![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
জুলাই অভ্যুত্থানের পিছনে ক্রীড়ানক হিসাবে অনেক দেশি ও বিদেশি শক্তির হাত ছিলো বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো শেখ হাসিনার প্রতি জনসমর্থন ২০১৪ সালের পরেই কমতে থাকে। ২০২৪ সালের আমি-ডামি নির্বাচনে খোদ আওয়ামী লীগের অনেক পুরাতন সাপোর্টার ভোট দেয়া থেকে বিরত ছিলো। আওয়ামী লীগ টিকে ছিলো মূলত জোর জবরদস্তি, ভারত-চীন-রাশিয়া ও ভুয়া জঙ্গীবাদের ভয় পশ্চিমাদের দেখিয়ে। যুক্তরাষ্ট্র শেখ হাসিনার রাশিয়া ও চীন প্রীতি ভালো চোখে দেখে নাই। ভারতের কারণে যুক্তরাষ্ট্র তাদের অসন্তুষ্টি খুব একটা প্রকাশ্যে আসতে দেয় নাই। শেখ হাসিনা ও আম্লিক যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ঘন ঘন ঢাকায় আসাকে তেমন পাত্তা দেয় নাই। তাই দেশের মানুষ ও বিশ্ব মোড়ল কেউ শেখ হাসিনার পিছনে ছিলো না। এভাবে জনসমর্থন বিহীন সরকার বেশিদিন এমনিতেও রান করতো না।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভল্কনার তুর্ক সম্প্রতি একটি সাক্ষাৎকারে পিলে চমকানোর মতো তথ্য জানিয়েছেন। তার বক্তব্য থেকে জুলাই অভ্যুত্থানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা জানতে পারি। ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের পেটুয়া পুলিশ ও ছাত্রলীগ বাহিনী নির্যাতন করছে, হত্যা করছে তখন জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছিলো। সেনাবাহিনীর উপর চাপ ছিলো যাতে শেখ হাসিনার পক্ষ নিয়ে ছাত্র-জনতার বুকে গুলি না চালানো হয়। সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিলে আম্লিকের পক্ষে তাদের শান্তিরক্ষী বাহিনীর মিশন বন্ধ করে দেয়া হবে। শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর কর্মকর্তা ও জওয়ান দের বৈধ ভাবে দেশে রেমিট্যান্স পাঠানোর চমৎকার সুযোগ রয়েছে। সেনাবাহিনী কোনোভাবেই এমন সুযোগ হাতছাড়া করবে না। তাই তারা শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছিলো। অভ্যুত্থান সফল হওয়ার পিছনে সেনাবাহিনীর ভূমিকা ছিলো অসামান্য।
মানবাধিকার কমিশনের বক্তব্য এক-এগারো সময়কার একটি ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। একটি ফেইক চিঠিকে কেন্দ্র করে কেয়ারটেকার সরকার বাতিল করে সেনাশাসন ক্ষমতায় আসার প্রধান কারণ হিসাবে সেই ফেইক চিঠিকে দেখা হয়। কিন্তু তুর্ক সাহেবের মুখের বাণী নিশ্চয়ই ফেইক হতে পারে না।
সেনাবাহিনী ২০১৪ ও ২০১৮ সালে নিস্ক্রিয় ভূমিকা পালন করেছে। শেখ হাসিনার ভুয়া জঙ্গীবাদ বয়ান শুনে পশ্চিমারা ভেবেছিলো দুর্নীতি করলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। তবে শেখ হাসিনার প্রতি সমর্থন কমে আসে যখন রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতি হয়। রাশিয়ার উপর ইউক্রেন ইস্যু নিয়ে প্রবল চাপ রয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়াকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছিলো। কিন্তু শেখ হাসিনা যে করেই হোক রাশিয়া-চীন ও কোনো কোনো ক্ষেত্রে ভারতের সাথে ভালো রিলেশন রাখতে গিয়ে আম ছালা উভয়েই হারায়।
আওয়ামী লীগ বর্তমানে অভিযোগ করছে আমেরিকার টাকায় দেশে অভ্যুত্থান হয়েছে। এখন আবার জাতিসংঘের জুলাই অভ্যুত্থানের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। আওয়ামী লীগের নিকট বিদেশি হস্তক্ষেপ খুব খারাপ লাগছে। নিজেরা যখন বিদেশি শক্তি কে তাদের পক্ষে কাজ করায়েছিলো তখন খুব আরাম লেগেছিলো। ওবায়দুল কাদের বারবার বলেছেন দিল্লী ও পশ্চিমা বিশ্বের সাথে তলে তলে সমঝোতা হয়েছে। আওয়ামী লীগ এসব কাহিনী এত তাড়াতাড়ি ভুলে গেল ?
