নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনূস যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন: সেভেন সিস্টার্স দখল করতে বলেননি !

০২ রা মে, ২০২৫ রাত ৮:৩২


পাকিস্তান-ভারতের এক্স মিলিটারি কর্মকর্তারা জোশে অনেক কথাই বলে থাকেন তাদের জনগণকে আলী বুঝ দেয়ার জন্য। ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে হামলার বিষয়ে ভারতের সেনাবাহিনীর সিদ্ধান্তকে চূড়ান্ত বলে জানিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকেও আগ বাড়িয়ে ভারতের সাথে যুদ্ধ করার আগ্রহ দেখা যাচ্ছে না। পাকিস্তান নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়েছে যা প্রশংসার দাবিদার। সব কিছু যখন আস্তে আস্তে শান্ত হতে শুরু করেছে তখন বাংলাদেশের এক্স বিডিআর মহাপরিচালকের ফেইসবুকে বেফাঁস মন্তব্যের জেরে নেট দুনিয়া তোলপাড়। তাঁর নাম জেনারেল ফজলুর রহমান। তিনি বর্তমানে বিডিআর হত্যা তদন্ত কমিশনের প্রধান। ফজলুর রহমান ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে ভারতের সেভেন সিস্টার্স দখলের জন্য বাংলাদেশের মিলিটারিকে চীনের সহায়তা নিতে পরামর্শ দিয়েছেন। এক্স মিলিটারি জেনারেল খুব সম্ভবত ড. ইউনূসের যুদ্ধের প্রস্তুতি নেয়ার বক্তব্য সঠিক ভাবে বুঝতে পারেন নাই। কিন্তু কে এই ফজলুর রহমান ?

জেনারেল ফজলুর রহমান এক্স বিডিআর মহাপরিচালক ছিলেন। সে সময় তার অনেক বীরত্বের কথা আজো মানুষের মধ্যে আশা জাগায়। বিগত ১৫/১৬ বছর ধরে ভারতের এক প্রকার করদ রাজ্যে পরিণত হচ্ছিল বাংলাদেশ। বাংলাদেশের জুতা সেলাই থেকে চন্ডীপাঠ কে করবে, কখন করবে সব প্রেস্ক্রিপশন আসতো দিল্লী থেকে। তখন বাংলাদেশের মানুষ ফিরে যেত অতীতে যখন সীমান্তে বাংলাদেশ ভারত/ মায়ানমার কে চোখে চোখ রেখে জবাব দিতো। জেনারেল ফজলুর রহমান যখন দায়িত্বে ছিলেন তখন মিয়ানমারের সাথে নাফ যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছিলো। ভারতের থেকে পাদুয়া অংশ বাংলাদেশ ফেরত আনে। ভারতের কুড়িগ্রামে রোমারি ক্যাম্পে ভারত-বাংলাদেশ সংঘর্ষ হয় যেখানে ভারতের গজব বেইজ্জতি হয়।

জেনারেল ফজলুর রহমান বর্তমানে বিডিআর হত্যা তদন্ত কমিশনের প্রধান। বাংলাদেশের বিডিআর হত্যার পিছনে ভারতের যোগসাজশ নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে কানাঘুষা আছে ঠিক তেমনই যারা মারা গিয়েছেন তাদের আত্নীয় স্বজন বিভিন্ন সাক্ষাৎকারে দাবী করেছে তারা হিন্দি ভাষায় কথা বলছেন এমন লোকের আওয়াজ পেয়েছেন। পিলখানা হত্যায় বাংলাদেশের ৫৭ জন অফিসার একসাথে মারা যায় যা খুবই বিরল ঘটনা। সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার জন্য এই হত্যাকান্ড চালানো হয়েছে বলে অভিযোগ আছে। ইন্টেরিম সরকার সেজন্য তদন্ত কমিশন গঠন করেছে যার প্রধান হিসাবে আছেন ফজলুর রহমান। বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ মনে করে সঠিক ভাবে তদন্ত করলে তৃতীয় কোন পক্ষের( ভারত) নাম বের হয়ে আসতে পারে। এমতাবস্তায় তদন্ত কমিশনের প্রধান যদি এমন ফাউল আলাপ করেন সেটা উদ্বেগজনক।

