নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
সোনাগাজী/ফারমার/চাঁদগাজী/খেলাঘর কে চিনেন না এমন একজন ব্লগার সামুতে আছেন কিনা সন্দেহ আছে। বর্তমানে তিনি পূর্বের সকল নিক ব্যান খেয়ে জেনারেশন-৭১ নিকে ব্লগিং করছেন। তিনি সামুর একজন প্রবীণ ব্লগার। তিনি ব্লগে যেমন তুমুল জনপ্রিয় ঠিক একই সাথে অনেকের নিকট বিরক্তিকর ব্যক্তি হিসাবে পরিচিত। আমার সাথে উনার পরিচয় হয় সোনাগাজী নিক ব্যান যাওয়ার ঠিক এক মাস আগে থেকে। একজন নতুন ব্লগার হিসাবে যখন সামনের পাতায় যাওয়ার জন্য অন্য ব্লগারদের ব্লগে কমেন্ট করতাম এবং ব্লগ লিখতাম তখন সোনাগাজী নিক থেকে আমার ব্লগে তিনিই সর্বপ্রথম কমেন্ট করেছিলেন । এছাড়া আজব লিংকন, মহাজাগতিক চিন্তা, সাজিদ নিক ও কামাল ১৮ থেকে আমার ব্লগে রেগুলার কমেন্ট করা হতো। এভাবে আমার সৈয়দ কুতুব নিক সামনের পাতায় চলে আসে। মেনশন করা ব্যক্তিরা যদি কমেন্ট না করতেন তবে হয়তো আজকে ১৫০ তম পোস্ট লিখার জন্য ব্লগে জীবিত থাকতাম না। আসলে সবার সহযোগিতা ছাড়া সামনে এগিয়ে যাওয়া কঠিন।
জেনারেশন-৭১ ওরফে সোনাগাজী ব্লগের প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয় মূলত নিকের নাম থেকে। ফেনী সোনাগাজীতে আমার অনেক আত্নীয় স্বজন বসবাস করেন। প্রথমে ভেবেছিলাম হয়তো সেখানের কেউ বুঝি ব্লগিং করছেন। পরে দেখলাম নিকের পিছনের মানুষটি একজন মুক্তিযোদ্ধা। উনাকে আমি ফলো করতে থাকি। ধীরে ধীরে বুঝতে পারি তিনি একটি রাজনৈতিক দলের শক্ত সাপোর্টার এবং ব্লগে বিভিন্ন লেখকদের লেখা নিয়ে শক্ত সমালোচনা করে থাকেন। কিন্তু উনার একটি ফ্যান বেইজ আছে যারা রেগুলার জেনারেশন-৭১ নিকের ব্লগ ভিজিট করে থাকেন। সোনাগাজী নিকের পিছনের মানুষটিকে একটি রাজনৈতিক দলের দালালি করছেন বলে মনে করেন সামুর অনেক ব্লগার । সোনাগাজী কে পছন্দ করেন এমন ব্লগারের সংখ্যাও নেহায়েত কম নয়। তাই বারবার ব্যান খেয়েও তিনি নিত্য নতুন নিক নিয়ে নিজের ভক্তকূলের জন্য ও দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে ব্লগে ফিরে আসেন।
সোনাগাজী নিকে যখন গাজী সাহেব ব্লগিং করতেন তখন তিনি ব্লগারদের ব্লগে গিয়ে নানারকম মন্তব্য করতেন যা অনেকের পছন্দ হতো না। এছাড়া হটাৎ করে হাজির হওয়া কিছু নিক থেকে গাজী সাহেবের ব্লগে কমেন্ট করা হতো এবং তিনি তার কঠিন জবাব দিতেন যা সামুর মডুদের চোখে আইনত দন্ডনীয় অপরাধ। তাই সোনাগাজী নিক কে চিরতরে ব্যান করে দেয়া হয়।
সোনাগাজী নিকের পিছনের মানুষটি জেনারেশন-৭১ নিকে এখন ব্লগিং করছেন। প্রথমে তাঁর কমেন্ট করার ক্ষমতা ছিলো কিন্তু সামুর নিয়ম ভঙ্গের কারণে আবার তাকে কমেন্ট ব্যান করা হয়। সামুতে বিভিন্ন সময় ব্যান নিয়ে রেগুলার লিখে যেতেন বলে জানতে পেরেছি । তাই এই পরিস্থিতি খুবই স্বাভাবিক গাজী সাহেবের জন্য। মূলত লেখালেখি নেশা হওয়ার কারণেই গাজী সাহেব ব্লগিং ছেড়ে যাচ্ছেন না।
জেনারেশন-৭১ কে ব্যান মুক্ত করা হউক এমন টপিকস নিয়ে ব্লগ লিখলে উনার যারা হেটার্স তারা একটু নড়েচড়ে বসেন । তারাও পাল্টা ব্লগ লিখেছিলেন বলে পূর্বে লক্ষ্য করেছি। এছাড়া ব্লগে এখনও খোলা চিঠি লেখার প্রচলন আছে দেখে ভালো লাগে। গাজী সাহেবের হেটার্সরা উনার পোস্টে কমেন্ট করার জন্য হলেও ব্লগে আসেন। অনেক সিনিয়র ব্লগারদের সাথে গাজী সাহেবের ঝামেলা রয়েছে আবার যারা ব্লগ ছেড়ে দিয়েছেন অনেকে গাজী সাহেবের খোঁজ খবর নেন বলে শুনেছি। অর্থাৎ তিনি সকল মহলে আলোচিত-সমালোচিত একজন মানুষ।
অনেকদিন গত হয়েছে গাজী সাহেব পিছনের পাতায় ব্লগিং করে যাচ্ছেন। অনেক সিনিয়র ব্লগার নিজেদের কাজকর্মে বিজি থাকেন তাই সময় দিতে পারেন না সামুতে। ব্লগে আজ রাতে নতুন কোনো পোস্ট লিখলে সেটা সামনের পাতা থেকে পিছনে যেতে দেড় থেকে দুইদিন সময় লাগে। অর্থাৎ লেখকের সংখ্যা অনেক কমে গিয়েছে। জেনারেশন-৭১ নিকের উপর থেকে ব্যান সরিয়ে নিলে সামনের পাতায় রেগুলার উনার উপস্থিতি থাকতো। একজন পুরাতন ব্লগারকে সামনের পাতায় রেগুলার লিখছে দেখে অন্যরাও হয়তো লেখালেখি আবার শুরু করার আগ্রহ বোধ করতেন।
