নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
কথায় আছে শত্রুর শত্রুকে বানাতে হয় বন্ধু- এই প্রবাদ ভারত ও আফগানিস্তানের সমসাময়িক কূটনীতিক তৎপরতার প্রেক্ষিতে সবচেয়ে বেশি প্রযোজ্য। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে যখন তীব্র সংঘাত চলছে তখন দুবাই তে ভারত ও আফগানিস্তান পররাষ্ট্র সচিবদের মিটিং চলছে। মিটিং শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেছেন, ভারত আফগানিস্তানে সম্পর্ক উন্নয়নে আরো সহযোগিতা বাড়াতে চায়। দুইটি ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাসের দেশ একে অপরের সাথে কেন সম্পর্ক বাড়াতে চায়?
২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে গেলে তালেবানরা শরীয়াহ শাসন চালু করে আফগানিস্তানে। ভারত ২০২০ সালে আফগানিস্তান থেকে তাদের কূটনীতিক সরিয়ে নিয়ে যায়। কিন্তু আফগানিস্তানের সাথে চীনের দ্রুত সম্পর্ক উন্নয়নে ভারত তাদের ভুল বুঝতে পারে। ২০২২ সালের শেষ দিকে ভারত আবার আফগানিস্তানে কূটনীতিক পাঠায়। এর বিপরীতে আফগানিস্তান তাদের কূটনীতিক পাঠায় ভারতে। এর পর সীমিত আকারে ভারত আফগানিস্তানে তাদের বিনিয়োগ বাড়াতে থাকে। ভারতে বিজেপি সমর্থিত সরকার আফগানিস্তানের তালেবান সরকার কে পছন্দ করতো না কোনকালেই। আফগানিস্তানে তালেবানরা ভারত বিদ্বেষী ছিলো। তাহলে এই দুইটি দেশ কেন নিজেদের মধ্যে সম্পর্ক বাড়াচ্ছে? কারণ হলো আফগানিস্তানের সাথে পাকিস্তান সম্পর্ক দিন দিম খারাপ হচ্ছে। পাকিস্তান টিটিপি ও আফগান তালেবানদের জঙ্গী আখ্যা দিয়ে তাদের উপর হামলা করছে, অন্যদিকে আফগানিস্তান বলছে পাকিস্তান সাধারণ মানুষের উপর হামলা করছে। আফগানিস্তান ভাবছে পাকিস্তান সীমান্তের মধ্যে দিয়ে আফগানিস্তানের অধিকাংশ ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়। যদি পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্ক আরো অবনতি হয় তখন পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিলে আফগানিস্তান বিপদে পড়তে পারে। তাই আফগানিস্তান ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী।
ভারতের আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের অবনতির সুযোগ নিতে চায়। অন্যদিকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন নিয়ে ভারতের মধ্যে অসন্তোষ রয়েছে। গত বছর ভারতের সমর্থিত শেখ হাসিনা সরকারের পতন ভারতের জন্য এক ধরণের বড়ো ধাক্কা হিসাবে দেখা দিয়েছে। পাকিস্তানের ফুটপ্রিন্ট বাংলাদেশে আরো বৃদ্ধি পেলে ভারতের জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক বিগত পনেরো বছরের বছরের মতো অবস্থায় থাকবে না। তাই ভারত চায় আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো করে পাকিস্তানকে চাপে রাখতে।
ভারতের অন্য একটি সমস্যা হলো চীন। চীন গত তিন বছরে আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ বাড়িয়েছে। আফগানিস্তানের পণ্য চীনা বাজারে রপ্তানির সুযোগ করে দিয়েছে। ভারতের জন্য দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তার কখনো স্বস্তিদায়ক নয়। চীনের বেল্ট এন্ড ইনেশিয়েটিভ প্রজেক্ট ও চীন-পাকিস্তান করিডোরের বিরোধী ভারত। বাংলাদেশেও চীনের ইনভেস্টমেন্ট বৃদ্ধি ভারত বিগত বছর গুলোতে ভালো চোখে দেখছিলো না। মাতারবাড়ী প্রজেক্টে চীন কে বাদ দেওয়া ও তিস্তা প্রজেক্ট চীন কে করতে না দেওয়ার পিছনে বাংলাদেশের উপর ভারতের চাপ ছিলো। চীনের সাথে আফগানিস্তানের এমন দ্রুত সম্পর্ক বৃদ্ধি ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ভারত চায় আফগানিস্তানে তাদের প্রভাব বজায় রাখতে। তাই আফগানিস্তান- পাকিস্তান সম্পর্কের অবনতির সুযোগ ভারত কাজে লাগাচ্ছে।
পাকিস্তানে ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে চ্যাম্পিয়নস ট্রফি(ক্রিকেট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী ভারত পাকিস্তানে খেলতে যাওয়ার কথা। কিন্তু যতই চ্যাম্পিয়নস ট্রফির সময় এগিয়ে আসছিলো ততই পাকিস্তানে জাতিগত সহিংসতা বেড়ে যাচ্ছিল। ভারতের বিজেপি সরকার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে যেতে দিতে আগে থেকেই নারাজ ছিলো। অথচ অন্যান্য সকল দেশ পাকিস্তানে সিরিজ খেলতে রেগুলার পাকিস্তান ভ্রমণ করেছিল। কারো কোন সমস্যা হয় নাই। ভারত আইসিসিকে জানায় তারা জঙ্গী হামলার ভয়ে পাকিস্তানে খেলতে যাবে না। ভারতের সকল ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হোক। আইসিসি বর্তমানে ভারতের স্বার্থ সুরক্ষায় সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ায় পাকিস্তানকে এখন চ্যাম্পিয়নস ট্রফি দুবাইয়ের সাথে যৌথভাবে আয়োজন করতে হচ্ছে।
