নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

স্যাটায়ার পোস্ট : " মুজিব " ছবিতে অভিনয় করেও জায়েদ খান যে কারণে বেঁচে যেতে পারেন !

১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০১


ইন্টেরিম সরকার দেশ ব্যাপী মারাত্মক সংস্কার শুরু করেছে। সে সংস্কারের অংশ হিসাবে ' মুজিব : একটি জাতির রূপকার ' ছবির সাথে সম্পৃক্ত লোকজনকে সাইজ করতে মাঠে নেমেছে পুলিশ। তারই অংশ হিসাবে গতকাল মুজিব ছবিতে অভিনয় করা কুখ্যাত ক্রিমিনাল, হলি আর্টিজান হামলার নীল নকশাকারী, হানি ট্রাপে ফেলে আসিফ স্যার এবং উনার স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টিকারী নারী নুসরাত ফারিয়া কে বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। উহার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে বাকি সব ক্রিমিনাল কে গ্রেফতার করা হবে !

নায়িকা নুসরাত ফারিয়া কে গ্রেফতারের পর নেক্সট টারগেট হিসাবে সামনে যাদের নাম আসছে তারা হলো : নুসরাত ইমরোজ তিশা ওরফে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও আরেফিন শুভ ওরফে শেখ মুজিবুর রহমান। সংস্কৃতি উপদেষ্টা পরবর্তী গ্রেফতারের লিস্ট দেখে আঁতকে উঠেছেন। উহার বেটার হাফ গ্রেফতারের তালিকায় প্রথম স্থানে আছেন। ফারুকী সাহেব বেশ চিন্তায় পড়ে গেলেন। সংবাদ সম্মেলনে উহা নিজের ছাল বাচাতে সরকারের অংশ হয়েও নুসরাত ফারিয়াকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিকে ভিতরে ভিতরে আসামীর তালিকা চেঞ্জ করার জন্য তৎপর হয়ে উঠলেন তিনি। ঢালিউড ইন্ডাস্ট্রির আর কার কার বিরুদ্ধে মামলা আছে উহা খোজ করতে শুরু করলেন। জায়েদ খান নামে একজন অভিনেতার খোজ পাওয়া গেল।

জুলাই অভ্যুত্থানের পর অভিনেতা জায়েদ খান আজ পর্যন্ত দুইটি মামলা খেয়েছেন। উহার বিরুদ্ধে প্রথম অভিযোগ তিনি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছেন। আর বিএনপির কর্মী শ্রাবণ মিরপুরে আন্দোলনের সময় হত্যার অভিযোগে দ্বিতীয় মামলা খেয়েছেন। ফারুকী ডিএমপি পুলিশ কমিশনার কে ফোন দিয়ে তিশার নাম কেটে নেক্সটে তার জায়গায় জায়েদ খান কে গ্রেফতার করার জন্য অনুরোধ জানান। পুলিশ কমিশনার ফারুকীকে বলেন, " স্যার, আসিফ স্যারের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না "। সংস্কৃতি উপদেষ্টা তখন আসিফ স্যার কে ফোন দিলেন। আসিফ স্যার তখনও মন্ত্রণালয়ে বসে কাজ করছিলেন। সংস্কৃতি উপদেষ্টার ফোন পেয়ে বিরক্ত হয়ে তিনি বললেন, " ওহে ফারুকী, তোমার না হয় তেমন কোনো কাজ নেই কিন্তু আমার তো অনেক কাজ ! " ফারুকী ভয়ে ভয়ে বললেন, " স্যার একটা ক্রিটিকাল সমস্যায় আছি। আমার স্ত্রীকে পুলিশ যে কোনো সময় গ্রেফতার করতে পারে। আমার অনেক সাধনার ধন আমার এই স্ত্রী ! মাথায় অল্প বয়সে চুল পড়ে গিয়েছিল বলে কোনো মেয়ে বিয়ে করতে চাইতো না। তখন তিশা যদি আমাকে বিয়ে না করতো তবে এখনো চিরকুমার সংঘের সদস্য থাকা লাগতো আমায় " ! আসিফ স্যার জিজ্ঞাসা করলেন, " তোমার স্ত্রীকে কি অভিযোগে পুলিশ গ্রেফতার করবে? " ফারুকি উত্তর দেয়, "মুজিব : একটি ছবির রূপকার ছবিতে ফারিয়ার মায়ের চরিত্রে তিশা অভিনয় করেছে ! " আসিফ স্যার বিরক্ত হয়ে বললেন, " কি দরকার ছিলো একটাকা পারিশ্রমিকে অভিনয় করার? " ফারুকী অনুনয় করে বললেন, " দেখেন না স্যার কিছু করা যায় কিনা? আমি তিশার বিকল্প হিসাবে অন্য একজনকে গ্রেফতার করে বোকা বাঙালিকে ব্যস্ত রাখার জন্য নাম সিলেক্ট করে এনেছি "। আসিফ স্যার জিজ্ঞাসা করলেন, " কার নাম এনেছো দেখাও দেখি ! "

