নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

আমলাতন্ত্রের গলায় ঘন্টা বাঁধবে কে ?

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫০


অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ - কথাটি বলেছিলেন বিখ্যাত ব্রিটিশ লেবার পার্টির এমপি ক্রিস রিচার্ড ! সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় প্রশ্ন করা হয়েছিল কারা বেশি শক্তিশালী? আমলাতন্ত্র নাকি রাজনীতিবিদ! জরিপের ফলাফল থেকে জানা যায় জরিপে অংশগ্রহণকারীর মধ্যে ৬০ ভাগ লোক মনে করে বর্তমানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমলাতন্ত্র। প্রশ্ন হইলো এই আমলাতন্ত্রের ছায়াতলে থাকা আমলারা আসলে রাজনীতিবিদদের তুলনায় কতটা শক্তিশালী? এই আমলাতন্ত্র কিভাবে সরকারকে প্রভাবিত করে নিজেদের সুযোগ সুবিধা বাগিয়ে নেন সেইটা আগে দেখা যাক ।

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় আসেন অন্তরবর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান হলেন নোবেল বিজয়ী ড. ইউনূস। অভ্যুত্থানের প্রধান শক্তি ছাত্রদের প্রতিনিধি হিসাবে বর্তমান সরকারে নিয়োগ পেয়েছেন তিনজন ছাত্র। কিছু রয়েছে সুশীল সমাজ এবং সর্বশেষ যাদের প্রতিনিধিত্ব রয়েছে তারা হচ্ছেন আমলারা ! খাদ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ পিয়েছেন কেবিনেট সচিব আলী ইমাম মজুমদার, পররাষ্ট্র উপদেষ্টা হয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা না রেখেও সরকারে আমলাদের নিয়োগ দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। কিন্তু সরকারের প্রধান ১/২ জন উপদেষ্টা ড. ইউনূস, আসিফ নজরুলরা অবশ্যই জানতেন বর্তমান সরকার কে রাষ্ট্র পরিচালনা করতে হলে আমলাতন্তের সাহায্য প্রয়োজন । তাই উপদেষ্টা পরিষদে আমলাদের উপদেষ্টা হওয়া খুব অস্বাভাবিক ঘটনা নয়। সাধারণত আমলারা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে থাকেন। এর বিনিময়ে পুরস্কার স্বরূপ তারা অবসর শেষে চুক্তি ভিত্তিক নিয়োগ, রাজনীতি অথবা ব্যবসায়ী বনে যান রাজনৈতিক দলগুলোর আশীর্বাদে। অর্থাৎ আমলাদের চাকুরিকালীন আমলা পরিচয়, চাকুরি শেষে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিচয় জনগণের জন্য একধরণের সমস্যা সৃষ্টি করেছে।

জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনে বিরাট শূণ্যতা দেখা যায়। মূলত আওয়ামী লীগের চাটুকার আমলারা শেখ হাসিনার পতনের পর অনেকেই পলায়ন করেছেন। সে সুযোগে প্রশাসনে চেয়ার দখলের জন্য উঠেপড়ে লাগেন বিএনপি-জামাত পন্থী বিগত ১৫ বছরে পদন্নোতি বঞ্চিত আমলারা। মূলত আলী ইমাম মজুমদার শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসাবে নিয়োগ দেয়া হয়েছিলো আমলাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। সে সুযোগে আওয়ামী লীগের যে সব আমলা পালাতে পারেনি তারা লেনদেনের মাধ্যমে বঞ্চিত আমলাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পদ দখলে তদবীর শুরু করে। এই ঘটনা প্রকাশ্যে আসে কালবেলা পত্রিকার প্রতিবেদন ' ডিসি নিয়োগে ঘূষ কান্ড' খবরের মাধ্যমে। এরপর একের পর প্রকাশ হতে থাকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগে অনিয়ম ও ঘুষকান্ড নিয়ে প্রতিবেদন! এক্ষেত্রে চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও যুগ্ন সচিব জিয়াউদ্দিনের ফাঁস হয় মোবাইল স্কীনশট । স্কীনশট হতে দেখা যায় জনপ্রশাসন সচিব ডিসি নিয়োগের জন্য ৫ কোটি চেয়েছেন। কিন্তু যুগ্ন সচিব ১০ কোটি দিতে প্রস্তুত ছিলেন। কাদের নিয়োগ দিতে হবে, কারা ঝামেলা করতে পারে, তাদের উপর অভিযোগ আসলে কার উপর দায় চাপাতে হবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া এই ঘটনায় অন্য আরেকজন যুগ্ন সচিব আলী আযমের নাম ও বারবার উঠে আসে। পরে কালবেলার নিউজে এসব বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের প্রতিবাদের মুখে যুগ্ন সচিব জিয়াউদ্দিন ও আলী আযমের বদলি করা হয়। কিন্তু রহস্যময় কারণে জনপ্রশাসন সচিব নিজস্ব পদে বহাল রয়েছেন। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় প্রধান উপদেষ্টা এবং মাস্টার মাইন্ড মাহফুজ আলম কে নিয়ে। কিন্তু অজানা কারণে সে তদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায় নি। এছাড়া দুদকে জনপ্রশাসন সচিব, যুগ্ন সচিব সহ ৬৫ জনের বিরুদ্ধে দুদকে তদন্তের আবেদন করলেও তার কোন অগ্রগতি নেই।

সম্প্রতি দুদকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন দূর্নীতির দায়ে অভিযুক্ত আমলা মোহাম্মদ আবদুল মোমেন। বিগত দূর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের অনুসন্ধান করতে বলেন। এছাড়া নিজের সম্পদের বিবরণ ৭ দিনের মধ্যে প্রকাশ করবেন বলে জানান। আবার বর্তমান সরকার ক্ষমতায় বসার পর সকল কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের বিবরণের জন্য বারবার সময় নির্ধারণ করে দেয়া হলেও আশানুরূপ সাড়া মিলছে না। আমলাদের হাতে রাখতে সরকার আমলাদের পরিবারের নাতি/নাতনী পর্যন্ত পেনশন পাবে এমন ঘোষণা দিয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ হতে পূর্ণ সহযোগিতার পাওয়ার জন্য সর্বোচ্চ ছাড় এবং পদন্নোতির ব্যবস্থা করে দিচ্ছে বর্তমান সরকার । একজন আমলা সেজন্য গর্ব করে বলেছিলেন , শেখ হাসিনা কিছু করতে পারেনি আর এই সরকার তো খুবই দূর্বল ! আমাদের কিছুই হবে না।

একটি সফল বিপ্লবের প্রধান লক্ষ্য থাকে পুরাতন সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে প্রতিস্থাপন করা। দ্বিতীয় লক্ষ্য থাকে আইনের শাসন সমাজে প্রতিষ্ঠিত করা। কিন্তু আমাদের বিপ্লবীরা অশুভ শক্তি হিসাবে শুধু শেখ হাসিনাকে খুঁজে পেয়েছে। বাকি অশুভ শক্তি গুলোকে চিনতে তারা ব্যর্থ হয়েছেন। আবার ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচারের বিতর্কিত রায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে স্বপ্ন তাতে একটি কালিমা লেপন করে দিলো। কিন্তু আমাদের বিপ্লবীরা এসব বিষয় নিয়ে তেমন চিন্তিত বলে মনে হচ্ছে না। এভাবেই বিপ্লবের স্পিরিট বাংলাদেশে ধ্বংস হওয়ার পথে !

