নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে বাংলাদেশের কি করণীয় ?

২৬ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:১৬


কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বাংলাদেশের নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলিম হওয়ায় এবং ভারত বিদ্বেষী(যৌক্তিক কারণ আছে) হওয়ায় এই ঘটনাকে সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিমদের উপর নির্যাতন থেকে দৃষ্টি সরিয়ে নিতে 'false flag ' অপারেশন মনে করছে। অন্যদিকে বাংলাদেশের সনাতনীরা নরেন্দ্র মোদিকে হিন্দু জাতীয়তাবাদ জাগ্রত করার মহান নেতা হিসাবে দেখে। তারা বিজেপি সরকারের প্রতি যারপরনাই মুগ্ধ ! তাই কাশ্মীর হত্যাকান্ডে বিজেপি সরকারের বয়ান এবং আকশনের উপর পূর্ণ সমর্থন তারা ব্যক্ত করছে। বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ আবেগ দিয়ে চিন্তা করে তারি বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে ব্লগ হচ্ছে দোকানে চায়ের কাপে ঝড় উঠা দেখে ! সাধারণ মানুষ হিসাব করছে কার কত পারমাণবিক আছে, সামরিক শক্তিতে কে কত নাম্বারে আছে ইত্যাদি। পাকিস্তান সিন্ধু নদের পানি ভারত না দিলে রক্ত বন্যা বইয়ে দিতে চায় আর ভারত চায় সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের আন্দার ঘুস্কে মারতে ! এসব নিয়ে বাংলাদেশের মধ্যেও আলোচনা হচ্ছে। আসল কথা হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ করতে কতটা আগ্রহী ? বাংলাদেশের কিছু করার আছে এতে ?

ভারত-পাকিস্তান দুইটাই পারমাণবিক শক্তিধর দেশ। তাদের বড়ো স্কেলে যুদ্ধ বাধার সম্ভাবনা নেই। ভারত সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করবে বলে মনে হচ্ছে না। কারণ তারা পাকিস্তানের সাথে চুক্তি স্থগিত করেছে বাতিল করেনি। অর্থাৎ আলোচনার জায়গা রেখেছে । ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের উপর বিরোধী দলগুলোর চাপ আছে। সর্বদলীয় বৈঠকে সমালোচনা হয়েছে কেন কাশ্মীর থেকে কোনো রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় নি। বিজেপি সরকার গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করে নিয়েছে। ভারত হয়তো পাকিস্তানে একটা ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইক করে জনগণ কে শান্ত করবে। বিজেপি এবং নরেন্দ্রমোদির জনপ্রিয়তা বাড়বে। যারা পূর্বে নরেন্দ্র মোদির সাপোর্টার ছিলো না তারাও সাপোর্ট করা শুরু করবে। হিন্দুত্ববাদের জয়জয়কার হবে। চাপে পড়বে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়। কাশ্মীরে পাহালগাওতে যারা মারা গিয়েছে তারা সবাই সিভিলিয়ান ছিলো। অন্যদিকে ২০১৯ সালে পালওয়ামাতে মারা গিয়েছিল ভারতীয় জওয়ান যাকে সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে দেখা হয়েছিলো। তখন একটা সার্জিক্যাল স্ট্রাইক ব্যতীত আর তেমন পদক্ষেপ নিতে দেখা যায় নি। ভারত যে খুব গরজ করে হামলা করেছিলো এমনটি নয়। জাস্ট উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করবার জন্য এই হামলা করা হয়েছিলো। তারপর এর উপর ভিত্তি করে ভারতে URI নামে একটা ফিলিম হয়েছিলো যা বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পায়। এবারো এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু নেই। ভারত পাকিস্তানের সাথে কোনোভাবেই লার্জ স্কেলে যুদ্ধ করার মতো ঝুকি নেবে না। ব্যবসা- বাণিজ্য, বিনিয়োগের ক্ষতি করে পাকিস্তানের মতো একটা লুজার দেশের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জনগণ কে বিপদের মুখে ফেলবে না এমন পরিবর্তীত বৈশ্বিক পরিস্থিতিতে। তবে তারা ডিপ স্টেটের মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করতে পারে । :)

