নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই কারণ..... ( ১৮+)

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৬


আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তাই। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন ইন্টেরিম সরকারের বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার অভিপ্রায় নেই কিন্তু ছাত্র উপদেষ্টারা বক্তব্য দেয়ার সময় আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলে হুশিয়ারি দিয়েছেন। আজ উপদেষ্টা নাহিদ ইসলাম আবারো একই কথা পুনরাবৃত্তি করলেন। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই। কারণ, তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত ১৫ বছরের রাজনীতি চলেছে, গণহত্যা হয়েছে। যারা ভুল বুঝতে পারবেন, তাদেরকে সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে। তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই। অন্য দলে যোগ দিতে পারেন, নতুন দল গঠন করতে পারেন।

নাহিদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে লীগের নেতা কর্মীদের ছাড় দেয়া হবে যদি তারা অন্য রাজনৈতিক দলগুলোতে যোগ দেয়। কিন্তু আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করতে পারবে না। ইতিমধ্যে বিএনপি-জামায়াতে অনেক আওয়ামী লীগের নেতা কর্মী যোগ দিচ্ছে। এরা আসলে সুবিধাবাদী এক অংশের লোক। তারা বিভিন্ন সময় বিভিন্ন দল করতো। নিদিষ্ট কোন আদর্শ তাদের কোনকালেই ছিলো না।

সংবিধান সংস্কার কমিটির প্রধান আলী রিয়াজ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসতে হলে চারটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন : ১- শেখ পরিবারের কেউ দলের কোন দায়িত্বশীল পদ থাকতে পারবেন না। ২- দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ৩- সকল গুম খুনের বিচারের জন্য তাদের কে দেশে ফেরত এসে আত্নসমর্পণ করতে হবে। ৪- ক্লিন ইমেজের লোকজনকে দলের প্রধান নেতা হিসাবে নির্বাচিত করতে হবে।

আওয়ামী লীগ এখন কি করবে? নিজ দলের নাম পাল্টিয়ে নতুন কোন ব্যানারে নিবন্ধিত হবে নাকি হালকা পাতলা নাম সংস্কার করে দেশের রাজনীতিতে ফিরবে? বাংলাদেশ আওয়ামী লীগ দলের ব্যানারে নতুন শব্দ 'মুসলিম ' সংযুক্ত করে এবং 'আওয়ামী ' বাদ দিয়ে বাংলাদেশ মুসলিম লীগ হয়ে তারা ফেরত আসতে পারে। ;)

নাহিদের বক্তব্য পোস্টমর্টেম করলে বোঝা যায় পতিত স্বৈরাচারের লোকজন অন্য কোন রাজনৈতিক দল এমনকি নতুন কোন রাজনৈতিক দলে যোগ দিলেও তারা মাইন্ড করবে না। আওয়ামী লীগ নাম শুনলে নাহিদ বাবুর ফ্যাসিস্ট রাজনৈতিক দলের কথা মনে উঠে। আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির আদর্শ হচ্ছে একনায়ক তন্ত্র, ফ্যাসিবাদ কিন্তু আওয়ামী লীগ দল করা মানুষজন সুফি টাইপের মানুষ। এইজন্য তো বলি পুলিশ কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে না ! তারা ছেলের বিয়েতে যায়, রাজনৈতিক দলগুলোর মিটিংয়ে থাকে এবং সরকারের সংস্কার কমিশনের মত বিনিময় সভায় আমন্ত্রণ পায় তখন প্রশাসনের চোখে নিরপরাধ !