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৮

আদিত্য ০১ বলেছেন:

ঘন্টা মনে হয়ে নটরাজ মাহফুজের হাতেই থাকবে, উহা আর বাজবেও না, বা বাধানোও হবে না

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: মাহফুজ নিয়ে আলাপ বাদ দেন। সাধারণ মানুষের চোখে ধুলো দেয়ার জন্য তাকে ইউনূস সাহেব মাস্টার মাইন্ড বানিয়েছেন। এসব পুরান আলাপ।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৮

জেনারেশন৭১ বলেছেন:



এবারের আদোলনের প্রধানশক্তি কোনটা ছিলো?

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আমি প্রথমে ভেবেছিলাম আমরা তথা ছাত্র-জনতা প্রধান শক্তি। ছাত্র জনতার পিছনে প্রধান শক্তি সেনাবাহিনী। সেনাবাহিনীর পিছনে প্রধান শক্তি আমেরিকা। কিন্তু আমলারাদের এই অভ্যুত্থানে অদৃশ্য প্রবেশ কখন হয়েছে আমার বুঝে আসে না। তবে আমি কিছু খবর পেয়েছিলাম উড়ো যে বেনজীর এবং ছাগল মতিউরের অর্থ নাকি সরকার পতনে ব্যয় হয়েছে। বিনিময়ে......

আপনার কি মনে হয়? জামাত-শিবিরের নাম নিয়েন না। এরা আন্দোলনে ছিলো সবাই জানে। আর কেউ বাকি আছেন?

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪০

জেনারেশন৭১ বলেছেন:



আওয়ামী সরকারকে কষমতাচ্যুত করা হয়েছে আমেরিকান এম্বেসীর নেতৃত্বে সেনাবাহিনীকে ব্যবহার করে; সাথে ছিলো পাকিস্তানীরা মিলিটারীর গোয়েন্দারা, যারা জামাতের সাথে কাজ করে।

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা বেনজীর ও ছাগল মতিউরের করাপশন ফাঁস করেছিল কারা? ইহা কে আমলাদের উপর শেখ হাসিনাকে যাতে আর সাহায্য না করে তার জন্য চাপ হিসাবে দেখা যেতে পারে? আমলারা যদি সহায়তা করতে থাকে তবে বাকিদের ও করাপশন ফাঁস হবে এমন কোন থ্রেট দিয়েছিল নাকি কেউ? ৯৬ সালের মখা আলমগীরের কেইস নাকি?

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৮

জেনারেশন৭১ বলেছেন:



৭০ ভগ আমলাদের ছেলেমেয়ে পশ্চিমে পড়ে, ৫০ ভাগের স্ত্রী বছরের বড় সময় পশ্চিমে থাকে; ওরা আমিকার পকেটে বসবাস করে থাকে। আপনি যাদের কথা বলেছেন ওরা কোনভাবে ফ্যাক্টর কিনা আমি জানি না।

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ভারতে থাকবেন এই রিয়েলিটি মানিয়া লইয়া বাংলাদেশ কে ভারতের সাথে সুসম্পর্ক রাখিতে অনুরোধ করিয়াছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। ইহা কি শুধুই ইন্দিরার কূটনীতিকে অনুসরণ নাকি মোদীর এখানে আলাদা কোন চাল আছে? ইহা সম্ভব?

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৬

জেনারেশন৭১ বলেছেন:



মোদী ধর্মীয় সন্ত্রাসী, কিন্তু ভারতের জন্য যোগ্য রাজনীতিবিদ। সে শেখ হাসিনা বা ইমরান খানদের জন্য কিছু করার লোক নয়, সে জানে যে, সব মুসলামনই একই সংস্কৃতির। ওরা শেখ হাসিনাকে আপদ হিসেবে ভাবছে, উনাকে রেখেছে ইন্দিরার প্রতি সন্মান দেখায়ে।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০২

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের দেশে শান্তি ফিরে আসুক।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৫

কাঁউটাল বলেছেন: কালবেলার প্রকাশিত আইফোনের স্ক্রিনশট ভুয়া ছিল। আমি নিজে পরীক্ষা করে কি পেয়েছি তা দেখাই:





