নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
বাংলাদেশে বর্তমানে শিক্ষকের পর যে প্রফেশানের মানুষ সবচাইতে বিপদে আছেন তা হচ্ছে পুলিশ। জুলাই অভ্যুত্থানে সাবেক প্রভুদের আদেশ পালন করতে গিয়ে ছাত্র-জনতার হাতে বিপর্যয় ঘটে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর । পুলিশের হারানো ভাবমূর্তি এখনো তারা ফিরে পায় নি। জুলাই অভ্যুত্থানের আঘাতের কথা স্মরণ করে মব জাস্টিস নামক নতুন আযাব সামাল দিতে তারা আগ্রহী নয়। এতে সাধারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ। অভ্যুত্থানে নিহত পুলিশদের হত্যাকারী কারা তা খুজে বের করতে না পারায় পুলিশের পুরো বাহিনী অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত এই বাহিনী এখনো ছাত্র-জনতাকে জুলাই অভ্যুত্থানে পুলিশের উপর হামলার জন্য মনে মনে দায়ী করছে। তার প্রমাণ শহীদ ইয়ামিনের মৃত্যু নিয়ে তদন্ত রিপোর্ট ! পুলিশ নাকি তদন্ত করে বের করেছে সাভারে শহীদ হওয়া ইয়ামিন একজন সন্ত্রাসী। অথচ ইয়ামিন মিলিটারি ইনিস্টিউট অব সাইন্স এন্ড টেকনোলজীতে পড়ুয়া একজন শিক্ষার্থী ছিলেন। পুলিশের এই গজব তদন্ত প্রতিবেদন জনসম্মুখে আসার পরপরই পুলিশকে আবারো অপমানিত হতে হচ্ছে ।
গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রভুদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন কতিপয় পুলিশ। একজন পুলিশ সদস্যকে অবরূদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশের দাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক কর্মীকে আটকের পর জনতা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা করে আসামিকে কেড়ে নিয়ে গিয়েছে। পুলিশের পক্ষে জয় বাংলা স্লোগান ছাড়া আর কাউকে পরিচিত মনে হয় নি। সাবেক প্রভুদের ভয়ে তারা থানার সামনে সেনাবাহিনীর পাহারার জন্য রিকোয়েস্ট করেছেন। পুলিশের সাবেক প্রভুরা জুলাই অভ্যুত্থানে পুলিশের উপর হামলার জন্য ছাত্র-জনতাকে দায়ী করে;এখন তারা নিজেরাই হামলা করছে ! পুলিশের প্রভুভক্তি এখন তাদের জন্য উভয় সংকট হয়ে দাঁড়িয়েছে।
পোশাক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বেশ সমালোচনার মুখে পড়েছে। পুলিশের পোশাক পরিবর্তনের চেষ্টা চলছে। আগের পোশাকে সিভিলিয়ান হত্যা করায় তা কলঙ্কিত হয়েছে। তাই বিশেষজ্ঞরা পুলিশের পোশাক পরিবর্তনের জন্য তাগাদা দিচ্ছেন। এতে করে যদি জনগণের কিছুটা আস্থা ফিরে আসে। আমাদের জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া একজন নারী সমন্বয়ক(উমামা ফাতেমা) পুলিশ বাহিনীর জন্য গোলাপি রঙের পোশাক বেশি পারফেক্ট হবে বলে মত প্রকাশ করেছেন। আপুনি মনে হয় বিটিএস লাভার ! সাধারণ জনগণ মনে করছেন পোশাক পাল্টিয়ে লাভ কি যদি স্বভাব না পাল্টায় ?
শেষ করছি একটি দুঃখজনক ঘটনা শেয়ার করে। গত ৩০শে জানুয়ারি পাকিস্তানের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সহ আরো চারজন সদস্য সারদা পুলিশ একাডেমি সফর করেছে। এই ঘটনা দেখে বুকটা চিনচিন করে উঠলো ! এই সারদা পুলিশ একাডেমিতে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বধ্যভূমি যা পাকিস্তানি বাহিনীর বাঙালির উপর চরম নির্যাতনের প্রতীক হিসাবে বিবেচিত । মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্বপ্রথম পাকিস্তানি হানাদার দের প্রতিরোধ করা হয়েছিল। পাকিস্তান বাংলাদেশের মানুষের কাছে আজো তাদের ঘৃণিত কর্মকান্ডের জন্য ক্ষমা চায়নি। পুলিশকে আজ পাকি হাইকমিশনার ও তার সহযোগীদের অভ্যর্থনা জানাতে হচ্ছে। এর চাইতে অপমানের ঘটনা আর কি হতে পারে ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: পুলিশের জন্য এত দরদ থাকলে আবার হামলা করছে কেন? ধন্যবাদ আপনাকে।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৭
কামাল১৮ বলেছেন: কারা হামলা করছে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭
সৈয়দ কুতুব বলেছেন: গোপালগঞ্জে আম্লিক!
