![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্বে দেয়া অরাজনৈতিক সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বর্তমানে রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আগামী নির্বাচনে প্রার্থী হতে চান। কিন্তু সেজন্য একটি রাজনৈতিক প্লাটফর্ম গঠন জরুরি ছিলো। তাই নাগরিক কমিটি নামে নতুন একটি সংগঠন আত্নপ্রকাশ করে। ধারণা করা হয়েছিলো ইহাই নতুন রাজনৈতিক দল হবে। কিন্তু পরবর্তীতে ঘোষণা আসে বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির মধ্যে থেকে যারা রাজনীতি করতে আগ্রহী তাদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। ফেব্রুয়ারীর মাঝামাঝি বা শেষের দিকে তরুণদের নতুন রাজনৈতিক দলটি আত্নপ্রকাশ করবে।
ইন্টেরিম সরকারের পৃষ্ঠপোষকতায় তারুণ্য নির্ভর রাজনৈতিক দলটি গঠিত হচ্ছে। সরকারে থাকা তিনজন সমন্বয়ক উপদেষ্টারা যোগ দিতে পারেন নতুন রাজনৈতিক সংগঠনে। এছাড়া তরুণেরা রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছেন বলে জানা গিয়েছে। আমার বাংলাদেশ (AB) পার্টি নামে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করা সদস্যদের নিয়ে গঠিত একটি রাজনৈতিক দল তরুণদের দল গড়তে সহায়তা করছে। তরুনদের রাজনৈতিক দলটি কেমন মতাদর্শের হবে তার জন্য বিদেশি কয়েকটি দেশের কতিপয় রাজনৈতিক দলের গঠনতন্ত্র পর্যালোচনা করা হচ্ছে।
তরুণেরা মধ্যম-ডানপন্থী মতাদর্শের রাজনৈতিক দল গঠনের প্রতি আগ্রহ জানিয়েছেন। তারা পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ, তিউনিসিয়ার আন-নাহদা( এন্নাহেদা), তুরস্কের একেপি( এরদোয়ান), মালয়শিয়া ও ইন্দোনেশিয়ার ১/২ টি রাজনৈতিক দলের গঠনতন্ত্র পর্যালোচনা করছে। আবার ভারতের আম-আদমি পার্টির গঠনতন্ত্র নিয়েও আলোচনা চলছে । রক্ষণশীল গণতন্ত্র, ইসলামিক গণতন্ত্র ও মধ্যম- ডানপন্থার মিশেলে তরুণেরা নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্র তৈরি করতে পারেন। নারী ও পুরুষ সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব রাখার ব্যাপারে তরুণদের রাজনৈতিক দলটি কাজ করে যাচ্ছে।
নাগরিক কমিটি ও বৈবিছা হতে পদত্যাগ করা সদস্যরা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন। সারজিস আলম, হান্নান মাসউদ, আসিফ মাহমুদ নতুন রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন মোটামুটি নিশ্চিত। তবে নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারী নতুন রাজনৈতিক দলে যোগ না দেওয়া উত্তম। কারণ ইতিমধ্যে সে বাংলাদেশের প্রচলিত সব রাজনৈতিক দলের বিরুদ্ধে যে হারে বিষোদগার করেছে তাতে উহার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে । এমনকি টিভি চ্যানেল গুলো তাকে সাক্ষাৎকারে আমন্ত্রণ জানাতে ইতস্ততবোধ করছে।
জামায়াতে ইসলামীর সাথে তরুণদের রাজনৈতিক দলটি ভবিষ্যতে জোট গঠন করে কিনা তাই দেখবার বিষয় । তবে জামায়াত নিবন্ধন হারানোর পর নতুন রাজনৈতিক দল গঠনের প্রতি সচেষ্ট ছিলো । বিডিপি( বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি) নামে জামায়াতের একটি গণতান্ত্রিক প্লাটফর্ম কয়েকদিন আগে নিবন্ধন পেয়েছে । এসব ছোট ছোট ক্লাস্টার রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য বিএনপি ও আওয়ামী লীগের মতো ১২/১৩ টি রাজনৈতিক দলের সাথে জোট গঠন করে নিজেদের রাজনৈতিক মাঠে শক্তিমত্তা প্রদর্শন করা।
দেশে বর্তমানে রাজনৈতিক দলের সংখ্যা আটান্নটি। নির্বাচনের পূর্বে আরো কিছু কিংস পার্টি আত্নপ্রকাশ করতে পারে। কিন্তু দেশের রাজনীতির গুণগত পরিবর্তন কি সাধিত হবে ? নয়া রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে দেশের মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে । হয়তো মানুষ শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের প্রতি আস্থা রাখবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০২
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ থেকে বেশি ভোট পাবে।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:১৫
অগ্নিবাবা বলেছেন: এই দলটির অবশ্যই উচিত হবে ভারতের সাথে একটা সমঝোতায় আসা, একটা মুচলেকা দেওয়া যে তারা ভারতবিরোধীতা করবে না। বাংলাদেশে ভারত বিরোধী কোনো দলকে ভারত কখনই ক্ষমতায় আসতে দেবে না। মাথা মোটারা হিজাদী হতে পারে, কিন্তু রাজনিীতি বোঝে না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০৩
সৈয়দ কুতুব বলেছেন: এদের কিছু নেতা অনেক হঠকারী বক্তব্য দেয়।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:০২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল সফল হতে পারবে বলে মনে হয়না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০৪
সৈয়দ কুতুব বলেছেন: পারবে যদি আম আদমির মতো হয়। অন্যথা পকেট দল হয়ে থাকবে।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০৯
আহরণ বলেছেন: টোকাই এর দল..........?? ভাইয়া?
