নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের ভাষণে অন্তরবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে তার একটি ধারণা দিয়েছেন। ড. ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন হতে পারে। অর্থাৎ আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বাংলাদেশের মানুষ আরেকটি নির্বাচন প্রত্যক্ষ করতে যাচ্ছে। এতে দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারীরা তাদের ব্যবসা বাণিজ্য ও দেশে বিনিয়োগ করতে নিরাপদ অনুভব করবে। রাজনৈতিক অস্থিতিশীলতা কোনভাবেই ব্যবসা বাণিজ্যের পক্ষে সহায়ক নয়।
বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা নির্বাচন নিয়ে আগাম ধারণা দিলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বারবার জানানো হয় প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখ হবে নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। উপদেষ্টা দের বক্তব্য একান্তই তাদের নিজস্ব। অনেক উপদেষ্টারা নিজেদের মধ্যে নির্বাচন কবে হবে সে ব্যাপার ধারণা দিতে গিয়ে দ্বন্ধে জড়িয়ে পড়েন। বিরোধী দলগুলোর পক্ষ থেকে বারবার চাপ দেয়া হচ্ছিল কবে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে তার ধারণা দেয়ার জন্য। এই নিয়ে বিরোধী দল বিশেষত বিএনপির সাথে তরুণ উপদেষ্টারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ার ঘটনা নিউজে এসেছে। অবশেষে ড. ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দেয়ার মাধ্যমে সকল তর্ক বিতর্কের অবসান হলো।
যারা রাজনীতি বুঝেন তারা অনেক আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন যে দেশে সম্ভাব্য নির্বাচন কবে হইতে যাচ্ছে। এক্ষেত্রে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য থেকেই তা আঁচ করতে পেরেছিলেন। ড. ইউনূস বিদেশ সফরে থাকাকালীন সেনা প্রধান তার এক বক্তব্যে স্পষ্ট ভাবে জানিয়েছিলেন সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত সেনাবাহিনী ড. ইউনূসের সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। এই বক্তব্যের পরপরই সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের ড. ইউনূস কে জিজ্ঞাসা করা হয়েছিল সেনা প্রধান যা বলেছেন তা আসলে কতটুকু সত্য? ড.ইউনূস বলেছিলেন, ওয়াকার-উজ-জামানের বক্তব্য একান্ত নিজস্ব। তিনি এই ব্যাপারে কিছু জানেন না। সংস্কারের আগে কোন নির্বাচন হবে না।
ড. ইউনূসের সরকারের উচ্চাভিলাষী সংস্কার প্রকল্প বাস্তবায়নের জন্য ৩/৪ বছর সময় প্রয়োজন। কিন্তু বিরোধী দলগুলো এত সময় দিতে রাজি হবে না। কারণ এতে আওয়ামী লীগের পুনর্বাসন সহজ হবে এবং অন্তরবর্তীকালীন সরকারের সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিপ্রায় হতে পারে নির্বাচন ছাড়া। সবশেষ মূল কথা হইলো বর্তমান সরকারের মধ্যে থেকে ছাত্রদের নিয়ে কিংস পার্টি গঠনের আলোচনা চলছে । তাই অন্তরবর্তীকালীন সরকারের অভিপ্রায় ছিলো নির্বাচন যত দেরিতে হয় কিংস পার্টি তত বেশি সংগঠিত হতে পারবে। কিন্তু অন্তরবর্তীকালীন সরকারের নাটাই অন্য কারো হাতে। হতে পারে সেটা সেনাবাহিনী অথবা অন্য কোন বিদেশি শক্তি !
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৩
সৈয়দ কুতুব বলেছেন: অনেক প্রশ্নের উত্তর খুজে পাচ্ছি না।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৫
কামাল১৮ বলেছেন: এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের জন্য কোন সুসংবাদ নেই। স্বপ্ন দেখা বাদ দেন।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০০
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: সংস্কারের নামে সময় ক্ষেপণ মোটেও কাম্য নয়। দেশের স্থিতিশীলতা এবং বিদেশী বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। তাই শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের লক্ষ্য হওয়া উচিত। নির্বাচনের যতো দেরী হবে পতিত স্বৈরাচার ততোই শক্তিশালী হবে। অন্তবর্তী সরকারের কিংস পার্টি গঠনের স্বপ্ন ত্যাগ করে গণমানুষের আকাঙ্খাকে প্রাধান্য দেয়া উচিত। এ ক্ষেত্রে যতো দেরী হবে, ততোই সমর্থন হারাবে সরকার।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৫
সৈয়দ কুতুব বলেছেন: নির্বাচন দ্রুত না হলে কারো আইডিয়া নাই ভবিষ্যতে কি অঘটন ঘটবে!
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪২
ঊণকৌটী বলেছেন: বাংলাদেশের ভাগ্য আর বাংলাদেশের হাতে নাই|
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: হুম কপাল খারাপ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০০
আমি সাজিদ বলেছেন: বাটন খুঁজে পায় নাই বোধহয়৷
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০২
সৈয়দ কুতুব বলেছেন:
৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৭
তাবরিযি বলেছেন: "ড. ইউনূসের সরকার" সঠিক আখ্যা না। আর সংস্কারগুলো উচ্চাভিলাষী না, ক্ষতপূরনীয় ও অপরিহার্য।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩০
সৈয়দ কুতুব বলেছেন: এই সরকার শক্তিশালী নয়। তাই তাদের জন্য সংস্কার উচ্চভিলাষী। ধন্যবাদ
৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫২
কামাল১৮ বলেছেন: আমি আওয়ামী লীগের হয়ে স্বপ্ন দেখি না।আমি জনগনের হয়ে স্বপ্ন দেখি।জীবনে একদিনের জন্যও আওয়ামী লীগ করিনাই।ভবিষ্যতেও করবো না।বিএনপি জামাত ও না।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনি বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গঠনের চেয়ে ধ্বংস খুবই সহজ। ১৫/১৬ বছরের ধ্বংস ৪/৫ মাসে মেরামত করা মোটেই সহজ না।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: হুম! আপনার কথায় যুক্তি আছে।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: আসল চাবি আমেরিকার হাতে।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩
সৈয়দ কুতুব বলেছেন: হ্যা।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি যা জানতে চেয়েছেন, তা বাইরে আসবে না।