জেনারেল ফজলুর রহমান একজন এক্স মিলিটারি হয়ে কিভাবে এসব ভাবতে পারেন তা বোধগম্য নয়। ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে তাহলে এ পাড়ের সীমান্ত অরিক্ষিত থাকবে কেন এমন ভাবছেন একজন মিলিটারি ? তাঁর কি বুদ্ধি লোপ পেয়েছে না আবেগে গা ভাসাতে চাইছেন ? এক্স মহাপরিচালকের এমন মন্তব্য একটা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকা অবস্থায় খুবই দুঃখজনক। পুরো তদন্ত প্রক্রিয়া বায়াসড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তদন্ত কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রধান উপদেষ্টার যুদ্ধের প্রস্তুতি নেয়ার বক্তব্য যারা মিস ইন্টারপ্রিটেশান করছে তাদের জন্য এক বালতি সমবেদনা। ড. ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন তিনি শান্তির দূত এবং যুদ্ধ বিরোধী। এক্স বিডিআরের বক্তব্য নিয়ে সরকারের পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে। ফজলুর রহমানের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এবং সরকার এসব বক্তব্য সমর্থন করে না। কিন্তু শুধু ব্যাখ্যা দেয়া যথেষ্ট নয়। যদি একটা ক্রেডিবিলিটি তৈরি করতে চায় বিডিআর হত্যার তদন্ত কমিশন তবে ফজলুর রহমান কে অব্যহতি দেয়ার বিকল্প নেই। জেনে রাখা ভালো, অন্য কোনো দেশের সার্বভৌমত্ব আছে এমন কোনো অংশ যদি কেউ দখল করতে হুমকি দেয় উহা যুদ্ধ ঘোষণা করার শামিল। কিন্তু আমাদের এক্স মিলিটারি অফিসার প্রাচীন শিক্ষা ভুলে গিয়েছেন বলে মনে হচ্ছে। উহার সঠিক মানসিক ট্রিটমেন্ট প্রয়োজন !

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৫ রাত ৯:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাবেক সেনা কর্মকর্তা দায়িত্বহীন মন্তব্য করেছেন।

০২ রা মে, ২০২৫ রাত ৯:২৩

সৈয়দ কুতুব বলেছেন: উনার মানসিক সুস্থতা নিয়ে সন্দিহান আছে।

২| ০২ রা মে, ২০২৫ রাত ৯:৫৫

আদিত্য ০১ বলেছেন: এইটাও ইন্টারিম সরকারের পক্ষ থেকে একে দিয়ে বলানো হয়েছে, এইগুলা স্ক্রিপ্টেট। ইউনুস তো আগেই বলে দিছে সে আন্তর্জাতিক খেলোয়াড় আর কয়দিন আগে কইছেই যুদ্ধে প্রস্তুতি নিতে। আবার আরেক উপদেস্টা যিনি পালনবাদি, উনিও ফেসবুকে পোস্ট দিছিলেন যে বাংলাদেশে মানচিত্র বাড়িয়ে ভারতে কিছু রাজ্য দখল করে। আপনার কি মনে হয় এই ব্যক্তি নিজের বুদ্ধিতে পোস্ট দিছে, মোটেও না। বরং সরকার উচ্চমহল দেওয়াইছে, কারন সরকার পাকিস্তানপন্থি, পাকিস্তানের শক্তির সাথে যোগ হয়ে যদি আন্তর্জাতিক ভাবে খেলা যায়, তাইলে ইউনুস আজীবন সরকার প্রধান হইয়ে থাকবে পারলে তাকে মমি করে রাখবে যমুনাতে।
সরকারে পক্ষ থেকে যে বিবৃত এইটা আগে থেকেই স্ক্রিপ্টেট। এই ব্যক্তির মগজ ঠিকই আছে, সেভেন সিস্টার দখল করার জন্য ২০২৪ এর আগস্ট থেকেই পারলে যুদ্ধে চলে যায়, এই ব্লগেই যুদ্ধে ধামামা বাজাই দিছিলো।