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: দেখুন, জুলাই-আগষ্ট তো মাত্র সেদিন ঘটলো; কিন্তু বাংলাদেশের পুলিশের উপর মানুষের অবিশ্বাস সে বহু কাল ধরে। বিশেষ করে ২০০৯ এর পর থেকে পুলিশ সাধারণ মানুষের উপর বিনাকারণে যেভাবে চড়াও ছিলো তা অভাবনীয়।
রাত ২টায় আমার ছেলের জ্বরের জন্য ঔষধ নিতে বের হয়েছি, আমার পকেটে ইয়াবা ভরে দিয়ে আমার কাছ থেকে ঘুষ নিছে। আমি যদি পুলিশ ঘৃণা না করি তো কি ডোনাল্ড ট্রাম্প এসে করবে?
আমার মেয়ের বয়স ১.৫ মাস মাত্র, পাসপোর্ট করাতে দিছি, পুলিশ এসে ১৫০০ টাকা ঘুষ নিয়েছে এটা প্রমান করবার জন্য যে আমার ১.৫ মাস বয়সী মেয়ে ক্রিমিনাল না! পুলিশকে ঘৃণা আমি করবো না তো কি ইন্দিরা গান্ধী এসে করবে?
সৌদী আরব থেকে দেশে ফিরেছি, পুলিশ ব্যাগ আটকে দিয়ে বলে ব্যাগে নাকি মদ আছে, তাদের ১০,০০০ টাকা দিতে হবে। পুলিশ আমি ঘৃণা করবো না তো কি জাষ্টিন ট্রুডো এসে করবে?
আমার মামা শশুর আমার ছেলেকে রাস্তায় পেয়ে ভয় দেখিয়েছে। তারাই আবার পুলিশ ডেকেছে, আর সেই পুলিশ আমার ৪ বছর বয়সী ছেলেকে ধমকিয়ে গেছে। পুলিশ আমি ঘৃণা করবো না তো কি কিম জং উন এসে করবে?
------------------------
আমাদের প্রত্যেকের জীবনে পুলিশ নিয়ে কোন না কোন তিক্ত ঘটনা আছে। বিজিবি, র্যাব বা আর্মি নিয়ে আমাদের প্রত্যেকের তেমন খারাপ অভিজ্ঞতা নাই বললেই চলে। সো, মানুষ তো পুলিশকেই ঘৃণা করবে, পুলিশকেই অপমান সহ্য করতে হবে। এটা তাদের হাতের কামাই। আমি এখন পর্যন্ত একজন ভালো বাংলাদেশী পুলিশ দেখি নি। হয়ত কোন গাল-গপ্পে থাকতে, কিন্তু বাস্তবে নাই।
এর উপরে গত ১৫/১৬ বছরে যেভাবে পুলিশের ভিতরে দুর্নিতি আর খারাপ কাজ বাড়ছে, তাতে পুলিশ অপমান সহ্য করবে না তো কি প্রিন্স হ্যারি সহ্য করবে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮
সৈয়দ কুতুব বলেছেন: ভেবেছিলাম ভালো হয়ে গেছে। কিন্তু তদন্ত প্রতিবেদন দেখে ভুল ভেঙেছে।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৭
রাসেল বলেছেন: পেশাগত দায়িত্বের কারণে তাদের অনেক ভালো অবদান আছে, পেশাগত দায়িত্ব অতিক্রম করেও পুলিশ অনেক মহান কাজ করে থাকে। দুঃখের সাথে বলতে হয়, দুর্নীতি তাদের মহান কাজকে ব্যাপক মাত্রায় অতিক্রম করেছে। শুধু পুলিশ নয়, সরকারের সব মহলেই এ অবস্থা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৯
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৭
কামাল১৮ বলেছেন: একজন গভেষক প্রায় আটশ নিহত পুলিশের নাম ঠিকা সংগ্রহ করে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।জাতিসংঘের সহায়তা ছেয়েছ্ন।তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।