নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

বদলে যেতে পারে সংবিধানের মূলনীতি: হতে পারে সংযোজন অথবা বিয়োজন !

১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯


সংবিধান বিষয়ক সংস্কার কমিটি ড. ইউনূসের নিকট সুপারিশ রিপোর্ট জমা দিয়েছেন। কোন কোন বিষয়ে সুপারিশ করা হয়েছে তার বিস্তারিত জানা না গেলেও কিছু কিছু বিষয় যেমন: সংবিধানের মূলনীতির বিষয় নিয়ে করা সুপারিশ সম্পর্কে খন্ড খন্ড তথ্য পাওয়া যাচ্ছে। ৭২ এর সংবিধানে লিখিত চারটি মূলনীতির তিনটি বিয়োজন করে নতুন চারটি মূলনীতি সংযোজনের মাধ্যমে মোট পাঁচটি মূলনীতি সংবিধানে রাখতে সুপারিশ করা হয়েছে। বাদ পড়া তিনটি মূলনীতি হচ্ছে : জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। যে চারটি নতুন মূলনীতি সংযোজন করার প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো হলো: সাম্য, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং আরেকটা মনে নাই :#)

এছাড়া আরো যেসব পরিবর্তন আনার কথা সুপারিশ করা হয়েছে তা হলো: ১- গণপ্রজাতন্ত্রী শব্দটি বাদ দিয়ে জনগণতন্ত্রী রাখার প্রস্তাব করা হয়েছে। ২- প্রজাতন্ত্র শব্দ বাদ দিয়ে নাগরিকতন্ত্র রাখার সুপারিশ করা হয়েছে। ৩- বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ করার পরামর্শ দেয়া হয়েছে।

মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া নিয়ে বিদেশিদের সাথে ইন্টেরিম সরকার কিভাবে ডিল করবে সেইটা এখন দেখার বিষয়। কারণ গত বছরের নভেম্বর মাসে পররাষ্ট্র উপদেষ্টাকে পূর্ব এশিয়ার একটি দেশের রাষ্ট্রদূত জিজ্ঞাসা করেছিলেন যে উহা রাখা হবে কিনা? অন্যদিকে প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিএনপি এই ব্যাপারে কি বলে সেইটাও দেখার বিষয়। বাকি দলগুলো নামকা ওয়াস্তে রাজনৈতিক দল।

সমাজতন্ত্র বাদ দেয়া নিয়ে বিদেশিদের মধ্যে যারা সুপার পাওয়ার হিসাবে পরিচিত তারা অখুশি হওয়ার কথা নয়। আবার দেশের এক্সট্রিম ডানপন্থী ও বিএনপির সমস্যা থাকার কথা নয়। ব্লগের কতিপয় ব্লগারদের সমস্যা হইতে পারে। ;)

সংস্কারের জন্য কি কি সুপারিশ করা হয়েছে তার প্রতি জনগণের তেমন আগ্রহ নেই। প্রতিদিন মারামারি ও ক্যাচাল দেখতে দেখতে মানুষ বিরক্ত। ভ্যাটের প্রভাব আস্তে আস্তে সমাজে পড়তে শুরু করবে কয়েকদিনের মধ্যেই। মনুষ্য সমাজে দুষ্ট জ্বীনের প্রভাব কিছুতেই কমছে না। :-&

সামুতে বিরক্তিকর ব্লগার হিসাবে পরিচিত একজন আছেন যিনি সেপ্টেম্বর মাসে ধারণা করেছিলেন সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ পড়তে পারে। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এখন যারা ক্ষমতায় আছে তাহাদের এক অংশ ও সরকারকে পিছন থেকে ফায়ার দেওয়া বিদেশি সুপার পাওয়ার উপরে উল্লেখিত দুইটি মূলনীতি পছন্দ করেন না। অবশ্য এটা বোঝার জন্য আপনাকে কমন সেন্স বাদে আর কোন টাকা পয়সা খরচ করতে হবে না। :-B

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৮

শাহ আজিজ বলেছেন: বঙ্গুবন্ধু তাই বলতেন যা তিনি বিশ্বাস করতেন না , এটা আমার ঐতিহাসিক দুঃখ ।

১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: অনেকেই আপনার মতো বলে থাকেন।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯

কামাল১৮ বলেছেন: শেখ মুজিব সারা জীবন ছিলো পুজিবাদের দালাল স্বাধীনতার পর হয়ে গেলো সমাজতন্ত্রের দালাল।এর কারণ ছিলো,আমাদের স্বাধীনতা যুদ্ধে আমেরিকার বিরোধিতা এবং রাশিয়ার সমর্থন।ভাসানী ভারত রাশিয়ার বিরুদ্ধে চলেযান,হয়ে যান চীনের একনিষ্ঠ সমর্থক।আমার নিজের দেখা রাজনৈতিক চিত্র।আরো অনেক কিছু দেখার বাকি।
অপেক্ষা করছে কয়েক মাসের মধ্যে এই সরকারের পতন,তারপর তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন সেখানে আওয়ামী লীগের অংশগ্রহন।একটা নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা যেটা প্রায় অসম্ভব।২০০৮ সালের মতো আরেকটা নির্বাচন।
এই সরকারের অধিনেই নির্বাচনটি হতে পারতো কিন্তু এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে।