০২ রা মে, ২০২৫ রাত ১০:০১

সৈয়দ কুতুব বলেছেন: আরে ধূর কিছুই হবে না।

৩| ০২ রা মে, ২০২৫ রাত ৯:৫৭

কামাল১৮ বলেছেন: এই পাঠা আবার কোথাথেকে আবির্ভুত হলো।আগে পার্বত্য চট্টগ্রাম বাঁচান।

০২ রা মে, ২০২৫ রাত ১০:০১

সৈয়দ কুতুব বলেছেন: আপনিও তো উনার মতোই বলছেন ! :)

৪| ০২ রা মে, ২০২৫ রাত ১০:০৯

যামিনী সুধা বলেছেন:



এসব পাখীমারা জেনারেলদের ফ্রি হজ্ব করতে দেয়া উচিত ড: ইউনুসের।

০২ রা মে, ২০২৫ রাত ১০:৫২

সৈয়দ কুতুব বলেছেন: মুক্তিবাহিনীর সদস্য ছিলো বলে ? মুক্তিযোদ্ধা !

৫| ০২ রা মে, ২০২৫ রাত ১০:১১

যামিনী সুধা বলেছেন:



উনার ছবি দেখতে ১৯৭১ সালের শান্তিকমিটির সভাপতিদের মতো।

০২ রা মে, ২০২৫ রাত ১০:৫২

সৈয়দ কুতুব বলেছেন: একজন মুক্তিযোদ্ধা কে এভাবে বলা ঠিক নয়।

৬| ০২ রা মে, ২০২৫ রাত ১০:১২

যামিনী সুধা বলেছেন:



এসব মগজহীনদের আমেরিকা সব সময় ক্রয় করেছে ২ ডলার দিয়ে।

০২ রা মে, ২০২৫ রাত ১০:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: জয় আমেরিকার জয় !

৭| ০২ রা মে, ২০২৫ রাত ১০:১৩

যামিনী সুধা বলেছেন:



এই ইডিয়ট থেকে ১ জন সিপাহীও বেশী জ্ঞান রাখে।

০২ রা মে, ২০২৫ রাত ১০:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: তিনি ইডিয়ট নন। বুড়া পে স্যাটাক গায়া !

৮| ০২ রা মে, ২০২৫ রাত ১০:৫৬

যামিনী সুধা বলেছেন:



ইহার চেহারা রাজাকারদের মতো; কোন মুক্তিযোদ্ধা এত বড় ইডিয়ট হতে পারে না।

০২ রা মে, ২০২৫ রাত ১১:০০

সৈয়দ কুতুব বলেছেন: আ ল ম ফজলুর রহমান মুক্তিবাহিনীর সদস্য ছিলেন এবং মুক্তিযোদ্ধা। তিনি পীরদিওয়ায় মুক্তিবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ লাভ করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ! #:-S

৯| ০২ রা মে, ২০২৫ রাত ১১:১৭

আঁধারের যুবরাজ বলেছেন: যামিনী সুধা বলেছেন: ইহার চেহারা রাজাকারদের মতো; কোন মুক্তিযোদ্ধা এত বড় ইডিয়ট হতে পারে না।

- আওয়ামীলীগ যারা করে না তারা সবাই রাজাকার !

০২ রা মে, ২০২৫ রাত ১১:২২

সৈয়দ কুতুব বলেছেন: =p~

১০| ০২ রা মে, ২০২৫ রাত ১১:৩১

আঁধারের যুবরাজ বলেছেন: @সৈয়দ কুতুব শেখ হাসিনা পালানোর পর থেকে গাজীভাই যে পরিমান "সুদখোর " বলে ব্লগ ভরে ফেলেছেন ,এই পরিমান আল্লাহ'র নাম নিলে উনি সত্যিকারের কুতুব বা আল্লাহ'র অলি হয়ে যেতেন !

০৩ রা মে, ২০২৫ রাত ১২:২৩

সৈয়দ কুতুব বলেছেন: হক মাওলা !