জুলাই অভ্যুত্থানের জন্য মঞ্চ অনেক বছর থেকেই তৈরি করা হয়েছিলো। বিরোধী দলগুলো পাতানো নির্বাচনে না গিয়ে শেখ হাসিনার পতন কে আরো ত্বরান্বিত করেছিলো। জাস্ট একটা ফু দিয়েছে আর অভ্যুত্থান হয়ে গেলো এমনটা নয়। সাধারণ জনগণ রাস্তায় না নামলে শুধু বিদেশি চক্রান্তে আওয়ামী লীগের পতন সফলভাবে হতো না।
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:০২
সৈয়দ কুতুব বলেছেন: উত্তম কাজ করেছে।
২| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: যদি সত্যি হয়ে থাকে তাহলে জাতিসঙ্ঘ তার জীবদ্দশায় দুটি ভালো কাজ করেছে। ১ টা হল শেখ হাসিনাকে ধাওয়া দিয়ে ভারত পাঠানোতে সাহায্য করা। দুই নম্বর হল শেখ হাসিনা গংদের জুলাই মাসের হত্যা, নির্যাতন এবং গুমের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা।
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৩
সৈয়দ কুতুব বলেছেন: একমত আপনার সাথে
৩| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩৩
নিমো বলেছেন: সামরিক বংশ কেন কেন ক্ষমতাসীন হয় নি, এখন বোঝা গেল।
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৪
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ সংবিধানে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের পথ কঠিন করে দিয়েছে
৪| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৫
ধুলোপরা চিঠি বলেছেন:
জাতিসংঘ আমেরিকার নির্দেশে কাজ করে।
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত প্রকাশ করছি।
৫| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৭
নিমো বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ সংবিধানে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের পথ কঠিন করে দিয়েছে
সামরিক বংশের কাছে সংবিধানের ভাত নেই, কিন্তু জাতিসংঘের শান্তি মিশনের আছে।
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:১০
সৈয়দ কুতুব বলেছেন: বেশ ভালো ভালো মন্তব্য করছেন আজকে।
৬| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:০৮
ধুলোপরা চিঠি বলেছেন:
মুসলমানেরা ইহুদীদের কেন পারে না বুঝতে পারছেন? কারণ, মুসা নবী ফেরশতা পিটাতেন।
জ্বীন ব্লগারের পোষ্ট পড়েছেন?
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:১২
সৈয়দ কুতুব বলেছেন: পড়ে দেখছি!
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৮
সৈয়দ কুতুব বলেছেন: হামাস গাজার ক্ষমতা ছেড়ে দিবে? ইন্টেরিম সরকারে নাকি তাদের প্রতিনিধি থাকবে না। তবে নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস ।
ইসরায়েল সিরিয়া কে নিয়ে খেলায় মেতেছে। বিষয় টা সিরিয়া বাসীর জন্য ভালো না খারাপ?
