নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র ও নির্বাচিত শব্দের নয়া ব্যাখ্যা দিলেন ফরিদা-মজহার দম্পতি !

১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৭


বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শুরুটা ছিল জনতার কণ্ঠে, এখন সেটা রূপ নিচ্ছে কিছু নির্দিষ্ট গলার একচেটিয়া লোকের তর্জন-গর্জনে । শুরুর দিকে বলা হয়েছিল, এটা অস্থায়ী সরকার—জনগণের দাবিতে, জনগণের জন্য। এখন সেই সরকারই জনগণের প্রশ্ন শুনলে কান বন্ধ করে রাখে, এবং ভোটের প্রসঙ্গ এলেই ‘কমিউনিটি’ আর ‘স্মৃতি’র নাম করে রাষ্ট্রচিন্তার নতুন তত্ত্ব হাজির করে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা শুনতে পাই ফরহাদ মজহারের মতো কবি ও রাষ্ট্রচিন্তকের বক্তব্য—“ভোটে গণতন্ত্র আসে না, কমিউনিটি দাঁড়ালে গণতন্ত্র আসে।” এ যেন এক কবিত্বপূর্ণ অভিজ্ঞান, যেখানে নাগরিক মতামতের দরকার নেই , দরকার সোশ্যাল মিডিয়ায় যাদের আধিপত্য চলে সেই বট বাহিনীর মৌখিক সম্মতি।

কমিউনিটি শব্দটা এখন একধরনের ছদ্মনাম হয়ে গেছে—এটা যেন নির্দিষ্ট রাজনীতি, নির্দিষ্ট বিশ্বাস, নির্দিষ্ট গোষ্ঠীর একরকম সাংস্কৃতিক জোন, যেখানে সিদ্ধান্ত হয় চা খেতে খেতে, গান শুনতে শুনতে, কিংবা ফেইসবুকিং করতে করতে । কিন্তু তাতে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ কোথায় ? যে পরিবারগুলো শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন, যারা এখনো মামলার শুনানিতে হেনস্তা হন—তারা কি এই কমিউনিটির সদস্য, নাকি কেবল রাজনৈতিক আলংকারিকতা ?

ফরহাদ মজহারের বক্তব্যের পেছনে আরেকটি বাস্তবতা আছে, যেটা এড়িয়ে গেলে লেখাটাই অসম্পূর্ণ থাকে। তার স্ত্রী ফরিদা আখতার এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। এবং তিনিও সগর্বে বলছেন, “আমরা অনির্বাচিত—এটা কে বলল?” এই প্রশ্নটি এমন একজন করছেন, যিনি স্বয়ং কোনো নির্বাচনী প্রক্রিয়ায় অংশ না নিয়েই রাষ্ট্রশক্তির ঘনিষ্ঠতম বৃত্তে বসে আছেন। তারা বলছেন, ছাত্র-জনতা তাদের নির্বাচিত করেছে। কিন্তু প্রশ্ন হলো—ছাত্ররা কি তাদের ভোট দিয়েছিল ? নাকি তারা আন্দোলনের ঢেউয়ে চেপে এসেছেন, এখন সেই ঢেউকে পাথরে বেঁধে রাখতে চাইছেন ?

এখানে একটা মৌলিক অসততা কাজ করছে। প্রথমে গণঅভ্যুত্থানের ঘোড়ায় চড়ে সরকারে আসা, তারপর সেই সরকারের আসল কর্তব্য ও দায় এড়িয়ে কমিউনিটির নামে তার চারপাশে এক ধরণের আবেগতাড়িত অদৃশ্য গোষ্ঠী তৈরি করা। এই গোষ্ঠী অন্ধের মতো সরকারের সকল কাজকে সাপোর্ট দিয়ে যাবে এবং কোনো প্রশ্ন করবে না। সরকার বারবার কমিউনিটিকে সংখ্যাগরিষ্ঠের মতবাদ হিসাবে প্রচার করে সংস্কারের নামে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করবে। আর ঢাল হিসাবে ব্যবহার করতে থাকবে 'অল্প পরিসরে সংস্কার' ও 'বেশি পরিসরে সংস্কার ' নামক মূলা।

এই নতুন বুদ্ধিবৃত্তিক ফ্রেমওয়ার্কে ভোটকে তাচ্ছিল্য করা হয় এক ধরনের নোংরা ব্যবসা হিসেবে, যেন সেটি কেবল মাফিয়া শ্রেণির খেলা। অথচ বাস্তবতা হলো—ভোটহীন রাষ্ট্রেও একই শ্রেণিই টিকে থাকে, শুধু তারা তখন ‘কমিউনিটি প্রতিনিধি’, ‘আন্দোলনের উত্তরাধিকারী’, ‘স্মৃতির ভারবাহী’ ইত্যাদি অদ্ভুত অভিধায় নিজেকে বৈধ করে। আর এখানেই ‘কমিউনিটি’ শব্দটি হয়ে পড়ে একধরনের কৌশলী স্বৈরতন্ত্র ।

