নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু দিল্লী : শেখ হাসিনার ভাগ্য ঘুরপাক খাচ্ছে রাউন্ডটেবিলে !

১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৪


তিনি ছিলেন এক সময়ের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি ছিলেন সেই নারী, যিনি অফিসের চেয়ারে বসে দেশ চালাতেন আবার অফিসের বাইরেও সব কিছু নিয়ন্ত্রণ করতেন। এমনকি বিরোধী দলের বাথরুমেও কী হচ্ছে, তাও তার গোয়েন্দারা রিপোর্ট দিতো। আজ তিনি সেই দেশেরই একজন পলাতক নাগরিক, ভারতের গেস্ট হাউসে একজন অবাঞ্ছিত 'মেহমান'। ইতিহাস, এই নির্মম অথচ ন্যায্য বিচারক, শেখ হাসিনাকে এখন এক বিচ্ছিন্ন চরিত্রে রূপ দিয়েছে—যার পাশে ক্ষমতাও নেই, দলও নেই, ভক্তও নেই।

শেখ হাসিনা এখন কেবল একটি অতীত। সময়ের সেই ক্ষমতাবান কণ্ঠস্বর এখন সীমান্তের ওপারে কেবল ফিসফিস করে। শোনা যায়, তিনি এখন নিয়মিত ফোন করেন তার ধ্বজ্জভংগ সহকর্মীদের। বলেন, “আমি আবার আসবো। সব ঠিক হয়ে যাবে।” কিন্তু সেই আশ্বাস এখন এতটাই গীতিকবিতার মতো শুনায় যে, দলের লোকেরাও সেটি নোটিফিকেশন স্কিপ করে দেন। একসময় যারা 'হাসিনা' বলতেই জোশে গলা চড়াতো, তারাই এখন প্রোফাইল পিকচারে নতুন পতাকা লাগিয়ে ফেলেছে। কেউ জামাতের হেডকোয়ার্টারে ঝাড়ু দিচ্ছে, কেউ বি এন পি-তে চায়ের কাপ এগিয়ে দিচ্ছে।

তার ভারতে আশ্রয় নেওয়ার নাটকও ছিল যথেষ্ট নাটকীয়। ৪ থেকে ৫ আগস্ট, অজিত দোভালকে একাধিকবার ফোন করে তিনি বুঝাতে সক্ষম হন যে গণভবনের চারপাশে যেভাবে ‘বাতাস’ ঘোরাফেরা করছে, তাতে ভবিষ্যৎ অনিশ্চিত। সেনাবাহিনীও তাকে “গুড লাক” জানিয়ে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয়। এমনকি দিল্লিকেও তিনি বুঝাতে পেরেছিলেন, “আমি থাকলে আপনাদের লাভ”—দিল্লি তখনো ঠিক বুঝে উঠতে পারেনি এই লাভটা আসলে কার জন্য।

তার অনুপস্থিতিতে দেশে যা হয়েছে, তা আসলে তার ‘সাজানো বাগানের’ বিলুপ্তি। ৩২ নম্বর রোডের বাড়ি এখন আর কোনো ইতিহাস নয়, বরং একটি সাবেক ‘ক্ষমতার জাদুঘর’ হয়ে গেছে। নতুন সরকার, নতুন প্রশাসন, নতুন গল্প। ড. ইউনূসের সরকারের কাছে এখন হাসিনার প্রত্যর্পণ ইস্যু ঠিক যুদ্ধবন্দি ফেরত আনার মতোই একটি ‘কাঁটা’। মোদির সঙ্গে বৈঠকে ইউনূস নাকি বিষয়টি তুলেছিলেন, কিন্তু মোদি কোনো প্রতিশ্রুতি দেননি। বলেছিলেন, “উনি তো এখন আর আপনার সমস্যা না, উনি আমাদেরও সমস্যা।”

আওয়ামী লীগ ? সেটা এখন ইতিহাস বইয়ের একটি চ্যাপ্টার। কেউ কেউ এখনো বিশ্বাস করতে চায় এই দল ফিরে আসবে, কিন্তু তারা সংখ্যায় এত কম যে ফেসবুকেও এক পোস্টে ২০টা রিঅ্যাকশন পর্যন্ত পায় না। কেউ কেউ আবার ভাবছে দল নিষিদ্ধ হবে, কেউ ভাবছে রেজিস্ট্রেশন বাতিল হবে। কিন্তু সবচেয়ে বড় সত্য হচ্ছে—দলটি এখন ‘লিডারলেস’। আর শেখ হাসিনা, তিনি নেতৃত্ব ছাড়তে রাজি নন, এমনকি নিজের সন্তানকেও না।