আফগানিস্তানে শরীয়াহ আইন চালু হওয়ার পর থেকে নারী ক্রিকেট দল ভেঙে দেওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুসারে নারী ও পুরুষের সমান মানবাধিকার যে সব দেশ রক্ষায় ব্যর্থ তাদের আইসিসির সদস্য পদ স্থগিত করা হয়। কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে এমন পদক্ষেপ নিতে আইসিসিকে দেখা যাচ্ছে না। ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের সাথে থাকা ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে আইসিসিকে। কিন্তু আইসিসি মুখে কুলুপ এটেছে। অন্যদিকে ভারত আইসিসির সবচেয়ে বড়ো মোড়ল হওয়া সত্ত্বেও আফগানিস্তানের এমন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইসিসিকে পদক্ষেপ নিতে তো বলছেই না বরং দুবাইতে পররাষ্ট্র সচিব বিক্রিম মিশ্রি আফগানিস্তান কে ক্রিকেটে আরো সহায়তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন ।
বর্তমান বিশ্বের প্রতিটি দেশ নিজ দেশের স্বার্থ ছাড়া অন্য কোন দেশের শাসন ব্যবস্থা, ধর্মীয় বিশ্বাস নিয়ে চিন্তিত নয়। বরং অন্য কোন দেশের সরকারকে কাজে লাগিয়ে নিজেদের শতভাগ স্বার্থ আদায়ের প্রতিটি সুযোগ তারা কাজে লাগায়। ভারতের সেনাবাহিনী কিছুদিন আগে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছেন। মজার ব্যাপার হইলো বিগত ১৫ বছরে ভারতের এমন কোন চাওয়া ছিলো না। বিরোধী দল অংশগ্রহণ করেনি এমন নির্বাচন ভারত বৈধতা দিয়েছে। কিন্তু ভারত এখন কেন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়? বাংলাদেশের মানুষের কাছে এই উত্তর নিশ্চিয়ই অজানা নয়।
১৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ব্যান বলে কিছু নেই। নতুন একাউন্ট খুলে ইচ্ছা থাকলেই লেখা যায়।
২| ১৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৯
অগ্নিবাবা বলেছেন: ১৩ বছরের একাউন্ট একটু খারাপ লাগেই। এখন সবাই কাঁটা দিয়ে কাঁটা তুলতে ব্যস্ত। গান্ধীগিরি, সেকুলারিজমের কবর দেওয়া হয়ে গেছে। দেওয়ালে বোম মারার লোকের অভাব নেই। একটা বড় দাংগা না হয়ে, কোনো পক্ষই শান্ত হবে না।
১৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০
সৈয়দ কুতুব বলেছেন: ওহ তাহলে তো খারাপ লাগবেই।
৩| ১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৭
ক্লোন রাফা বলেছেন: ভারতকে অধিকতর গুরুত্ব দিয়ে হাসিনার সরকার ফেইল করেছে। রাশিয়ার সতর্কবার্তা গুরুত্ব পায়নি ভারতের প্রতি অগাধ বিশ্বাস। চিনের বিনিয়োগ নিয়ে তিস্তা প্রজেক্ট করা উচিত ছিলো ‼️ভারতের প্রতি হাসিনার অতিরিক্ত সমর্থন এই পরিনতির প্রধান কারণ।
ধন্যবাদ, সৈ.কুতুব॥
১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি তো এই পোস্ট পড়ে আপনার মন্তব্য জানাতে পারতেন। এখানে তো ভারত-শেখ হাসিনা মেইন ফোকাস পাওয়ার কথা নয়।
৪| ১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭
এইচ এন নার্গিস বলেছেন: উদ্ধার কি হবে না ? এদের তো অভিজ্ঞতা নেই দেশ চালানোর । চারদিকে আইন শৃঙ্খলা নেই, বাজারে আগুন। সব উন্নতি শেষ ।
১৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: একটি দেশে অভ্যুত্থান হলে কয়েক মাস এমনকি বছর খারাপ সময় যায়। নির্বাচন হলে ঠিক হয়ে যাবে আশা করি।
৫| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৬
জটিল ভাই বলেছেন:
আফগানরা কি বলছে, "আগেই ভালো ছিলাম?" :p
১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
সৈয়দ কুতুব বলেছেন: আফগানরা প্রচার করছে তারা ভালো আছে। কিন্তু গোয়েন্দা সূত্র মোতাবেক তালেবান রা ক্ষমতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৬| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০
Ruhin বলেছেন: হুম তারা বলে কিন্তু সেটা ১৯৭৯ এর আগে
১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১
সৈয়দ কুতুব বলেছেন: কারা বলে? আফগানিস্তান নাকি? তাদের স্বাধীনতা ৩. ০ উদযাপিত হবে সামনে।
৭| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৫
কামাল১৮ বলেছেন: ভারত আফগানকে সাহায্য সহযোগিতা করবে।কিন্তু চীন পড়ে যাবে উভয় সংকটে।দুটি দেশই চীনের বন্ধু।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: প্রাসঙ্গিক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭
অগ্নিবাবা বলেছেন: ভিন্নমতের একাউন্টগুলো ব্যান করে জিহাদীগন ফাঁকা মাঠে গোল দিতাছে।