১১| ০২ রা মে, ২০২৫ রাত ১১:৪৪

আঁধারের যুবরাজ বলেছেন: জেনারেল ফজলুর রহমানের উচিত নিজে থেকে পদত্যাগ করা। অথবা সরকারের উচিত উনাকে দ্রুত উনার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। উনি যে বক্তব্য দিয়েছেন খুবই বিপদজনক এবং অযৌক্তিক। বিশেষ করে বর্তমানে যে অবস্থায় দেশ রয়েছে ,এই ধরণের কথাবার্তা দেশের জন্য ক্ষতিকর।

০৩ রা মে, ২০২৫ রাত ১২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: এক্স,জেনারেল ভারত-পাকিস্তান- বাংলাদেশ একই গোয়ালের গুরু ! তারা জনগণ কে উত্তেজিত করে তুলে অযথা।

১২| ০৩ রা মে, ২০২৫ রাত ১২:০৩

কিরকুট বলেছেন: মগজহীন

০৩ রা মে, ২০২৫ রাত ১২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: মানসিক ভাবে সুস্থ কিনা চেক করা দরকার।

১৩| ০৩ রা মে, ২০২৫ সকাল ৭:০৫

কামাল১৮ বলেছেন: আমি না চাইলেও আমার বক্তব্য সত্যে পরিণত হবে।কারণ আমি তথ্য প্রমান বিশ্লেষণ করে লিখি।কিছুদিন পর মিলিয়ে নিবেন।মানবিক করিডোর এমনি এমনি নেয় নাই।ভারতের সহযোগিত্য় ইসরায়েল আসবে আর ইউনুসের সহযোগিতায় আমেরিকা আসবে।গঠিত হবে ইহুদি ও খৃষ্টানদের জন্য রাষ্ট্র।মিয়ানমার ভারত ও বাংলাদেশের কিছু ভুমি নিয়ে গঠিত হবে এই রাষ্ট্র।

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:১৭

সৈয়দ কুতুব বলেছেন: এসব কথা ভিত্তিহীন।

১৪| ০৩ রা মে, ২০২৫ সকাল ৮:৪৭

যামিনী সুধা বলেছেন:



@কামাল১৮,

আপনি বলছেন, যেই রাষ্ট্র হবে, সেখানে ইহুদীও থাকবে; এই এলাকায় ইহুদী কোথা থেকে আসবে? ভারতের ভুমিতে কেহ হাত দিতে পারবে না।

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:১৭

সৈয়দ কুতুব বলেছেন: সেটাই।

১৫| ০৩ রা মে, ২০২৫ সকাল ৮:৫০

আমি নই বলেছেন: @কামাল১৮, সাউথ এশিয়ায় ইহুদি কই পাইলেন? নাকি ইস্রাল থেকে রপ্তানী হবে বাংলাদেশকে গাজা বানানোর জন্য?

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:১৮

সৈয়দ কুতুব বলেছেন: উহার অবস্থা এক্স মিলিটারির মতো।

১৬| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: ইউনুস ডেঞ্জারাস। সে জাতির বিরাট ক্ষতি করবে।

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:১৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার নেত্রীর চেয়ে কেহ ডেঞ্জারাস নহে।

১৭| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৩৪

বাকপ্রবাস বলেছেন: এসব বলে সবকিছু লেজেগোবরে করা উচিত নয়, এসব দায়িত্বে থেকে এসব দায়িত্বহীন কথা কিভাবে বলে আমার বুঝা আসেনা

০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: যত বড়ো মুখ নয় তত বড়ো কথা এসব লোকজনের!

১৮| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৫৯

কামাল১৮ বলেছেন: দুই হাজার সাতশ বছর আগে আসারিয়রা যখন ইহুদিদের অঞ্চল দখল করে নেয় তখন সেই অঞ্চলে বসবাসরত ইহুদিদের অকটি গোত্র চলে আসে বর্তমান ভারতের মিজোরাম ও মনিপুর অঞ্চলের দিকে।বর্তমান ইহুদিরা তাদের খুঁজে বের করে এবং তাদের জন্য চিন্তা করে।এই ভাবে তারা খুঁজে পায় তাদের পুর্ব পুরুষদের।
পৃথিবীর সমস্ত মানুষের পূর্ব পুরুষ যেমন আফ্রিকা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পরে এটা যেমন সত্য এই ইহুদিদের ঘটনাও তেমন সত্য।মানা না মানা আপনার জ্ঞানের পরিধির উপর নির্ভর করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.