১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: শেখ মুজিবুর রহমান বুর্জোয়া রাজনীতিবিদ ছিলেন বলেন আমার ধারণা। তিনটি বিদেশি শক্তি এই সরকারের এক অংশের উপর নাখোশ বলে জানতে পেরেছি। ভারত নয় সেটা! নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বলে শোনা যাচ্ছে।

১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার থেকে এমন গঠনমূলক মন্তব্য চাই। কি সারাদিন হাসিনা হাসিনা করেন!

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সংবিধানে আমাদের জাতীয়তাবাদ নিয়ে সমস্যা আছে। বঙ্গবন্ধু ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাঙ্গালী হতে বলেছিলেন। উনি সব কিছু চাপিয়ে দিতে চাইতেন গায়ের জোরে। লাল ঘোড়া দাবড়ায় দেব বলে হুমকি দিতেন। সংসদে দাড়িয়ে অহংকার করে বলেছেন ' কোথায় সিরাজ শিকদার'। ওনার দলের লোকেরা বলতো 'আইনের শাসন না শেখ মুজিবের শাসন চাই'। মুজিববাদ নামে নতুন 'ইজম' প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করে বাকশাল নামক উদ্ভট ব্যবস্থা চালু করেছিলেন। ব্যক্তিগত বাহিনী গঠন করেছিলেন আর্মিকে এক পাশে রেখে।

সাম্য, সামাজিক সুবিচার আর বহুত্ববাদ হলে ভালো।

অন্য জাতির কাছে আমরা নিজেদের বাংলাদেশী হিসাবে পরিচয় দিবো। আর দেশের ভিতরে কেউ বাঙ্গালী, কেউ অন্য ভাষাভাষী। ভারতে যেভাবে হয়। পশ্চিমবঙ্গের মানুষ তো আমাদের বাঙ্গালী বলেই স্বীকার করে না। ওদের কাছে আমরা বাঙ্গাল। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সহ অনেক তৎকালীন লেখক এবং বুদ্ধিজীবী মুসলমান বাঙ্গালীদেরকে বাঙ্গালী হিসাবেই মানতেন না। তাদের লেখাতেই এগুলি পাওয়া যায়। মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ম্লেচ্ছ, যবন, নেড়ে বলা হত। শরৎচন্দ্র তার উপন্যাসে লিখেছেন যে মুসলমানদের সাথে বাঙ্গালীদের খেলা হচ্ছে।

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: কোন সংস্কার বাংলাদেশে কোন কাজে আসে না। কারা কি ভাবে আমাদের তা দিয়ে আমাদের কাজ নেই। আগে দলগুলো গণতান্ত্রিক হতে হবে এরপর বাকি কথা। তাছাড়া সংবিধান সংস্কার নিয়ে কারো কোন মাথাব্যথা নেই।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২৬

আদিত্য ০১ বলেছেন: ফেসবুকিয় এন্টি আওয়ামীদের মতই ব্লগারদের কমেন্ট পড়ে বুঝলাম যে, সব দোষ বঙ্গবন্ধু, কিসের জন্য এই লোকটা বাংলাদেশের স্বাধিনতার নেতৃত্ব দিছে, কি দরকার ছিলো, ১৯৭০ এর নির্বাচনের পর হাত মিলিয়ে পূর্বপাকিস্তান মেনে নিতো, তাইলে এই লোকটাকে ৭৫-এ মরতে হতো না, নর্দমার কীট ডালিমকে নায়ক বানাতো না। আর লোকটাকে নিয়ে কুরুচি কথা হত না, আসলেই লোকটা ভুল করেছে ভুট্টু আর ইয়াহিয়ার সাথে হাত মিলিয়ে ১৯৫৪ সালের যুক্ত ফ্রন্ট সরকারের মত সরকার গঠনে আগাইতো, এই লোকের আজকের পরিস্থিতি হইতো না। আসলেই আফসোস লাগে, কি দরকার ছিলো ৪৬৮২ দিন জেইলে থাকার। কি দরকার ছিলো পেশুয়ার কারাগারে থাকার, বা কি দরকার এই বাংলার জন্য এত সংগ্রাম করার। লোকটাকে নিয়ে কি পরিমান কুরুচি কথা বলা হচ্ছে। কি দরকার ছিলো এই বাংলাদেশের স্বাধিনতার জন্য সারাজিবন সংগ্রাম করার।

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: অনেকেই অনেক কথা বলবেন এটাই স্বাভাবিক।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৪

কলাবাগান১ বলেছেন: @আদিত্য ০১,
এটাই হল বাংগালী দের পরিচিতি..এদের কোন উপকার করতে নাই..খালিই ঈর্ষা..কোন প্রমান ছাড়াই তারস্বরে চিৎকার দিচ্ছে দূর্নিতী দূর্নীতি বলে শেখ পরিবার এর। আর শেখ পরিবার এর প্রায় সবার জীবন হরন করেই এদের রক্ত তৃষা এখনও কমে নাই...