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৩
সৈয়দ কুতুব বলেছেন: টোকাই আগে যোগ দিক তারপর বলিয়েন। আগেই নাম খারাপ করছেন কেন তাদের?
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪২
মেঘনা বলেছেন: পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ,-তেহরিক ই তালিবানের ( মানে আফগানিস্তান যারা চালায় ) রাজনৈতিক সংগঠন। আর তুরস্কের একেপি( এরদোয়ান) -- বাংলাদেশে হাসিনার ভোট আর তুরস্কে এরদোয়ানের ভোট একই টাইপের বলেই জানি।
এরা গণতন্ত্রের কথা বলে অথচ ইউরোপের কোন গণতান্ত্রিক দেশ বা জাপানের কথা এদের মাথায় আসলো না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: এরা সহনশীল ইসলাম পন্থী হবে। ইন্দোনেশিয়া ও মালয়শিয়ার মতো।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দলটিকদম ফালতু হবে। ফালতু।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আপনার চোখে আওয়ামী লীগ ছাড়া সবাই ফালতু। যেমন গুরু তেমন শিষ্য।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দলটি গঠন হউক আগে। দলটির সফলতা কামনা করছি। কিছু একটা হউক। পুরাতনগুলো পঁচে গেছে। আমরা আশাবাদী হই একটু। আগেই কেন হতাশা বুঝি না
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৪
শাহ আজিজ বলেছেন: নাহ , ওরস্যালাইন দিয়ে টিকে থাকবে ---------------
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৬
সৈয়দ কুতুব বলেছেন: আম আদমির মতো ত্যাগী হলে পারবে হয়তো।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১
নতুন বলেছেন: দেশের উন্নতির জন্য পরিবর্তন দরকার, জনগন পরিবর্তন চায় না।
সাধারন জনগন নৌকা, ধানেরশীষ আর দাড়ীপাল্লাই চেনে। তারা নেতা দেখে ভোট দেয় না।
পরিবর্তনের জন্য নতুন দল দরকার, আম আদমির মতন শিক্ষিত মানুষকে নিয়ে গনত্রান্তিক পদ্বত্বীতে দল পরিচালনার জন্য প্রতিঙ্গাবদ্ধ হয়ে দেশের উন্নতির জন্য কাজ না করলে বাংলাদেশে পরিবর্তন আসবেনা।
বেশিরভাগ মানুষই পরিবর্তন পছন্দ করেনা। কিন্তু পুরানো আইডিয়া পাল্টাতে না পারলে কিছুই হবেনা।
এখন ২০২৫ সাল, বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদেরও এগিয়ে যেতে হবে। তাই পরিবর্তন আনতে হবে, দরকার হলে টেনে আনতে হবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: আম আদমির মতো হলে সাফল্য আসতে পারে। ইমরান খানের মতো ফেইস ভ্যালু তাদের নেই। একেপি অনেক পুরান দল।
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১
খাঁজা বাবা বলেছেন: রাজনীতি করার মত ম্যাচিউরিটি এদের আসে নাই এখনো।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আমি ভেবেছিলাম অন্তত পাচ বছর সময় নিবে। এখন অরাজনৈতিক সংগঠন হিসাবে কাজ চালিয়ে যাবে। কারণ এরা তো বেশিরভাগ হাসিনার কু শাসন দেখে বড়ো হয়েছে। রাজনীতি তো দেখে নি।
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২
ক্লোন রাফা বলেছেন: @ নতুন , আম আদমি কোন কিংস পার্টি নয়। ক্ষমতার মসনদের সহায়তায় তাদের জন্ম হয়নি।