খেলাঘর/ফারমার/চাঁদগাজী/সোনাগাজী = জেনারেশন ৭১ এর উপর থেকে সকল প্রকার ব্যান উঠিয়ে নেয়া যায় কিনা তা পুনরায় বিবেচনার জন্য সামু কতৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।
২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৯
শাহ আজিজ বলেছেন: আমিও একমত ।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৫
ঊণকৌটী বলেছেন: উনি স্পষ্ট বক্তা তাই হয়তো অনেকের চক্ষুশুল, উনাকে ফিরিয়ে আনলে ব্লগের ভিউয়ার বাড়বে বই কমবে না এইটা গ্যারান্টি, তাছাড়া ব্লগে লেখার মুক্ত স্বাধীনতার প্রয়োজন, কারো লেখা বা যুক্তি পছন্দ হলো না তাই তাঁকে বেঁধে দিলাম এইটা যুক্তিযুক্ত নয়, সবারই মতামত নেওয়া হোক, বাকিটা ব্লগাররা বুঝে নেবে কে ঠিক না বেঠিক তাইনা ? লেখার স্বাধীনতা হরণ করা একদম উচিত না তাই মডু দের কাছে একান্ত অনুরোধ আপনারা নিরপেক্ষ থাকার চেষ্টা করেন |
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর মন্তব্য যাদের অপছন্দ তারা তাঁর ম,ন্তব্য মুছে দিলেই হয়। যেমন আমি এ লেখকের অনেক মন্তব্য পছন্দ না হওয়ায় মুছে দিয়েছি।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
ঢাকার লোক বলেছেন: মাস দেড়েক আগে থ্যাংকস গিভিং এর ছুটিতে প্রচন্ড ঠান্ডা এক দুপুরে ব্রুকলীনের এক রেস্তোরাঁয় উনার সাথে লাঞ্চ করার সৌভাগ্য হয়েছিল। আমার লেখার বিষয় ও মান সম্পর্কে উনার যে ধারণা তাতে সামনে পেয়ে কি না কি বলে বসেন সেই ভয়ে আমার ছেলেকেও সাথে নিয়েছিলাম উনার অনুমতি নিয়েই, ছেলে থাকলে বেশি খারাপ কিছু বলতে হয়তো লজ্জা পাবেন এই ভরসায়! তিন জন এক কোণায় একান্তে বসে অনেক আলাপ হলো। ব্লগ, রাজনীতি, দেশ, মুক্তি যুদ্ধ, বিভিন্ন বিষয়ে। এতদিন উনার লেখা, কমেন্ট পড়ে উনাকে আমার যতটা ভীতিপ্রদ মনে হয়েছিল তিনি ঠিক ততটাই ভদ্র, অমায়ীক, মিষ্টভাষী! আমার ছেলে উনার কথা শুনছিল, সব কথা ও বোঝেনি, যতটুকু বুঝেছে তাতেই ও মুগ্ধ!
উনাকে ব্যান না করে উনার কথা বলতে দেয়ার সপক্ষে আমিও একমত!
৬| ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৫৫
আঁধারের যুবরাজ বলেছেন: আপনার সাথে সহমত।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি একজন অসাধারণ মানুষ।
তাঁর কোন তুলনা নেই।
৮| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৪
কলাবাগান১ বলেছেন: আশাকরি অচিরেই উনার সাথে দেখা হবে...।
৯| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
উনি পেছনের পাতায় ভালো আছেন মনে হয়, উনার ফিডব্যাক যাদের প্রয়োজন তারা খুজে বের করে আদায় করে নিচ্ছে।
১০| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী একজন গ্রেট ব্লগার।
উনি মানবিক এবং হৃদয়বান মানুষ।
তার তুলনা হয় না। এক কথায় বলতে গেলে তিনি সামুর প্রান।
এই পিএইচডি হোল্ডারকে, এই শিক্ষককে, এই মুক্তি্যোদ্ধাকে, এই দানশীল মানুষকে, এই গ্রেট মানুষকে সামু তার প্রাপ্য সম্মান দেয় নাই। বরং বারবার অবহেলা করেছে। ইহা অত্যন্ত দুঃখজনক।
১১| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
তার অপরাধ কি ছিল?
১২| ১৪ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি কী আবারো ব্যন? যদি তাই হয় তাহলে আমি ওনার ব্যন তুলে নেওয়ার আবেদন করছি কতৃপক্ষের কাছে। যদিও উনি আমাকে পছন্দ করেন না তারপরও আমি চাই উনি ব্লগে থাকুক।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৪
কামাল১৮ বলেছেন: গাজী সাহেবকে ভালোলাগে তার সততার জন্য।সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে উনি কুন্ঠাবোধ করেন না।এমন সাহসী ব্লগার খুব কম দেখা যায়।তাকে স্বাভাবিক ব্লগিং করতে সুযোগ দেয়া হোক।আশাকরি কতৃপক্ষ বিষয়টা সুবিবেচনা করবেন।