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের উচিত পুরাতন রাজনৈতিক বৃত্ত থেকে বেরিয়ে আসা।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫

রাসেল বলেছেন: প্রায় সব সরকার অনিয়ম, অন্যায়, অবিচার, চুরি, বাটপারি ইত্যাদি সব অনৈতিক কার্যকলাপের অভিযোগ নিয়ে পদত্যাগ করেছে অথবা পদত্যাগ করানো হয়েছে। আমার জ্ঞান, বুদ্ধিমত্তা খুব কম। একটা বিষয় জানতে চাই, সংবিধানের কোন ধারায় অনিয়ম, অন্যায়, অবিচার, চুরি, বাটপারি ইত্যাদি সব অনৈতিক কার্যকলাপের বৈধতা দেয়া হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মতো আমিও জানতে চাই।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: এখন অনেকেই অনেক কথা বলবে। অনেক কিছুই বদলে যাবে।
চুনো পুটিও এখন উজিয়ে গেছে। আশার কথা হলো এটা সাময়িক।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৬

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২০

নিমো বলেছেন: স্বয়ং আলী রীয়াজের মার্কিন যুক্তরাস্ট্রে এগুলো মানে। আদিবাসীদের কোনঠাসা করে সংরক্ষণের নামে চিড়িয়াখানায় রেখেছে। সামান্য দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেটের সামনে পোশাক খুলে যাচ্ছে।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২২

সৈয়দ কুতুব বলেছেন: এসব সংস্কার প্রস্তাবনার অধিকাংশ বাদ যাবে।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহত্ববাদ যোগ হবে। আমার মনে হয় সেটা আরো ভালো হবে।

উপজাতিরা তো বাঙালী নয় তাহলে বাঙালী বাদ দিয়ে বাংলাদেশী করলে কারো সমস্য হওয়া কথা না।


এখানে যারা দেশকে ত্যাগ করে বিদেশে শুখের আসায় আজিবনের জন্য চলে গেছে তারাও জ্ঞান দিচ্ছে এযেন কুমিরের কান্না।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১

সৈয়দ কুতুব বলেছেন: ধর্মনিরপেক্ষতা কি বহুত্ববাদের সমার্থক? দেখা যাক সামনে আরো ক্লিয়ার ভাবে জানা যাবে।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বহুত্ববাদ একটি রাজনৈতিক দর্শন যা ধরে রাখে যে, বিভিন্ন বিশ্বাস, পটভূমি এবং জীবনধারার লোকেরা একই সমাজে সহাবস্থান করতে পারে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সমানভাবে অংশগ্রহণ করতে পারে। এ্টা আরো ভালো হওয়ারই কথা আমার দৃষ্টিতে। গুগল থেকে নেওয়।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৫

সৈয়দ কুতুব বলেছেন: তাহলে তো ভালো করেছে।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

জটিল ভাই বলেছেন:
পরিবর্তিত সংবিধান আপনার দখল হওয়া ভূমির জন্যে কতোটা সহায়ক হবে?

১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

সৈয়দ কুতুব বলেছেন: জমি ভাগ্যে থাকলে সংবিধান চেঞ্জ হলেও ফেরত পাবো না হলেও পাবো। তবে আম্লিক ফিরে আসলে আশা নাই।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩২

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আপনাদের উচিত পুরাতন রাজনৈতিক বৃত্ত থেকে বেরিয়ে আসা।

পুরাতন বাদ দিয়ে কি জামাত শিবিরের নতুন শাখা নতুন টেমপ্লেটের গড়া নতুন দলে যেতে বলছেন, তাইতো, তাইলে হইছে। আমার মন্তব্যের জন্য "বুল অইছে ক্ষমা কইরা দ্যান", আসলেই জামাতই এই দেশের শান্তিকামী ও স্বাধিনতার আনার দল। তাদের নতুন শাখায় নাম লিখালেই, ইহকাল ও পরকাল দুই যায়গায় দেইল্লার মত চাদে দেখা যাবে

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ একটি প্রতারক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে কেবল যুদ্ধ ও শেখ মুজিব ছিলো না।ছিলো বৈষম্য বিহীন সমাজ, দারিদ্র্য দূরীকরণ, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের জন্য কাজ করা। আপনাদের রাজনীতি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। আপনাদের নেত্রী টুপ করে আবার ক্ষমতায় বসে যাবে এমন ভুল ধারণা নিয়ে আপনারা উনার অপেক্ষা করছেন।

১৩| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:১৪

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগ একটি প্রতারক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বলতে কেবল যুদ্ধ ও শেখ মুজিব ছিলো না।

ঠিক আছে আপনিই সঠিক। "বুল অইছে"

২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:০৩

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.