বাংলাদেশের প্রতিটি কিংস পার্টির পরিনতি খুব সুবিদার নয়। এদের পরিনতি হবে সবচাইতে করুন বাংলাদেশের প্রেক্ষাপটে। এমনকি ওয়ান ম্যান ওয়ান পার্টিও এদের লাথি দিবে সময় মত।
একটু সময় যেতে দিন , নিজের চোখেই অবলোকন করবেন আশা
রাখি॥
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: ডিআওয়ামীফিকেশন করা হবে ডিনাজিফিকেশনের মতো। আওয়ামী লীগের পতাকা, প্রতীক, গান সব ব্যান করা হবে। আপনাদের দলের আকাম কুকামের কারণে আজকে যুক্তফ্রন্টের প্রতীক 'নৌকা' হুমকির মুখে। ছি! ছি! আবার শেখের নেতৃত্বের উপর এখনও আপনাদের ভরসা।
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬
আমি ব্লগার হইছি! বলেছেন: খুব ভালো হবে। দল করুক। কপাল ভালো হলে জামাতের সাথে জোট করে ক্ষমতায় যাবে আর বিএনপিকে গৃহপালিত বিরোধীদল বানাবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০
সৈয়দ কুতুব বলেছেন: ২০০ সিট বিএনপির। বাকি ৫০-৫০ জামাত এবং নতুন দলের। সমঝোতা প্রায় হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং করলে মহাবিপদে পড়বে।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮
নতুন বলেছেন: আয়ামীলীগের সমর্থকদের কাছে অবশ্যই সবকিছুই ফেল করবে।
যদি আমি প্রস্তাব করি যে ভারতের সেনাবাহিনি এসে বংলাদেশ দখর করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাক তবেও ৯০% আয়ামীলীগের সমর্থক সেটাকে সমর্থন করবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০
সৈয়দ কুতুব বলেছেন: ভারত নম প্রিয়!
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৫
কলিমুদ্দি দফাদার বলেছেন: আমি খুব আশাবাদী ছিলাম তরুন- প্রবীণ মিলে হয়তো একটি দল গঠন করা হবে।
যেখানে প্রবীণরা দিক নির্দেশনা দিবে আর তরু্নরা কাজ করে যাবে। কিন্তু নাহিদ ইসলামকে প্রধান করে
নাকি ইতিমধ্যে দল ঘোষণা করা হয়েছে। এরা যদি ক্ষমতায় ও আসে আধো কি বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট
দেশ পরিচালনা করা সম্ভব তরুনদের দিয়ে? কুটনীতি, অর্থনীতি, রাজনৈতিক ষড়যন্ত্র মত বিষয়গুলো দেখার মত
মেধা কি তাদের আধো আছে? গত ৬ মাসে সমন্বয়করা মেধা বা বুদ্ধিদীপ্ত কোন কার্যকম করেছে বলে মনে হয় না, বিভেদ ছাড়া।
আমাদের সংবিধান আমেরিকা বা বৃটেনের মত এত শক্তিশালী না যেখানে আপনি তরুন- প্রবীণ বা বুদ্ধি প্রতিবন্ধী বসায়ে দিলে
প্রতিষ্ঠান গুলো অটো কাজ করবে? আমি চাই এরা ক্ষমতায় আসুক, তবে এত আর্লি না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আমি ভেবেছিলাম আরো পাচ বছর এরা অরাজনৈতিক হিসাবে থাকবে। এরপর আস্তে আস্তে দল করলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে।
১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৫
হাসান মাহবুব বলেছেন: নাহিদ ছাড়া এই তরুণদের সবাই অতি আবেগী আর গলাবাজ। এরা খালি রক্ত দিতে আর নিতে চায়। এদের মধ্যে বিচক্ষণতার অভাব আছে। বিশেষ করে সার্জিস আর হাসনাত তো অসহ্য!
