নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
এই ঘটনা আমার নানার বাড়িতে টং দোকানে বসে ভুক্তভোগীর আত্নীয়ের কাছ থেকে শোনা। আমাদের দেশে সরকারি চাকুরিতে কিভাবে নিয়োগ হয় এবং কাদের সুপারিশ ছাড়া সরকারি চাকুরি হয় না তা জানা যাবে এই ঘটনা পড়লে। এছাড়া রাজনৈতিক দলগুলোর নেতারা কিভাবে তাদের নিজ দলের কর্মীদের বঞ্চিত করে লেনদেনের বিনিময়ে অন্য মতাদর্শের কর্মীদের চাকুরি পেতে সহায়তা করেন তাও জানা যাবে। মূলত বড়ো দুইটি রাজনৈতিক দলের নেতারা এই কাজ করে থাকেন।
২০১৮ সালে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের পিয়ন পদে সারকুলার হয়। রাজউক এবং সিডিএ তে চাকুরি যেন সোনার হরিণ। কারণ সেখানে এক্সট্রা ইনকামের সুযোগ আছে। ডবলমুরিঙ থাবার আওয়ামী লীগের এক কট্টোর সমর্থক নিজাম পিয়ন পদে চাকুরির জন্য দৌড়ঝাপ শুরু করে। পরীক্ষা দেয় এবং মৌখিক পরীক্ষার জন্য সিলেক্ট হয়। যেহেতু নিজাম পলিটিক্স করে সে একটি সূত্রে খবর পায় চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের এক বোর্ড মেম্বার হাটহাজারী এলাকার একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। সাধারণত কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তাদের লোকজন সব প্রতিষ্ঠানের পদ-পদবী দখল নেন। এটি বাংলাদেশের রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে। নিজাম প্রথমে তার রাজনৈতিক দলের বড়ো ভাইদের সহায়তায় এক আওয়ামী লীগের এমপির কাছে যায় যাতে লবিং করে তার চাকুরি হয়। এমপি সাহেব নিজাম কে আশ্বাস দেন যে তিনি চেষ্টা করবেন কিন্তু রাজনৈতিক দলের নেতারা ভোটের আগেও এমন আশ্বাস দেন সাধারণ জনগণকে। তাই কোন ধরণের কাজ হয় নি। নিজাম তখন সিডিএ'র সদস্যের সাথে বড়ো ভাইদের কানেকশনে দেখা করে মৌখিক পরীক্ষায় পাশ করার জন্য অনুরোধ জানায়। সিডিএ'র মেম্বার নিজাম কে আশ্বাস দেয় তিনি নিজাম কে চাকুরি পেতে সহায়তা করবেন। তবে কিছু খরচাপাতির ব্যবস্থা করতে হবে।
নিজাম একটু সময় নিয়ে এলাকার স্থানীয় অনেক বড়ো ভাইদের সাথে কথা বলে তিন লাখ টাকা জোগাড় করতে সক্ষম হয়। নিজাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং ত্যাগী ছাত্রলীগের কর্মী ছিলো। সে ধান্দা করে তেমন টাকা কামাতে পারেনি। নিজাম তার জোগাড় করা টাকার খবর জানাতে সিডিএ'র মেম্বারের বাসায় যায়। যাওয়ার সময় ১৫ হাজার টাকা খরচ করে ৮/১০ পদের মাছ নিয়ে যায় যাতে সিডিএ'র মেম্বার সে আওয়ামী লীগ নেতা তার প্রতি ভালো মনোভাব রাখেন। যথারীতি সিডিএ'র মেম্বার নিজাম কে নিজ দলের কর্মী বলে উষ্ণ অভ্যর্থনা জানায়। তিনি আরো জানান নিজামের জন্য সুপারিশ করবেন যাতে তার চাকুরি হয়। নিজাম তার যোগাড় করা টাকার পরিমাণ মেম্বারকে জানান । সিডিএ'র মেম্বার নিজামের চাকুরি ৯০ ভাগ কনফার্ম বলে জানান। নিজাম বাড়ি চলে আসে
মৌখিক পরীক্ষা শেষে রেজাল্ট বের হয় কিন্তু নিজাম সিলেক্ট হয় না। এতে নিজামের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বড়ো ভাইদের কাছে গিয়ে এর কারণ জানতে চায়। বড়ো ভাইয়েরা ও খুব অবাক হয়েছিল যে এত তদবীরের পরও নিজামের কেন চাকুরি হলো না। পরে নিজেদের সোর্স ব্যবহার করে নিজামের এক রাজনৈতিক দলের বড়োভাই তাকে জানায়, সিডিএ'র মেম্বার ৮ লাখ টাকার বিনিময়ে অন্য একটি বিরোধী রাজনৈতিক দলের কর্মীর জন্য সুপারিশ করেন। যে ছেলেটা চাকুরি পেয়েছে তার বড়ো ভাই নিজামের রাজনৈতিক দলের বড়ো ভাইকে বলেছে যে তারা সিডিএ'র সেই মেম্বারের কাছ থেকে শতভাগ গ্যারান্টি পেয়েছিল যে চাকুরি তার ছোট ভাই পাবেই। নিজাম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে এবং এলাকা ছেড়ে দেয়। সে ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যহতি নেয়।
০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪২
সৈয়দ কুতুব বলেছেন: করে হয়তো!
২| ০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
সমন্বয়কদের কাছে তদবীর করা শুরু হয়েছে?
