক খুশি! নবীজির নামে কটু কথা ব্যাক্তিদের একই ভাবে হত্যা করে তারাও জান্নাতে যেতে চান। তো কয়েকদিন পর ২৯ বা ৩০ সেপ্টেম্বর সেই সুযোগ এসে ধরা দিলো চিটাগং এর পটিয়া তে বসবাস রত ইমানী জোশে পরিপূর্ণ মুসলিম জনতার কাছে। একজন সনাতন ধর্মের লোক ফেইসবুক এ মুহাম্মদ সা কে নিয়ে কুটুক্তি করেছে এই মর্মে থানায় মামলা করেন একজন বাস ড্রাইভার।এই খবরের প্রেক্ষিতে খুব দ্রুত পুলিশ কুটুক্তিকারী কে ডিবি হেফাজত এ নেয়। ঘটনা এখানে শেষ হয়ে যাওয়ার কথা!কিন্তু ইমানী জোশে ভরপুর মাদারাসার ছাত্র এবং মুসলিম জনতা কুটক্তি কারী কে তাদের হাতে তুলে দেওয়ার জন্য থানা ঘেরাও দেয়। পুলিশ কুটুক্তিকারীকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়। জনতা ক্ষিপ্ত হয়ে উঠায় সেনাবাহিনী আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এর জন্য। উত্তেজিত মুমিন গণ সেনাবাহিনীর গাড়িতে কুটুক্তিকারী আছে ভেবে হামলা চালায়। এতে ১/২ জন সেনাবাহিনীর সোলজার আহত হয়। সেনাবাহিনীর যে গাড়িতে হামলা চালায় মুমিন মুসলিম সেটিতে মূলত সেনাবাহিনীর পরিবারের লোকজন ছিলো। এই ভাবে আমাদের মুমিন ভাই দের নবীজি র দুশমন কে পিটিয়ে মারার স্বপ্ন মাঠে মারা গেলো। কথা হচ্ছে এর সাথে ডোমিনো ইফেক্ট এর কি সম্পর্ক? আসলে মিডিয়া তে পাকিস্তানের ঘটনা টি যে ভাবে প্রচার করা হয় তা কমবেশি সব বাংলাদেশের মানুষের চোখে পড়ে। তাই মুমিন মুসলিম গণ একই স্বাদ নিতে চেয়েছিলো। ভবিষ্যতে আরো কয়েকটি সাম্প্রতিক ঘটনার মাধ্যমে ডোমিনো ইফেক্ট দেখানোর ইচ্ছা আছে।
©somewhere in net ltd.