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩২
সৈয়দ কুতুব বলেছেন: সারজিস নির্বাচনে দাঁড়াচ্ছে। নাহিদ শুনলাম দলের প্রধান। আরো ১/২ বছর মাঠের রাজনীতি করলে ভালো হইতো। কারণ বিএনপি ক্ষমতায় গেলে ভুল করবেই! তখন আমআদমির মতো জাগরণ ঘটাতে পারতো। জুলাই অভ্যুত্থান আর নির্বাচনে জিতে যাওয়া এক বিষয় নয়।
১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮
ওয়াহেদ সৈয়দ বলেছেন: নতুন কিছু শুরু হলে আশা থাকেই, তবে সেটি যেন টিকে থাকে এবং ইতিবাচক পরিবর্তন আনে, সেটাই আসল ব্যাপার। শুধু নতুন হওয়াই যথেষ্ট নয়, নতুনের মধ্যে গুণগত পরিবর্তনও দরকার। দল গঠন তো সহজ, কিন্তু আদর্শ, কর্মপরিকল্পনা, এবং বাস্তবায়ন—এসবের দিকেও নজর দিতে হবে।
আপনার মত করে অনেকেই নিশ্চয়ই আশাবাদী, তবে সেই আশার যেন অপমৃত্যু না হয়, সেটাই বড় চ্যালেঞ্জ। দেখা যাক, সময় কী বলে
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪১
সৈয়দ কুতুব বলেছেন: আশায় বাচে মানুষ।
১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
মেঘবৃষ্টির গল্প বলেছেন: আশা করি ভালো হোক।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৭
আদিত্য ০১ বলেছেন: যে গনতন্ত্র এরা অনুসরন করছে তাতে তাতে গনতন্ত্র না বলে বলা উচিত ইসলামিক রিপাবলিক যেইটা মূলত ইসলাম নামে ব্যবসা। সব জামাতের কুবুদ্ধি, জামাত সবার লুঙ্গির নিচে থাকে কেন, কখনও ছাত্রলীগের নিচে, কখনও ব্যাঙ্গের ছাতার মত ছোট দলের ভেতরে,এরা নিজেদের অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে, এই বুঝি ৭১-এর মত যদি শেষ করে দেয়।
তবে জামাত আর এই নতুন দল মিলে জোটভুক্ত হবে, বিএনপিকে বেকায়দায় ফেলাবে। বিএনপিই জয়ী হওয়ার কথা। জনগন নির্যাতিত বড় দলকে ভোট দেয়। কিন্তু বিএনপিকে জয়ী হতে দিবে না,কারন জামাতের ভিতরে ইব্লিশ শয়তানি বুদ্ধি। যেহেতু জামাত ও নতুন দল ইন্টারিম সরকারের মদদপুষ্ট বলা যায় আগামী নির্বাচন কারসাজি করে বিএনপিকে হারাবে। আমার কেন জানি মনে হচ্ছে। বিএনপি হারলে, আওয়ামীলীগের মত ওদের নেতাদের ধরবে। জামাত বেশ ইব্লিশ শয়তানে বুদ্ধি আটছে। এই নকশা যদি আকে। বিএনপি আওয়ামীলীগ ছাড়া মাঠে নামতে পারবে না।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: কোন বেকায়দায় পড়বে না। বিএনপি ক্ষমতায় গেলে আলাদা প্লান আছে এবার। আর আওয়ামী লীগ এ দেশে আর আগের নামে রাজনীতি করতে পারবে না। আমি এতে সমস্যা দেখি না। যুক্তফ্রন্ট নামে করতে পারে ! প্রতীক নৌকা থাকলেই হলো।
৫/৭ বছর সময় পেলে বাঙালি ঘুরে দাঁড়াবে। যুক্তফ্রন্ট যদি শোধরায় তবে জনগণ কে পাশে পাবে। অন্যথা জনগণ নিজের পথ নিজেই খুজে নিবে।
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০০
আদিত্য ০১ বলেছেন: তাইলে হইলোই চিন্তা করেন কেন? কেউ বিপদে পড়ছে না, আওয়ামীলীগ তো নিশ্চিন্নই, আওয়ামীলীগ নিয়ে আর মাথা ঘামিয়ে কি করবেন। যেই দল আর নাই, তারে নিয়ে আর মাথা ঘামিয়ে কি করবেন। বরং বিএনপি নিয়ে আরও চিন্তা করুন কিভাবে জামাত আর নতুন দলকে মোকাবেলা করা যায়। পারবেন? মনে তো হয় না
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৫
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি পারবেই কে বলল? নিশ্চয়ই স্বাধীনতা কামীদের নতুন কোন দল বের হবে। তবে তারাও জয় বাংলা স্লোগান দিবে।ইহা বাঙালি জাতির প্রাণের স্লোগান।
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৭
আদিত্য ০১ বলেছেন: কুতুব ভাই আপনার মাধ্যমে বিএনপিকে অগ্রীম অভিন্দন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার জন্য, এই অভিন্দন বার্তাটা কোনভাবে কি লন্ডনে পৌছাতে পারবেন।
আওয়ামীলীগ নিয়ে একটু কম চিন্তা কইরেন। চিন্তা করলে ডোপামিন কমতে পারে। দলতো আর নাই, যুক্তফ্রন্ট বা ঐক্যফ্রন্টের পরামর্শ দিলেন, যেইটা বিএনপি একসময় ফলো করেছিলো। যাইহোক আওয়ামীলীগকে তো আপনারা আর আসতে দিবেনই না। এখন রাস্তা খালি। এখন পুরু দেশ আপনাদের, দেখেন যা খুশি করেন,
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা একটা আচোদা দল হবে।