আইফোনের বর্ডার থেকে মেসেজ বাবলের দুরত্ব একই স্ক্রিনশটের উপরের দিকে বেশি নিচের দিকে কম। তার মানে মেসেজ বাবল গুলি বসানোর সময় এ্যংগেল ঠিক রাখতে পারে নাই। সত্যিকারের আই ফোনে এইরকম ত্রুটি থাকবে না।

আগ্রহীরা বিশ্বাস না হলে নিজে চেক করে দেখতে পারেন।

মোখলেস সাহেব সৎ লোক, উনার যেই দুইজন ডেপুটিকে বদলি করা হয়েছে তাদের ফিরিয়ে আনা দরকার।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০০

সৈয়দ কুতুব বলেছেন: তদন্ত প্রতিবেদন কি হইলো? রিপোর্ট কি ঝকঝকে তকতকে নাকি?

৭| ১২ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৭

কাঁউটাল বলেছেন: কালবেলা ভারতের "র" এর পত্রিকা।

১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০১

সৈয়দ কুতুব বলেছেন: এসব গোয়েন্দা বাহিনীর ভারত পাকিস্তান খেলা বন্ধ করেন। হিন্দি ছবি কম দেখেন।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩১

রাসেল বলেছেন: যৌক্তিক আলোচনা। আমার মতে জনগণের প্রতিনিধি রাজনৈতিক নেতৃত্ব এটা করতে পারে। কিন্তু দেশের জন্ম থেকেই রাজনৈতিক প্রতিনিধিরা সকল দোষে দুষ্ট। ব্যতিক্রম উদাহরণ হতে পারে না।

১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৮

সৈয়দ কুতুব বলেছেন: ১/১১ এর কুশীলব রা এখন উপদেষ্টা। এদের আবার আমলা পরিচয় রয়েছে। আলী ইমাম মজুমদার একজন প্রো আওয়ামী লীগার। উনাকেই দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা সরকারের সাথে আমলাদের সম্পর্ক স্থাপন করতে। আর যে সব কেলেঙ্কারির কথা বলেছি ব্লগে একটারও তদন্ত প্রতিবেদন প্রকাশ হতে দেখি নি। যদি কোন ঘটনা না ঘটে থাকে তবে বদলি কেন করা হয়েছে? বার বার সরকারি কর্মকর্তাদের হিসাব চাওয়া হলেও আশানুরূপ ফল মিলছে না।

৯| ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: লিখে লিখে কি দেশের সমস্যা সমাধান করা সম্ভব?

১২ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

সৈয়দ কুতুব বলেছেন: না। মানুষ এসব নিয়ে কেমন চিন্তা করে তা দেখার জন্য লেখা। বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না আসলে দেশের উন্নতি করতে হলে কোন জায়গায় হাত দিতে হবে!

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনা আমলাতন্ত্রকে তার কব্জায় নিয়ে এসেছিল। ফলে সামরিক গোয়েন্দা থেকে শুরু করে সকল গোয়েন্দা, পুলিশ, আর্মি এবং সিভিল আমলারা তার কোথায় উঠত আর বসতো। সামরিক পোশাক পড়ে শেখ হাসিনাকে কদমবুসি করতো এমন ঘটনাও আছে। এমন একজনকে শেখ হাসিনা প্রেসিডেন্ট বানিয়েছিল যে শেখ হাসিনার পা ছুয়ে সালাম করতো।

আমলাতন্ত্রের খারাপ অংশ মেরুদণ্ডহীন। তাই শাসক ভালো এবং মেধাবী হলে এদেরকে নিয়ন্ত্রণ করা বড় কোন সমস্যা না।

১৩ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪

সৈয়দ কুতুব বলেছেন: আমলাতন্ত্র এবং সেনাবাহিনীর দাসত্ব থেকে মুক্ত হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.