৭| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:১২
ধুলোপরা চিঠি বলেছেন:
সিরিয়ায় যারা ক্ষমতা পেয়েছে, তাদের মাঝে শিক্ষিত লোকজন নেই; ফলে, সিরিয়া এখনো ভয়ংকর সমস্যায়।
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ। গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
৮| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫১
কামাল১৮ বলেছেন: আপনার কতটুকু ভূমিকা ছিলো।
০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:০৫
সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর প্রশ্ন করেছেন। কোটা আন্দোলনের শুরু থেকেই এই মুভমেন্টের প্রতি আমার সমর্থন ছিলো। যেহেতু সে সময় নারায়ণগঞ্জ ছিলাম তাই যাত্রাবাড়ী, শনির আখড়া ও রামপুরা-বনশ্রী এলাকায় সাধারণ মানুষের সাথে আমিও ছিলাম। আমার দেখা ও জানার সুযোগ হয়েছে কারা আন্দোলন সংগঠিত করেছে এবং কিভাবে করেছে। সে সময় প্রচারিত কিছু মিথ্যা তথ্যের ব্যাপারে আমার নিজস্ব উদ্যোগে ইনভেস্টিগেশন আছে।
আমার সদ্য এসএসসি পাশ কৃত কাজিন পায়ে গুলি খেয়েছিলো রামপুরা-বনশ্রী এলাকায়। আমার মামার চিটাগাং ছররা গুলির আঘাতে চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে।
আমার মতো হাজারো মানুষ ছিলো যাদের সে রকম কোনো দল ছিলো না। আমাদের চোখে এটি একটি কোটা আন্দোলন ছাড়া কিছুই ছিলো না। কারণ তখন আমি টেকনিক্যালি বেকার ছিলাম । স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগের উপর আমার ক্ষোভ ছিলো।
৯| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১:৫৬
কামাল১৮ বলেছেন: যাত্রাবীড়ীতে পুলিশকে কি আপনিই ঝুলিয়ে ছিলেন।আমি নিজেও ৭১রে দুই একটা পুলিশ হত্যা করেছিলাম।লঞ্চে হামলা করার সময়।
০৮ ই মার্চ, ২০২৫ রাত ২:১১
সৈয়দ কুতুব বলেছেন: না। ইট-পাটকেল মেরেছিলাম জাস্ট !
১০| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ৩:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওটা যে বিরাট চক্রান্তও ষড়যন্ত্র ছিল তা এখন স্পষ্ট।
০৮ ই মার্চ, ২০২৫ রাত ৩:৫০
সৈয়দ কুতুব বলেছেন: দেশের মানুষের পক্ষ থেকে জাতিসংঘ কে ধন্যবাদ
১১| ০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৫:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
পোস্ট আরও ছোট রাখবেন।
০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
১২| ০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৪৯
কু-ক-রা বলেছেন: উহা (সৈয়দ কুতুব) ছুপা আওয়ামী সিমপ্যাথাইজার।
০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্য পড়ে প্রাণ খুলে হাসলাম৷
১৩| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবির ক্রিমিনালটা ও ২৯ মিলিয়নের বিরাট ভূমিকা ছিল।
তারা ক্রিমিনাল।
০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ক্রিমিনাল কে তাড়াতে হলে একটু ক্রিমিনাল গিরি দেখাতে হয়।
১৪| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: শেখ কে হত্যার পেছনে অনেকের ভূমিকা ছিলো। শেখ হাসিনার পতনের জন্য অনেকের ভূমিকা ছিলো।
০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের সময়ে কত মানুষ খুন হয়েছে?
১৫| ০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৫২
শ্রাবণধারা বলেছেন: জাতিসংঘ তার স্বাভাবিক কাজের অংশ হিসেবেই এটি করেছে বলে আমার মনে হয়, যাতে সেনাবাহিনী ছাত্র-জনতার ওপর গুলি না চালায় - এই অনুরোধ তারা সেনাবাহিনীকে করেছে।
কিছুদিন আগে একটি ছোট পেশাগত কারণে জাতিসংঘ বিষয়ে কিছু পড়াশোনা করতে হয়েছিল। তখন দেখলাম যে, জাতিসংঘের বর্তমান নেতৃত্ব অত্যন্ত উন্নত এবং আশা জাগানিয়া। দুঃখের বিষয়, এত ভালো নেতৃত্ব থাকার পরেও, উন্নত একটি দেশের দুর্বৃত্ত শাসকদের কারণে জাতিসংঘের প্রচেষ্টা গুলো বিনষ্ট হয়ে গেছে।
০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:০৩
সৈয়দ কুতুব বলেছেন: ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:১৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: তবে, জাতিসংঘ ওয়াকার বাহিনীকে জুলাইয়ের মানুষ হত্যা বন্ধ করতে এবং ফ্যাসিস্ট হাচিনার সমর্থনে কাজ না করার হুশিয়ারি করেছিলো।