পাকিস্তান কি যুদ্ধে জড়াবে ? পাকিস্তানের স্বার্থে আঘাত লাগে এমন কিছু ব্যতীত পাকিস্তানের যেচে পড়ে ভারতে হামলা করার কারণ নেই। ভারতের বিপক্ষে যুদ্ধ করার পূর্বে পাকিস্তান তার নিজের জনগণের মুখোমুখি দাড়াতে হবে। রাজনৈতিক নেতারা যতই আস্ফালন করুক দেশের জনগণ যুদ্ধ চায় না। পাকিস্তানের জনগণ সরকার এবং গোয়েন্দা সংস্থার উপর নাখোশ। তাদের নাগরিক অধিকার হরণ করে রেখেছে সরকার ! বিশাল লোনের বোঝা আছে পাকিস্তানের উপর। প্রতিদিন বিভিন্ন স্বশস্ত্র গোষ্ঠীর মধ্যে হামলায় বেসামরিক লোক মারা যাচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পাঞ্জাবে শত শত তরুণদের গুম করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায়। পাকিস্তানের সরকার নিজের দেশের লোকের বিরুদ্ধে অস্ত্র ধরে জোর করে ক্ষমতায় আছে তারা নিশ্চয়ই আগ বাড়িয়ে ভারতের সাথে যুদ্ধ করবে না। ভারত যদি শক্ত কোনো পদক্ষেপ নেয় কেবল তখনই যুদ্ধ করার মোটিভ পাওয়া যাবে।

বাংলাদেশের কি করণীয় আছে ? বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের কাশ্মীরে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। যে কোনো সন্ত্রাসবাদের বিপক্ষে সরকারের অবস্থান তা পুনরায় ব্যক্ত করেছে। ভারত-পাকিস্তান অসন্তুষ্ট হয় এমন কোনো বক্তব্য সরকারের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে আসা উচিত হবে না। যেহেতু ভারতে যারা হামলা করেছে তারা 'নন-স্টেট আ্যাক্টর' গ্রুপ যাদের বিরুদ্ধে সারাবিশ্বে সমালোচনা আছে বাংলাদেশ সেক্ষেত্রে এই 'নন-স্টেট আ্যাক্টর' গ্রুপের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান দেশের অভ্যন্তরে ধরে রাখতে পারলে চিন্তার কোনো কারণ নেই।

বাংলাদেশের জনগণের আবেগ নিয়ে খেলা করছে সোশ্যাল মিডিয়ার কিছু বুদ্ধিজীবী। তাদের বক্তব্য শুনে-পড়ে আমরা হিসাব কষছি ভারত আমাদের বিরুদ্ধে কি কি করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-ভারত সমস্যা আর পাকিস্তান-ভারত সমস্যা এক বিষয় নয়। কিন্তু আজকাল দেখা যাচ্ছে অনেকে পাকিস্তানের সমস্যার সাথে বাংলাদেশের সমস্যা জুড়ে দিতে চাচ্ছেন। তারা মনে হয় ১৯৭১ সাল পূর্বের জামানায় বসবাস করেন। :>




মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫২

নতুন বলেছেন: এই রকমের ঘটনাগুলিকে আমি রাজনিতিকদের একটা চাল মনে করি যার নাম দিয়েছি।

how to keep monkeys busy

কিছু রাজনিতিক মিলে সিদ্ধান্ত নিলো কাস্মিরে কিছু পর্যটক হত্যা করলো।

ভারত পাকিস্তানে ঝামেলা শুরু হলো। হিন্দু মুসলমানের মাঝে ঝামেলা শুরু হলো।

তাদের কার্ড যে কার্যকর সেটা বোঝা গেলো।

মানুষ কেন রাজনিতিকদের চাল বোঝেনা এবং নিজেদের মাঝে ঝামেলা বাধায়।

ব্লগে স্যার এতোদিন কান্নাকাটি করেছে তার বাড়ীর সামনে প্রতিবেশিরা রাস্তা বন্ধ করেছে, ইট , বালি, কাঠ রেখে রাস্তা দখল করেছে বলে তার কস্ট হয়েছে।

আজ তিনি ভারতকে বুদ্ধি দিচ্ছেন পানি বন্ধ করে কিভাবে পাকিস্তানীদের সায়াস্থা করা যায়। =p~

এই গুলিকে কি বলে বলেন???

২৬ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: দোগলা আদমি বলে এদের কে !

২| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১১

যামিনী সুধা বলেছেন:



@নতুন,

আপনি যাকে স্যার বলেছেন, তিনি যদি ভারতের কোন সংস্হার সাথে কোনভাবে যুক্ত থাকতেন, তিনি ব্লগে এসব পাগলামী করতেন? আপনার ভাবনাশক্তি বেদুইনদের মতো কয়েকটা খেজুর গাছ ও উটের মাঝে আটকা পড়েছে মনে হয়। ব্লগিং'এর নামে আপনিও উট বিক্রয় করছেন।

৩| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৫

যামিনী সুধা বলেছেন:



পাকিস্তানকে ধ্বংস করেছে আমেরিকা, আইয়ুবের দ্বারা ক্যু করায়ে; এখনো আমেরিকান কুটনীতিবিদরা পাকি মিলিটারীকে মিশরের সেনাবাহিনীর মতো ভালোবাসে। পাকিদের জীবন এভাবেই চলছে। তবে, আমেরিকা এটমবোমা ব্যবহার করতে দিবে না, ভারত এখন আমেরিকার বিজনসে পার্টনার, পাকিস্তানের সাথে আমেরিকার খাতির আছে, ব্যবসা নেই।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০

সৈয়দ কুতুব বলেছেন: আমি গতকাল একটা পোস্ট পড়ে ব্লগে খুব অবাক হয়েছি। ভারত-পাকিস্তান সমস্যার কারণে বাংলাদেশ-ভারত নাকি আরাকানে প্রক্সি যুদ্ধ করতে পারে। আমি কোনোভাবেই এই সমীকরণ মেলাতে পারছি না। :(

৪| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২১

যামিনী সুধা বলেছেন:


ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধ হবে না; ভারত এখন বড় বড় ব্যবসায়ীদের হাতে, ওরা যুদ্ধ-বিরোধী।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: কোনো যুদ্ধ হব্র না। মাঝখান দিয়ে বাংলাদেশের সোশ্যাল ইনফ্লুয়েন্সার দের ইনকাম ভালো হবে।

৫| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪০

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ থেকে কিছু আবাল মুজাহিদ হয়ে পাইক্কাদের পক্ষে যুদ্ধ যেয়ে বাংলাদেশের বোঝা কমাবে।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: মনে হয় না যাবে। ওয়াজ করে ভালো ইনকাম ইউটিউব থেকে :P

৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৬

নতুন বলেছেন: যামিনী সুধা বলেছেন: @নতুন,

আপনি যাকে স্যার বলেছেন, তিনি যদি ভারতের কোন সংস্হার সাথে কোনভাবে যুক্ত থাকতেন, তিনি ব্লগে এসব পাগলামী করতেন? আপনার ভাবনাশক্তি বেদুইনদের মতো কয়েকটা খেজুর গাছ ও উটের মাঝে আটকা পড়েছে মনে হয়। ব্লগিং'এর নামে আপনিও উট বিক্রয় করছেন।

আপনি আমার কমেন্ট বুঝতে না পরলে বলেন। আমি বাংলায় বলছি।

রাজিনতিকরা বিভিন্ন চালে জনগনকে ব্যস্ত রাখে। স্যারও তেমনি আনন্দে নাচতেছেন।

আর আপনি ও মানুষে ব্যক্তি আকমন করা বন্ধ করছেন না।

৭| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৯

রিফাত হোসেন বলেছেন: সিন্ধু নদ একটি বিশাল নদী এবং মে থেকে সেপ্টেম্বর মাসে বরফ গলার কারণে এটি বিপুল পরিমাণ জল ধারণ করে। এই বিশাল জলপ্রবাহকে সম্পূর্ণরূপে আটকানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো বর্তমানে ভারতের নেই।
ভূ-প্রাকৃতিক চ্যালেঞ্জ: সিন্ধু নদের উজানে পার্বত্য এলাকা এবং জটিল ভূ-প্রকৃতির কারণে বড় আকারের জলাধার নির্মাণ করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল।

বর্তমানে ভারতের পক্ষে সিন্ধু নদের পানি সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব নয়, উজানে অবস্থানের কারণে এবং চুক্তি স্থগিতের প্রেক্ষাপটে, ভারত ভবিষ্যতে কৌশলগত পদক্ষেপের মাধ্যমে পানির প্রবাহের উপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে। তবে, এর ফলে আঞ্চলিক ভূ-রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের শুষ্ক মৌসুমে সমস্যা হবে এতে সন্দেহ নাই কিন্তু ভারত total cutoff করতে পারবে না।

