![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
সাবেক পাঁচ জেনারেলের নেতৃত্বে নাম লেখাতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল ; দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে পার্টির প্রধান হবেন সাবেক জেনারেল ইকবাল করিম ভুইয়া। বেশ কয়েকদিন ধরে সাবেক জেনারেল ফেইসবুক স্টাটাসের কারণে বেশ আলোচনায় আছেন। তিনি জুলাই অভ্যুত্থান কে 'অকাল সিজার' অভিহিত করে তা বেহাত হয়ে যাওয়ায় বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ জামানের দোষ দেখছেন। এরই মধ্যে আজ নিউজ আসে উনার নতুন রাজনৈতিক দল গঠনের। এ যেন এক-এগারো সরকারের সময়ের পুনরাবৃত্তি ! সে সময় এরকম বেশ কয়েকটি ' কিংস পার্টি' গঠন হয়েছিল। সাবেক জেনারেল দের নেতৃত্বে গঠিত দলটি কিংস পার্টি কিনা সময়েই বলে দিবে। তবে ইকবাল করিম সাহবের ফেইসবুক স্টাটাস থেকে বোঝা যাচ্ছে অবসর প্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের জুলাই অভ্যুত্থানে অবদান ছিলো। তার পুরস্কার স্বরূপ দুইজন সাবেক সেনা কর্মকর্তা হয়তো ইন্টেরিম সরকারে জায়গা পেয়েছেন। এধরণের কোন কানেকশান থাকলে সাবেক জেনারেল দের দলটিও কিংস পার্টির খেতাব পাবে। একদিকে ড. ইউনূসের নেতৃত্বে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত তখন এমন ধরণের খবর উদ্বেগের।
এক-এগারো সেনাসমর্থিত সরকারের সময় সরকারি পৃষ্ঠপোষকতায় ক্ষমতা কে ব্যবহার করে গড়ে উঠেছিল বেশ কয়েকটি কিংস পার্টি সেগুলো হলো- ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার তৎকালীন চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণ পার্টি। ওই সময় মূলত জাগপার প্রয়াত শফিউল আলম প্রধানের নেতৃত্বে কিংস পার্টি পরিচিতি লাভ করে। এর বাইরেও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘নাগরিক শক্তি’ নামের একটি দল গঠনের তোড়জোড় থাকলেও শেষ পর্যন্ত তিনি তা গঠন করতে ব্যর্থ হন।
অনির্বাচিত সরকারের সময়ে কিংস পার্টি গঠনের তোড়জোড় কেন দেখা যায় ? যারা অনির্বাচিত তারা ক্ষমতায় বসে বিভিন্ন দল গঠন করে নিজেদের কে ভবিষ্যতে ক্ষমতার কাছাকাছি দেখতে পছন্দ করেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডিজিএফআইয়ের নেতৃত্বে বেশ কয়েকটি দল গঠন করেছিল বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় হাসিনা সরকারের বৈধতা বারবার প্রশ্নের মুখে পড়েছিল। সে জন্য সরকার বিএনপি থেকে দলছুট কিছু নেতাকে ব্যবহার করে চেয়েছিল বিএনপির ভোটব্যাংক তাদের পক্ষে টানতে । বিএনএফ, তৃণমূল বিএনপি ও বিএনএম নামে তিনটি রাজনৈতিক দলের পেছনে বিএনপির ৪/৫ জন দলছুট নেতা ছিলেন। তবুও বিগত সরকারের শেষ রক্ষা হয় নি।
সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন করলে প্রশাসন কে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল সহজ হয়। অনির্বাচিত সরকারে থাকা লোকজন রাজনৈতিক দল থেকে আসে না। তাদের জনসম্পৃক্ততা নেই। নির্বাচনে দাঁড়ালে তারা জামানত হারাবেন। সামনের নির্বাচনে বিএনপি ব্যতীত বড়ো অন্য কোন রাজনৈতিক দল না থাকায় এসব কিংস পার্টির নেতারা আশা করছেন তারা বিরোধী দল হয়ে প্রশাসন ব্যবহার করে সংসদে যেতে পারবেন। সরকারের প্রত্যক্ষ মদদে গঠিত কিছু ভবিষ্যৎ কিংস পার্টি এমনও আশা করছেন আগামী নির্বাচনে তারা জয়ী হবেন । নানা রকম রঙিন স্বপ্নে তারা বিভোর হয়ে পড়েছেন। খুব শীগ্রই তাদের এই স্বপ্ন ভঙ্গ হবে। কারণ জনগণ ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন পছন্দ করে না। রাজনীতিবিদেরা ইতিমধ্যে ইন্টেরিম সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বর্তমানে ছাত্রদের নেতৃত্বে গঠিত ভবিষ্যৎ কিংস পার্টির নেতাদের প্রশাসনের সাথে বৈঠক, আলোচনা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কে ব্যবহার করে কি তারা ভোটের ফলাফল পাল্টিয়ে আগামী নির্বাচনে জয়ী হবেন ? সময়ে তা বলে দিবে !
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: রাজনীতিতে শেষ বলে কিছু নেই।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৯
দারুচিনি পাতা বলেছেন: একমত।
আমার মনে হয়না ছাত্র আন্দোলন থেকে আসা কোন দল, সেটা কিংস পার্টি/কুইন্স পার্টি যাই হোক, তারা সেইভাবে নির্বাচনে কোন ইফেক্ট ফেলতে পারবে। জনসম্পৃক্ততার যে কথাটা বললেন, সেখানেই তারা মার খেয়ে যাবে। বিশেষত জামায়াত সম্পৃক্ততা ও মুক্তিযুদ্ধ বিরোধী কিছু কিছু স্টান্স এর কারনে সাধারণ মানুষ এখন তাদের মাইক্রোস্কোপ দিয়ে বিচার করবে। এদের সময় লাগবে। Have to start from scratch.
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জেনারেলদের রাজনীতি এই দেশের জনগণ চায় না।
কারণ তারা “ দেশপ্রেমিক”।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: এই লোক ওয়াকার উজ জামানের পিছনে লেগেছে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী/সোনাগাজী একজন গ্রেট ব্লগার।
তাকে কেন বারবার ব্যান করা হচ্ছে? তাকে ছাড়া ব্লগটা খালি খালি লাগে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৫
সৈয়দ কুতুব বলেছেন: উনার ইমেল আইডি আছে? ফেইসবুকে চলে যাওয়া উচিত। ধন্যবাদ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৪
নীল আকাশ বলেছেন: ভালো পোস্ট। এরা সুবিধাভোগী। শুধু দুধের সড় খেতে এসেছে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩২
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩২
আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: কিং'স কুইন'স যারই হোক, বাঙালি আজীবন বাঁশবাগানেই থাকবে। কোন দলেরই নিয়ত ভালো না। দেশের মানুষেরও আদর্শ-নৈতিকতা বলতে কিছু নাই। তাদের ঠিক করার জন্য কারো তেমন কোন চেষ্টা নাই। অরাজকতাই এদেশের শেষ কথা।