নির্বাচনের প্রসঙ্গেও ধোঁয়াশা। নির্বাচন কমিশন এখনো সরকার থেকে সবুজ সংকেত পায়নি। গুছানো নির্বাচনের দাবিতে খসড়া ফাইল পড়ে আছে প্রফেসর ইউনূসের ডেস্কে, ঠিক যেমন করে কোনো পুরোনো পত্রিকায় হাসিনার বক্তৃতা পড়ে থাকে অলস লাইব্রেরিতে।

সব মিলিয়ে, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখন একটি ইতিহাসের রেফারেন্স মাত্র—যেখানে ক্ষমতার পিরামিড ভেঙে পড়ে একাকী একজন মানুষ বাঁচার লড়াই করছেন। তিনি কি ফিরবেন? কেউ জানে না। তবে ইতিহাস একটাই বলছে—ক্ষমতা চিরস্থায়ী নয়, এবং যারা ইতিহাসকে পাত্তা দেয় না, তারা অবশেষে ইতিহাসেই হারিয়ে যায়।

শেখ হাসিনা এখন ইতিহাসের পাতায় এক ক্লান্ত মেহমান। প্রশ্ন শুধু, এই পাতা আবার খোলা হবে কি ? নাকি চিরতরে বন্ধ?

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:২২

যামিনী সুধা বলেছেন:



আওয়ামী লীগের কোর ( মুল অংশ ) অংশ হচ্ছে স্বাধীনতাকামীরা; স্বাধীনতার বিরোধীরা ( বিএনপি, মুসলিম লীগ, হেফাজত ) ও পরাজিত শক্তি (জামাত-শিবির ) যদি টিকে থাকতে পারে, আপনি কিভাবে ভাবছেন যে, আওয়ামী লীগ টিকবে না?

১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪২

সৈয়দ কুতুব বলেছেন: ১- বিএনপি : তারেক রহমান ও খালেদা জিয়া কোনোভাবে মাইনাস হয়ে যায় ভেঙে পড়বে।
২- হেফাজত: টিকে আছে বাংলাদেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার কারণে। শিক্ষা ব্যবস্থা উন্নত হলে এরা টিকে থাকতে পারবে না।
৩- জামাত-শিবির: তাদের টিকে থাকার মূল কারণ আম্লিক-বিম্পির নষ্ট চরিত্রের কারণে।
৪ - আপনার বিশ্বাস কে সম্মান করি। তবে আম্লিক যদি আগের ভারশন নিয়ে রাজনীতি করতে চায় তাদের ফিরে আসা কঠিন। যদি পরিশোধিত হয়ে ফিরে আসে তবুও সময় লাগবে মানুষের মনে জায়গা নিতে।
৫ - স্বাধীনতাকামীরা আম্লিক ভবিষ্যতে সাপোর্ট করে কিনা সন্দেহ আছে। স্বাধীনতা কামীরা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

২| ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩১

আঁধারের যুবরাজ বলেছেন: যামিনী সুধা বলেছেন: আওয়ামী লীগের কোর ( মুল অংশ ) অংশ হচ্ছে স্বাধীনতাকামীরা

- ২/৪ জনের নাম বলেন ভাই ,দেখি কেমন স্বাধীনতাকামী উনারা।

১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: মিলেনিয়াল, জেন-জি এবং আলফা প্রজন্ম আম্লিক কে সাপোর্ট করবে না। এরা হচ্ছে তরুণ ! কোনো রাজনৈতিক দল কামব্যাক করতে হলে তরুণদের উপর নির্ভর করতে হয়। আম্লিকের তরুণরা না পড়াশোনা, না রাজনীতি কোনোটাই ভালো করে করে। এরা পারবে না তরুণ প্রজন্মের মধ্যে সাড়া ফেলতে। সময় অনেক বদলিয়ে গেছে। শিবির যেভাবে তার নেটওয়ার্ক বাড়াইছে আম্লিকের পক্ষে সেটা কঠিন। কারণ তাদেএ তরুণ প্রজন্ম লেখাপড়া করে না।

৩| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০২

যামিনী সুধা বলেছেন:



@আঁধারের যুবরাজ,

স্বাধীনতাকামী গ্রুপ:

(১) মুক্তিযোদ্ধারা ও তাদের উত্তরসুরী
(২) মুক্তিযুদ্ধের সাপোর্ট টাররা, যারা যুদ্ধের মাঝে দেশের স্বাধীনতার জন্য দরকারী সব কাজ কারেছেন।

৪| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:১০

যামিনী সুধা বলেছেন:




সামু শ্লো, নাকি আমার পিসি শ্লো?