যুদ্ধ নিয়ে উত্তর আপনি দিয়ে দিয়েছেন। ভারত-পাকিস্তান দুইটাই পারমাণবিক শক্তিধর দেশ। তাদের বড়ো স্কেলে যুদ্ধ বাধার সম্ভাবনা নেই। এদের মধ্যে এমন ছোটখাটো যুদ্ধ আগে থেকেই করার অভিজ্ঞতা আছে।

বাংলাদেশের বুঝেশুনে চলতে হবে, এতটুকুই।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৩

সৈয়দ কুতুব বলেছেন: আমরা ছবির ছোট মেয়েটা B-))

৮| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৩

যামিনী সুধা বলেছেন:



লেখক বলেছেন: আমি গতকাল একটা পোস্ট পড়ে ব্লগে খুব অবাক হয়েছি। ভারত-পাকিস্তান সমস্যার কারণে বাংলাদেশ-ভারত নাকি আরাকানে প্রক্সি যুদ্ধ করতে পারে। আমি কোনোভাবেই এই সমীকরণ মেলাতে পারছি না।

-আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন? সায়েন্স না'পড়লে সমীকরণ পারার কথা নয়। গার্বেজ পড়লে উহা নিয়ে ভাবার কিছু নেই।




২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৭

সৈয়দ কুতুব বলেছেন: B:-)

৯| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৭

যামিনী সুধা বলেছেন:


@নতুন,

আমার কমেন্ট পড়ে, আপনি ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছেন? আপনি কি ঠুনকো কাঁচের তৈরি? আপনি নাকি হোটেলে অনেক ধরণের মেহমান হ্যান্ডলিং করেন, সামান্য কমেন্টে আহ্ত হয়ে যান? একটু শক্ত হোন। উট পানি পান না করেও অনেকদিন থাকতে পারে।

১০| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৮

যামিনী সুধা বলেছেন:



@নতুন,

আপনার ভাগিনাকে এনসিপি'তে নাম লিখতে বলেছেন?

১১| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৩৪

মেঠোপথ২৩ বলেছেন: পাক- ভারত উত্তেজনায় বাংলাদেশের নাক গলানোর কোন দরকার নাই। সরকার গলাচ্ছেও না। তবে প্রেসক্লাবে দেখলাম হুজুরদের বিশাল সমাবেশ হয়েছে ফিলিস্তিনিদের জন্য!! এইসব অতি আবেগীয় বাড়াবাড়ি অবিলম্বে বন্ধ করা দরকার। ফিলিস্তিনিদের এতে কোন উপকারতো হবেই না , বরং বহির্বিশ্বে আমাদের দেশ সম্পর্কে ভিন্ন বার্তা যেতে পারে। সরকারের এখন সভা সমাবেশের বিষয়ে কঠিন অবস্থানে যেতে হবে।

ভারতীয় মিডিয়া দেখলাম খুব উস্কানিমুলক বক্তব্য দিচ্ছে যে, কাশ্মীর হামলায় বাংলাদেশের হাত রয়েছে !! এই সব উস্কানিমুলক বক্তব্যের কঠিন প্রতিবাদ করতে হবে পররাস্ট্র উপদেষ্টার। ডক্টর ইউনুস না বললে , নিজে থেকে একটা কাজও করে না অপদার্থ উপদেষ্টাগুলো।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪১

সৈয়দ কুতুব বলেছেন: ভারত নেক্সট মুভির ডাইরেক্টর পেয়ে গেছে সামু থেকে। নিপুণ কথনের চেয়ে উপযুক্ত ব্যক্তি ভারতের কোনো ডাইরেক্টর হতে পারে না। :P

১২| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪১

যামিনী সুধা বলেছেন:


@মেঠোপথ২৩ ,

এই খারাপ সময় বাংলাদেশে আপনার উপস্হিতির দরকার, উপদেষ্টাদের জন্য ১ জন জ্ঞানী এডভাইজার দরকার।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: তিনি আসিফ নজরুল থেকে ভালো করবেন। আসিফ নজরুল বেফাঁস মন্তব্য করে আবার তা সরিয়ে ফেলেছে। তিনি যে সরকারের অংশ ভুলে গিয়েছিলেন। :)