আজকে চট্রগ্রামের একজন বিতর্কিত রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের বিশেষ একটি অংশ মনে পড়ছে " সোনামিয়া থেকে এখন লালমিয়া হয়ে গেছে। মিয়া মিয়ার জায়গায় ঠিকই রাখছে খালি সোনাডা লাল হয়ে গেছে। " =p~

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪১

পারস্যের রাজপুত্র বলেছেন: গল্প: জুলাই বিপ্লব, অলটারনেটিভ রিয়েলিটি

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ। তবে শেখ পরিবার আর ক্ষমতায় আসতে পারবে না। যদি দৈবক্রমে এসেই পড়ে তাহলে তারা বিরোধী মতের লোকদের গলা টিপে মেরে ফেলবে। এই কারণেই এই ব্লগের কর্ণধাররা আওয়ামীলীগের ব্যাপারে সফট। যদি এসে পড়ে। আগে বাচ্চাদের ঘুম পাড়াতে জুজু বুড়ির গল্প বলা হত, এখন শেখ হাসিনার নাম বলা হয়। ঐতিহাসিকভাবে আওয়ামীলীগ আর্মিকে বিশ্বাস করে না। বর্তমান পরিস্থিতিতেও এটা আওয়ামীলীগের জন্য একটা বড় সমস্যা। সিভিল আমলাদের মত আর্মি আওয়ামীলীগের নিয়ন্ত্রণে থাকলে শেখ হাসিনা ঠিকই চট করে ঢুকে পড়তো। শোনা যায় হাসিনা ৪ আগস্ট তারিখে সেনা প্রধানকে হত্যা করতে চেয়েছিলেন। শেখ সাহেব কিংবা শেখ হাসিনা কেউই আর্মিকে সঠিকভাবে সামলাতে পারেনি। তারা লাল বাহিনী, রক্ষী বাহিনী, ছাত্র বাহিনীর উপরে নির্ভর করতে চেয়েছে। অথচ শেখ হাসিনা একটু চেষ্টা করলেই জনগণের মন জয় করতে পারতো। তার বাবা ১৯৭০ এবং ৭১ সালে পেড়েছিল। পরে তাল হারিয়ে ফেলেছিলেন। হাসিনা মন জয়ের প্রয়োজনই বোধ করে নাই। বিএনপিও সামনে একই রাস্তায় হাঁটবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি কোনদিন বিরোধী মতের উপর গলা চেপে ধরবে না। আওয়ামী লীগের পর এই কাজ করার সম্ভাবনা আল বদর বাহিনীর ;) !

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮

এ পথের পথিক বলেছেন: জুলাই আন্দোলনে ছিলাম, দেখেছি আম্লিক, পুলিশ লিকের চরম জুলুম । ১৯৭১ এ মানুষ হত্যা হয়েছিল তাদের রক্তের মূল্য যদি থাকে তাহলে জুলাই ২০২৪ এ নিহতদের রক্তের মূল্য কেন থাকবে না :( । এরা কি মানুষ ছিল না নাকি এদের বেঁচে থাকার ন্যায্য অধিকার ছিল না ।
বর্তমান ক্ষমতাসীন, বিম্পি, জামাত, প্রশাসন ও জনগনকে দেখে আমি হতাশ :( । খুনিদের বিচার নয় পুনর্বাসন প্রক্রিয়া চলছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: টাকায় কথা বলে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ডাস্টবিন সফিককে নিয়ে আপনার মন্তব্য কী?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আমার কোন মন্তব্য নেই। যে পথে গেছে আপা সে পথে যাবে.......

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩২

কাছের-মানুষ বলেছেন: আওয়ামী লীগ দল হিসেবে তার ইমেজ হারিয়েছে পাতানো নির্বাচন করে! এই কলংক সব সময় থেকে যাবে! শেখ হাসিনার আর ক্ষমতায় যাবার সুযোগ নেই, তবে দল হিসেবে লীগ এক সময় ফিরে আসবে।আগামী নির্বাচনে অংশগ্রহন করবে তবে দলের প্রার্থীরা মানুষের কাছে ভোট চাইতে যেতেও ভয়ে পাবে!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: ডাইরেক্ট ধোলাই খাবে। অনেক সমস্যা সৃষ্টি করে গিয়েছে এই দল দেশে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৪