০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭
সৈয়দ কুতুব বলেছেন: করছে হয়তো। ভবিষ্যতে জানা যাবে।
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৫
আমি সাজিদ বলেছেন: এই হাত ঘড়ি আর সানগ্লাসের দাম নিশ্চয়ই কয়েক লাখ হবে।
০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০
সৈয়দ কুতুব বলেছেন: মালটা পালালো কিভাবে?
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭
আমি সাজিদ বলেছেন: আমিও অবাক।
উনি পালিয়েছেন। পালাবেন না বলেছিলেন।
উনার সাথে কুমড়ো পটাশরাও পালিয়েছে। অথচ উনি প্রয়োজনে ছাত্রদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন। কী ভয়াবহ ব্যাপার।
০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৫
সৈয়দ কুতুব বলেছেন: গাজী কাগুরে জিজ্ঞাসা করতে হবে কিভাবে পালালো!
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬
আমি সাজিদ বলেছেন: বিগত দশ পনেরো বছরে যা যা ঘটেছে, তার একটা প্রতীকী সারমর্ম আপনার লেখায় এসেছে। আওয়ামী অত্যাচার ও ডাকাতির স্বরূপ প্রকাশিত হওয়া দরকার। দমনপীড়ন ও গণতন্ত্রহীনতার চর্চা করে তারা আজ এমন অবস্থায় দেশকে নিয়ে গেছে মানুষ শঙ্কিত। আশাবাদী একদিক দিয়ে যে, কেউ আর স্বৈরাচারের মতো বিভিন্ন চেতনার একমাত্র ধারক ও বাহক হিসেবে চড়ে বসতে পারবে না। শঙ্কা একদিক দিয়ে যে, আদৌ দেশ আইনের শাসনে ও গণতান্ত্রিক মহাসড়কে ফিরবে কিনা।
ব্লগ ছাড়বেন না। লিখতে থাকুন। তবে যারা ব্লগে মতপ্রকাশের স্বাধীনতা পেয়েও / স্বাধীনভাবে লিখতে পেরেও, ব্লগকে নানা ট্যাগে ট্যাগ দিয়ে চায় ( যেমন সাক্ষাৎ শয়তান সেই মা***র র***ন ২০১৩ সালে দিয়েছিল, গুটি কয়েক ব্লগারের অন্যায়ের কারণে গোটা ব্লগার শব্দটাকে ন্যাংটা করে ছেড়েছিল) তাদের কাছ থেকে সাবধান থাকুন।
এই ব্লগকে আজীবন আওয়ামীরা বিএনপি জামাতের মুখপাত্র ভেবেছে, জামাতিরা আওয়ামী লীগের এজেন্ট ভেবেছে/ ভাবছে। এদের রোষানলে পড়ে হারিয়ে গেছে চমৎকার সব লেখকরা, যাদের লেখা পড়লে আমি এখনও আফসোস করি, এরা একটিভ থাকলে ব্লগ কতোই না রিচ হতো!
০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আমি কারো সাথে বিবাদে জড়াতে চাই না। কারণ আমার লক্ষ্য সুনিদিষ্ট। এই দেশের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দল নয়। এরা চোর, ডাকাত ও দেশদ্রোহী। সাধারণ মানুষের প্রস্তুতি নেয়া উচিত ভবিষ্যৎ বিপ্লবের জন্য। বাংলাদেশে আগে সামাজিক বিপ্লব হতে হবে যা ভাসানী বুঝতে পেরেছিলেন। এসব ট্যাগিং ও গুটিবাজি এমনিতেই সাইজ হয়ে যাবে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭
আমি সাজিদ বলেছেন:
আমাদের একটা প্রধান রাজনৈতিক দল নিজেদের দোষে ও জনগণের সাথে প্রতারণার জন্য মাইনাস হয়ে গেছে। আর আছে একটা দল। এরাও জনকল্যাণমুখী রাজনীতি না করলে মাইনাস হবে।
তবে,
এই সামাজিক বিপ্লবে কি কি অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না? লিড দেবে কে বা কারা?
০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫২
সৈয়দ কুতুব বলেছেন: এসব মাত্রই প্রাথমিক পর্যায়ে।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪১
আমি সাজিদ বলেছেন: আপনি আপনার বন্ধুদেরও ব্লগে আমন্ত্রণ জানান। ওরাও লিখতে থাকুক। ব্লগ জমজমাট হবে। দেশের নানা সমস্যা ও সমাধানের উপায় বের হবে।
০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আমার বন্ধুরা ব্লগিং করবে না। তাদের নিকট আত্নার মুক্তির চেয়ে অর্থনৈতিক মুক্তি বেশি পছন্দ।
৮| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: কাকুর ছবিটা দারুন হয়েছে।
০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
৯| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
কাঁউটাল বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
সৈয়দ কুতুব বলেছেন: এটা আমি অনেক আগেই জানি। আমার বাড়ি চিটাগাং !
১০| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৪
আমি ব্লগার হইছি! বলেছেন: যেভাবে রাজনৈতিক নেতারা বিরোধীদলের নেতা কর্মীদের চাকরির জন্যে সুপারিশ করেন ঠিক সেভাবেই কাদের সাহেব পালাতে পেরেছেন। টাকায় কথা বলে। টাকার কোন দল নেই।
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৬
সৈয়দ কুতুব বলেছেন: সেনাবাহিনী আকামডা করেছে।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: আমি একটু বিজি দেখে নতুন ব্লগ লিখতে সময় নিচ্ছি।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৮
আমি সাজিদ বলেছেন: উনার সেই ফেসবুক আইডি আর নানান পোজে ছবিগুলো আছে? মানুষ মন্তব্য করে না ?