১৩| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ওদের যুদ্ধতো লেগেই আছে সব সময়। কথায়, খেলায়, সিনেমায় আর বর্ডারে।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: যুদ্ধ-যুদ্ধ খেলা তারা জিইয়ে রাখে নিজেদের জাতীয়বাদ অক্ষুণ্ণ রাখতে।

১৪| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩

যামিনী সুধা বলেছেন:



মেঠোপথ২৩ যতদিন ব্লগে আছেন, সব সময় চেয়ে আসছিলেন, মিলিটারী যেন দেশে ক্যু করে! দেখছেন, কিভাবে ক্যু হয়ে গেলো? ইনার বাণী নবীদের মতো।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৩

সৈয়দ কুতুব বলেছেন: তিনি চেয়েছিলেন শেখ হাসিনা থেকে ক্ষমতা মিলিটারি নিয়ে নিতে। তিনি কখনোই বিএনপি কে যোগ্য দল মনে করেন না। :(

১৫| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৩

ইফতি সৌরভ বলেছেন: তো যুদ্ধটা কবে হতে পারে ? বাজার কি আগেই করে রাখব, না যুদ্ধ শেষে? মোদীর ভাবমূর্তি যদিও পুনরুদ্ধার হয়েছে তবুও বাকিটা কি আসলেই ময়দানে হবে না বরাবরের মতোই মিডিয়ায় ও মুভিতে? কি মনে হয়?

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ কুতুব বলেছেন: নতুন ছবির জন্য সব প্রস্তুতি সম্পন্ন। ডাইরেক্টর খুজে পাওয়া গেছে সামু থেকে(নিপুণ কথন) । অভিনেতা হচ্ছেন আমীর হামজা এবং রাশ্মিকা মান্দানা। B-)

১৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৫

যামিনী সুধা বলেছেন:



লেখক বলেছেন: তিনি চেয়েছিলেন শেখ হাসিনা থেকে ক্ষমতা মিলিটারি নিয়ে নিতে। তিনি কখনোই বিএনপি কে যোগ্য দল মনে করেন না।

-তা'হলে বিএনপি শেষ।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২০

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির জন্য অশনিসংকেত।

১৭| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৭

নতুন নকিব বলেছেন:



ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে না। উভয় পক্ষই অনেকটা "মুখেন মারিতং জগত"।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২২

সৈয়দ কুতুব বলেছেন: তাদের অবস্থা সুন্দর ভাবে বর্ণনা করেছেন৷

১৮| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: মানুষের চোখ ভিন্ন দিকে ঘুরাতে প্রাচীন আমল থেকে খেলাধূলাকে ব্যবহার করা হতো। আর এখন খুন-খারাবি-সন্ত্রসী আক্রমন ব্যবহার করা হচ্ছে। বিষয়টা ভয়ংকর।

২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪২

সৈয়দ কুতুব বলেছেন: আসলেই ভয়ংকর !

১৯| ২৬ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৮

যামিনী সুধা বলেছেন:



@ঋণাত্মক শূণ্য ,

বাংগালী জ্ঞানী, গুণী, সব ধরণের পুরুষেরা এখন আরবে অবস্হান করছেন; মহিলারা রাতে তারা গোনে।

২০| ২৬ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১০

মেঠোপথ২৩ বলেছেন: @ যামিনী সুধা, আফসোস চোখে সমস্যা না থাকলে জুলাই এর ছাত্র জনতার অবিস্মরনীয় আন্দোলন দেখার সুযোগ পাইতেন। কানেও হয়ত কম শুনেন , খালি মনে হয় ক্যূ ক্যূ শোনেন।

২১| ২৬ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

কাঁউটাল বলেছেন: গত ৫ বছরের মধ্যে আফগান এবং বাংলায় উপর্যুপরি পোংগা খাওয়া, শিখ ইস্যুতে "র" ব্লাক লিষ্টেড হওয়া, সেভেন সিস্টার হাত ছাড়া হওয়ার ভয়ভ (কুকি চিন, বার্মা এ্যক্ট গ্রেইট গেম), আমেরিকার কাছে ইউনুসের নামে বিচার না পাওয়া। সব মিলিয়ে মুদি সরকার এখন রাগে অন্ধ হয়ে ওয়াকফ আইনের নামে নিজ দেশের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার পাশাপাশি ফলস ফ্লাগ অজুহাত তুলে পাকিস্তানের পানি আটকে নিজেদের বীরত্ব জাহির করতে চাইছে। এইখানেও ইনশাআল্লাহ সফল হতে পারবে না।