কামাল১৮ বলেছেন: সময় সব ঠিক করে দিবে।কে থাকবে আর কে থাকবে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ মুসলিম লীগ নামে রাজনীতি করলে সাপোর্ট করবেন? ;)

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আলীগ বিলুপ্ত হবার দল না।
এরা আবার ফিরে আসবে।
কম পক্ষে আড়াই কোটি ভোটার তাদের।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:২০

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ অন্য নামে রাজনীতি করলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমার প্রস্তাব ' বাংলাদেশ মুসলীম লীগ'! :>

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আলী রিয়াজের সংগে আমি সম্পূর্ণ একমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: ১/২ নির্বাচন বাহিরে রাখলে মন্দ হতো বা। ;)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৮

ক্লোন রাফা বলেছেন: হায়রে কলিকাল কুত্তায় চাটে বাঘের গাল‼️আলীরিয়াজ ১জন আমেরিকার দালাল টাইপ সিটিজেন। উনি গেছেন বাংলাদেশের সংবিধান রচনা করতে। এখন আবার আওয়ামীলীগের রাজনীতি এবং নেতৃত্ব ঠিক করার দায়িত্ব গ্রহণ করেছেন! গায়ে মানেনা মোড়লিপনা করার শখ।
আমি চাই আওয়ামীলীগকে আরো চেপে ধরুন যাতে সহসাই আওয়ামীলীগ ফিরে পুরো উদ্যমে।
ভালো হয়ে যাও কুতুব /মাসুদ । ভালো হোতে আসলে পয়সা লাগে। =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৩

সৈয়দ কুতুব বলেছেন: মাসুদ এখানে আওয়ামী লীগ কে বোঝানো হয় নি। আপনি প্রশ্নফাঁস । :-P

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আলীগ এর সম্পর্কে আপনার পড়াশোনা একেবারেই নেই।
আপনি অসমাপ্ত আত্নজীবনী পড়েছেন তো?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২

সৈয়দ কুতুব বলেছেন: পড়েছি। তবে আগের আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগ পুরোপুরি ভিন্ন। বর্তমানে আওয়ামী লীগ নামে যা দেখা যাচ্ছে এরা হাইব্রীড, মাফিয়া।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: দাবার একটা চালে আজ আওয়ামীলীগের এই অবস্থা।
এই অবস্থা বদলে যেতে সময় লাগবে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: দেখা যাক।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দেখা যাক।

গরীবের কথা বাসী হলেও ফল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি মোটেই গরীব নন। নিজের গাড়ি আছে আপনার!

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আলী রিয়াজের বিষয়গুলো বাস্তাবায়ন করতে পারলে মন্দ হতোনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২

সৈয়দ কুতুব বলেছেন: অবশ্যই।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৫

রাসেল বলেছেন: রাজনীতিতে নীতিগত কোনো পরিবর্তন আসবে কিনা, সেটাই বিবেচ্য। কোনো দল বিবেচ্য নয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৯

সৈয়দ কুতুব বলেছেন: দারুন বলেছেন

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯

আদিত্য ০১ বলেছেন: তাহলে নাহিদ চাচ্ছে যে তাদের দলে আওয়ামীলীগে নেতা কর্মী যোগদান করুক, মানে তাদের গঠিত দলে গেলে কোন সমস্যা নাই, ভালোই তো ভাষন দেয়। তার মানে আওয়ামীলীগের প্রচুর নেতা কর্মী যদি ভিড়ানো যায় তাইলে দলকে কে ঠেকায়। প্ল্যান কিন্তু পুরাই চখাম

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: ফ্রড সে!