এই পদ্ধতিতে রাষ্ট্র তৈরি হয় জনগণের অংশগ্রহণ ছাড়া, কিন্তু জনগণের নামেই। একদিকে মবতন্ত্র যার জ্বালায় অতিষ্ঠ মানুষ , অন্যদিকে স্মৃতির রাজনীতি—সবকিছু মিলিয়ে তৈরি হতে যাচ্ছে এমন এক পরিবেশ, যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের প্রশ্ন করতে মানুষ ভয় পাবে। আর এই ভয়ের কারণ 'কমিউনিটি'র আবেগ । আর আবেগকে প্রশ্ন করা মানেই হয় রাষ্ট্রদ্রোহ, নয়তো শহীদের অসম্মান।

এই সমস্ত রাজনৈতিক ইনসেনটিভের কেন্দ্রে রয়েছে ক্ষমতার গভীরতম মেরুকরণ, যেখানে ব্যক্তিগত সম্পর্ক, দাম্পত্য জুটি, এবং গোষ্ঠীগত স্বার্থ একধরনের অলিখিত চুক্তিতে বাঁধা পড়েছে। জনগণ এখানে শুধু শ্রোতা, বক্তা নয়। তারা শুনবে শহীদের গল্প, তাদের রক্তের ইতিহাস, কিন্তু প্রশ্ন করতে পারবে না—“আমার ভোটের অধিকার কবে ফেরত পাবো ?”

এই অবস্থা চলতে থাকলে, আরেকটি স্বৈরতন্ত্রের জন্ম হবে, যার নাম গণতন্ত্র হবে ঠিকই, কিন্তু সেটা হবে “কমিউনিটির অভিমত-ভিত্তিক ভোটবিহীন জনগণের সরকার”। শহীদ পরিবারগুলোর ত্যাগ সেখানে হবে ‘আবেগী স্থাপত্য’, তাদের জীবন হবে ভিজ্যুয়াল ইনস্টলেশন, এবং তাদের রক্ত হবে রাষ্ট্রীয় পোস্টারে ছাপা একধরনের পবিত্র কালি।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১:০২

আদিত্য ০১ বলেছেন: গরীবের টাকার জোক ইউনুস কাক্কু নাকি প্রেসিডেন্ট বা প্রধান মন্ত্রী হচ্ছে, কালা জাহাঙ্গির নাকি স্বরাষ্ট্র মন্ত্রী হচ্ছে আগামী ৫ বছরের জন্য। এইটা ফেসবুকে শিউর করে ফেলেছে। এখন শুধু নির্বাহী আদেশ দিবে। আর ইউনুস কাক্কু প্রেসিডেন্ট হলে শফি হবে ফার্স্ট লেডি। শফি চুমা চাট্টি ভালোই দিতে পারেন, এক ভিডিওতে মামুনুলকে চুমু দিতে গিয়ে ফিরে এসেছে যখন দেখেছে মামুনুল তাকে ছাড়বে না। সারভিস নাকি ৩০০ বিমান ভাড়া করবে মলম বেচার জন্য। আর ঐদিকে কালা পাডা হাস্নাত নাকি নেক্সট সেনা প্রধান হিসেবে ফেসবুক জনতা দাবি করেছে। ক্যান্টনমেন্ট দখল করার জন্য পীরে কামেল দেইল্লার সুযোগ্য উত্তরসুরী ইসলামে প্রখ্যাত বক্তা জামাতের অঘোষিত আমির মাওলানা পিনিক দা ওয়াজ দিচ্ছে। ইল্লের টাউয়ার থেকে এক একটা ফেসবুকিয় পোস্ট আসছে ওয়াজকে রসালো করতে

১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: পড়ে মজা পাইলাম।

২| ১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১:০৭

আদিত্য ০১ বলেছেন: ও আরেকটা লিখতে ভুলে গেছি, মজাহার হবেন ডিবি প্রধান নিজেই নেজেকে গুম করে কোন এক রঙ্গশালায় জোকার ড্রেসে নাবে "এই ময়না, তুই নাচরে পয়সা পাবি রে" । পরিবেশ নিয়ে চিন্তিত সেই উপদেস্টা পরিবেশ বান্ধব ড্রেস নিয়ে হাজির হবেন।

১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: হা হা

৩| ১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: যে কারো কথা একটু বুঝে বলা উচিৎ।
শেখ হাসিনার আজ এই অবস্থা তার কথার জন্য।

১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: হ্যা।

৪| ১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩০

কামাল১৮ বলেছেন: বছর দুই আড়াই এক সাথে সংগঠন করেছি।খুব ভালো দাবা খেলে।

১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: এখন জামাতি বুদ্ধিজীবী।

৫| ১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৮

কামাল১৮ বলেছেন: আমি বলছি ৭০/৭১ এর কথা।তখন বামপন্থী ছিলো।স্বাধীনতার পর আর দেখা হয় নাই খুব সম্ভব আমেরিকা চলে যান।মানুষ বাচলে বদলায় মরলে পঁচে যায়।এরা জীবিত অবস্থাতেই পচে গেছে।

১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.