১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: সামু স্লো !

৫| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:১৯

আঁধারের যুবরাজ বলেছেন: @যামিনী সুধা

- আপনি আওয়ামীলীগের মূল অংশের লোকদেরকে স্বাধীনতাকামি বলেছেন। আমি সেই মূল অংশের ২/৪ জনের নাম জানতে চেয়েছিলাম। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ৯৯.৯৯ % চোর / ডাকাত। একই কথা অন্যদলের।

সামুর সার্ভারে সমস্যা হচ্ছে ,আপনার পিসি ঠিকই আছে।

৬| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১:৪৬

যামিনী সুধা বলেছেন:



@আঁধারের যুবরাজ,

আওয়ামী লীগের পরিচালকেরা ডাকাতী করেছে, সন্দেহ নেই; কিন্তু জাতির সংস্কৃতির বিপক্ষে যায়নি।

৭| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আলীগ সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার নয়।
তাই তো হাবিজাবি লিখেন।

১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:১৬

সৈয়দ কুতুব বলেছেন: মাঝেমধ্যে হাবিজাবি লেখার দরকার আছে । আম্লিকের অবস্থা খুব করুণ হতে যাচ্ছে সামনে।

৮| ১৯ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:৩৮

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বর্তমান সরকার ও ক্ষমতাধর মহলের একটি অংশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করতে তৎপর। অতি অল্প সময়ের মধ্যেই তারা ঢাকার রাজপথে বাধাহীনভাবে মিছিল করতে সক্ষম হচ্ছে, যার পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে। এটা স্পষ্ট যে, কোনো না কোনো মহল তাদের ফিরে আসাকে সমর্থন করছে।

১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:১৮

সৈয়দ কুতুব বলেছেন: ফিরে আসলেও জাতীয় পার্টির মতো অবস্থা হবে৷ কারণ নেতৃত্বশূণ্য হয়ে গেছে।

৯| ১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:০০

Sulaiman hossain বলেছেন: আমরা নতুন একটি দলকে জনসেবার সুযোগ করে দেই,তারপর দেখি তারা কি করে।জনগনের প্রকৃতই সেবা করে, নাকি সৈরাচার নীতি গ্রহন করে।জনগনের সেবা করতে পারলে ভালো,অন্যথায় জনগন নতুন সেবককেও কানমলা দিয়ে বিতারিত করবে দেশ থেকে।

১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:২০

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে বর্তমানে জনকল্যাণ মূলক রাজনীতি করে এমন দল নেই।

১০| ১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:০৪

Sulaiman hossain বলেছেন: আম্লিক যদি পুনরায় ক্ষমতায় আসতে পারে,তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে

১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:২১

সৈয়দ কুতুব বলেছেন: পারবে না। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

১১| ১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।
আবার হাসিনা আসবেন। হয়তো প্রধানমন্ত্রীও হবেন। এনসিপি, সমন্বয়ক, বৈষম্যবিরোধী এরা পালাবে। অথবা এরা আওয়ামীলীগে জয়েন করবে।

১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৭

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা খুনী !

১২| ১৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:১৭

ধুলো মেঘ বলেছেন: @যামিনী সুধা, আওয়ামী লীগ যদি এতই স্বাধীনতা কামী হয়, তাহলে দুই একজন স্বাধীনতা সংগ্রামীর (মুক্তিযোদ্ধার) নাম বলুন তো দেখি, যারা ৭১ এর আগে আওয়ামী লীগ করত?

এই প্রশ্নের সামনে এসেই আওয়ামী লীগের সো কল্ড স্বাধীনতার ঠিকাদারি ব্যবসা জয় বাংলা হয়ে যায়। উত্তর দিতে গিয়ে ত্যানা পেচানো শুরু করে।

১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: '১৪ সালের পর আম্লিকের সাথে স্বাধীনতাকামীদের বিচ্ছেদ হয়ে গেছে।

১৩| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৫

সোহানী বলেছেন: ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না। তারপর সে নিজেই ইতিহাসের অংশ হয়ে যায়।

আশা করি বাংলাদেশে যেই পরবর্তীতে ক্ষমতায় আসবে সে ভারতমুক্ত, রাহুমুক্ত, ক্ষমতালোভ থেকে মুক্ত হবে।

১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: সবার একই প্রত্যাশা।

১৪| ২০ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:১৯

কামাল১৮ বলেছেন: আপনার বক্তব্য আর শিবিরের বক্তব্যের মধ্যে কোন ফারাক নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.