ইতিহাস কখনো জালেমদের পক্ষে লেখা হয় না।

২৬ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার ইচ্ছা পূর্ণ হোক৷

২২| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৬

কামাল১৮ বলেছেন: ভারত বিরোধিতার দুই একটা যৌক্তিক কারন শুনি।এটা ঠিক আছে ওরা হিন্দু আমরা মুসলমান।ইসলামের ধর্মগ্রন্থে অন্য ধর্মের লোকদের হেয় করে হাজার হাজার কথা বলা আছে।হিন্দুর ধর্মগ্রন্থে আছে কিনা আমার জানা নাই।না থাকার অবশ্য কারণ আছে।হিন্দুদের ধর্মগন্থ রচিত হয় ইসলাম ধর্মের অনেক আগে।

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১৮

সৈয়দ কুতুব বলেছেন: ২০১৪ সালে ভারতের প্রত্যক্ষ মদদে এরশাদ কে চাপ দিয়ে বিরোধী দল করা হয়েছিলো। ভারতের শীর্ষ পর্যায়ের লোক বাংলাদেশে এসেছিলো। এরকম নগ্ন হস্তক্ষেপ দেশের জন্য মারাত্মক ক্ষতি বয়ে এনেছে। তবে আমি ভারতের পাশাপাশি পশ্চিমা বিশ্ব, চীন ও রাশিয়াকেও দায়ী করি। সবাই মিলে একটা ফ্রাংকেনস্টাইন তৈরিতে মদদ দিয়েছিলো। পশ্চিমা বিশ্ব যতই ভালো সাজুক এখন ১৪ সালে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

বাংলাদেশের মুসলমানদের মধ্যে ওয়াকফ আইন, ভারতে মুসলিম নির্যাতন নিয়ে ক্ষোভ আছে।

২৩| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৯

নাহল তরকারি বলেছেন: হিন্দুরা মুসলিমদের পছন্দ করে না।

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১৯

সৈয়দ কুতুব বলেছেন: মুসলিম রা বাকি ধর্মের মানুষ কে খুব পছন্দ করে?

২৪| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২৭

যামিনী সুধা বলেছেন:



না'হল তরকারীকে তো উনার শ্বশুর বাড়ীর লোকেরাও পছন্দ করে না; ১ কলম লিখতে পারে না, কিন্তু ঠিকই সাম্প্রদায়িক।

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার নাহল তরিকারিকে নিয়ে ধারণা নেই। উনার পোস্ট ১০০০+ ভিউ হয়। অবিশ্বাস্য ব্যাপার !

২৫| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩০

যামিনী সুধা বলেছেন:



আপনাকে প্রশ্ন:

ভারতে থেকে কত পরিমাণ মুসলামন এসেছে বাংলাদেশে, আর কত পরিমাণ হিন্দু চলে গেছে ভারতে?

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: হিন্দু অনেক চলে গেছে। ৭১ এর পর থেকে আনুমানিক ৭০-৮০ লাখ তো হবেই। ভারত থেকে মুসলমান রা বাংলাদেশে কেন আসবে ? সে দেশে সুযোগ সুবিধা বেশি, পড়াশোনার মান ভালো। কিন্তু দিন দিন সমাজে তাদের অবস্থান নাজুক হচ্ছে ভারতে।

২৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৫

কামাল১৮ বলেছেন: এরা কি দুধের শিশু যে ভারত চাপ দিলো আর তার কথা মানবে।এদের নিজেদের স্বার্থ ছিলো।সে সব জানতে হলে আরো গভীরে যেতে হবে।
ওয়াকফ আইন সম্পর্কে আমি ভালো জানি না।আপনি জানলে বলুন আমি খন্ডন করতে চেষ্টা করবো।আমি ভারত সরকারের পক্ষে বলবো।সেটা সংসদে আলোচনা করে পাশ হয়েছে।ইউটিউবে খুঁজলে আলোচনা পাওয়া যাবে।বড় বড় মুসলিম নেতা আছে সংসদে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.