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫০

কামাল১৮ বলেছেন: একারাতো আওয়ামী লীগের থেকে বড় ফ্যাসিবাদী।মত প্রকাশের স্বাধীনতা নাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: আছে তো ! তবে তাদের দলে যোগ দিতে হবে।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫০

আদিত্য ০১ বলেছেন: কুতুব ভাই, আওয়ামীলীগকে নিষিদ্ধ করুক বা আরও আওয়ামীলীগের ওপর আরও কঠোর হোক। আওয়ামীলীগের ওপর আইয়ুব, ১৯৭৯ এর পর বা ২০০১-২০০৬ জামার বিএনপি স্টিম রুলার কতটা ভয়াবহ ছিলো, ২০০১-২০০৬ নিজের চোখে দেখেছি, গ্রেনেড হামলা, কোটালী পাড়ায় বোমা হামলা, ট্রেনে শেখ হাসিনার ওপর হামলা আরও কত কি। ২০০১-২০০৬ এর ভয়াবহ পরিস্থিতি দেখেছি, তখন ভেবেছিলাম, আওয়ামীলীগ মনে হয় না ফিরে আসবে। কিন্তু এসেছে। যাইহোক আপনি লিখেন পড়েন কিন্তু ইতিহাস আরও একটু পড়া উচিত। আওয়ামীলীগ যে ভীবিষীকার মধ্য দিয়ে বার বার গেছে অন্য দল হইলে এত দিন শেষ, যাইহোক এগুলা সময় বলে দিবে। অপেক্ষা থাকেন,


আমি মনে করি আওয়ামীলীগ নিজে থেকেই আগামী নির্বাচনে আসা উচিত না। না আসলে পুরুটাই আওয়ামীলীগের লাভ। বড় একটা রাজনৈতিক দলা আসে নাই, নির্বাচন প্রশ্নের মুখে পড়বে ভবিষ্যতে, এইটাই লাভ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আগের দিন বাঘে খাইসে। আওয়ামী লীগের এখন রিয়েলিটি মেনে নিতে হবে।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫১

কামাল১৮ বলেছেন: মুসলিমলীগ নিষিদ্ধ না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: সে যাই হোক। খারাপ হয় না কিন্তু!

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৯

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আগের দিন বাঘে খাইসে। আওয়ামী লীগের এখন রিয়েলিটি মেনে নিতে হবে।

অপেক্ষা করেন, দেখেন কি হয়। রাজনীতি বা ইতিহাস আপনার আরও পড়তে হবে। দেখেন আপনারা যা মনে করেন B-) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০২

সৈয়দ কুতুব বলেছেন: আমরা মনে করি দশ বছর পর সুযোগ আছে।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১০

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আমরা মনে করি দশ বছর পর সুযোগ আছে। আমিও মনে করতাম, কিন্তু বাংলাদেশে রাজনীতির হাওয়া এত পরিবর্তন হয় যে মিনিটে মিনিটে হাওয়ার দিক পরিবর্তন হয় আর এই হাওয়া পরিবর্তনের পিছনে কি কি আছে, আপনি জানেন, না জানলে তো নাই। এই পরিবর্তনই আওয়ামীলীগকে ৫/৬ বছর পর ক্ষমতায় এনে দিবে। দেইখেন। আপতত ইউনুস কাক্কু প্রধান মন্ত্রি হচ্ছে আর নাহিস সারজিসরা সংসদ সদস্য হচ্ছে আগামী নির্বাচনে, আপতত এইটা দেখি, বিএনপিরা পড়ছে চিপায়, ১৫ বছর পরও ওদের লাভের গুড় পিপড়ায় খাচ্ছে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: নতুন নেতৃত্ব আসতে অনেক সময় প্রয়োজন। আগামী ৮/১০ বছর এভাবেই কাটবে।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৮

আদিত্য ০১ বলেছেন: আগামী নির্বাচন নিয়ে হিসবা নিকাশ অনেক। আগামী নির্বাচনে কারসাজি বিদেশী গোয়েন্দারা করবে, অনেক দেশ কাজ করছে গোপনে। দেখা যাক পানি কোন দিকে গড়ায়। বিএনপির জন্য কঠিন পরীক্ষা, ১৫ বছর এমন পরীক্ষা দেয় নাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির কোন বিদেশি বন্ধু নাই। তবে এবার বিদেশি শক্তিগুলো বিএনপির ব্যাপারে পজিটিভ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.