ফারুকী তখন জায়েদ খানের ছবি দেখায় আসিফ স্যার কে। আসিফ স্যার দেখেই আঁতকে উঠে বললেন, " এ কে গ্রেফতার করা যাবে না। এ আমার ইউনিভার্সিটির ছোট ভাই ! একে গ্রেফতার করলে হাসনাত ক্ষুব্ধ হয়ে রাজুতে আয় স্লোগান দিতে পারে। একে গ্রেফতার করা যাবে না। " ফারুকী দুষ্টমীর হাসি দিয়ে বলে, " স্যার, জায়েদ খান বিরোধী পক্ষের লোক ! কেউ কিছু বলবে না। " আসিফ স্যার বললেন, " একে গ্রেফতারে অন্য একটা সমস্যা আছে। সে মুজিব ছবিতে অভিনয় করলেও ভিলেন চরিত্রে অভিনয় করেছে। টিক্কা খানের রোল প্লে করেছে জায়েদ খান । তাকে গ্রেফতার করে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করতে পারি না "। ফারুকী হতাশ হয়ে ফোন রেখে দিলেন। এদিকে আসিফ স্যার জায়েদ খানের ফটো দেখতে দেখতে বললেন, " জায়েদ, তোমার মাথায় ভালোই চিকন বুদ্ধি আছে। বুঝে শুনেই তুমি এমন চরিত্রে অভিনয় করেছো ! "

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২১

যামিনী সুধা বলেছেন:




শেখ মুজিব আমাদের জাতীয় নেতা, উনাকে মুছে ফলোর চেষ্টা করেছিলো আইয়ুব, ইয়াহিয়া, জিয়া, বেগম জিয়া ও এরশাদ; উনাকে হত্যায় যুক্ত আছে সিআইএ, আমেরিকা ও জামাত।

এখন উনাকে হতমান করার চেষ্টা করছে ড: ইউনুস, পাকিস্তান, জামাত-শিবির।

১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস নিজেই বিপদে আছেন। নারী সংস্কার কমিশন নিয়ে তিনি ইসলামিক দলগুলোর রোষানলে পড়েছেন। অন্যদিকে ফরহাদ মজহার ধর্মীয় ফ্যাসিবাদ সংস্কারের আহবান জানিয়েছেন ড. ইউনূস কে। পরিস্থিতি বুঝতে পারছেন ?

২| ১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯

কাঁউটাল বলেছেন: ফরহাদ মজহার পভুপাদের বন্ধু মানুষ।

১৯ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: বহুরুপী মজহার !

৩| ১৯ শে মে, ২০২৫ রাত ৮:০২

যামিনী সুধা বলেছেন:



ফরহাদ মাজ হারের পেছনে ক্তজন লোক আছে? উহার বউ আছে কিনা? নাকি একা?

১৯ শে মে, ২০২৫ রাত ৮:১২

সৈয়দ কুতুব বলেছেন: তারা মোট ৬ জন : ফরহাদ মজহার, এজাজ (হিজবুতি) , রজার রহমান ওরফে খলিলুর রহমান, ছোটন, সহ আরো দুইজনের একটা গ্যাং আছে। খলিলুর রহমান রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্ন্টেটিভ; আবার নিরাপত্তা উপদেষ্টা । পিনাকি তাকে গুরু মানে। তিনি ১৯৯৮ সাল থেকে রজার রহমান নামে আমেরিকায় ছিলেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে তার ভেজাল আছে। এই লোক কে কেউ এসাইন করেছে মানবিক করিডোর দেয়ার ব্যাপারে যাতে সে সিদ্ধান্ত নেয়।

৪| ১৯ শে মে, ২০২৫ রাত ৮:১০

নতুন বলেছেন: দেশে মূর্খরা এতো বেশি প্রাধান্য কেন পাচ্ছে?

একটা চরিত্রে অভিনয়ের জন্য কিভাবে মানুষের রোষানলে পড়তে পারে? গ্রেপ্তার হবার কথা আসে?

দেশের মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন।

১৯ শে মে, ২০২৫ রাত ৮:১৩

সৈয়দ কুতুব বলেছেন: তাও আবার হত্যা মামলার আসামী ! :) অভ্যুত্থান কে হালকা করছে এরা।

৫| ১৯ শে মে, ২০২৫ রাত ৮:১৬

কামাল১৮ বলেছেন: হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী

১৯ শে মে, ২০২৫ রাত ৮:২২

সৈয়দ কুতুব বলেছেন: বাদ যাবে না কোনো শিশু !

৬| ১৯ শে মে, ২০২৫ রাত ৮:৩১

যামিনী সুধা বলেছেন:



আপনি আমেরিকান ক্যু'কে ক্যু না'বলে না'বুঝে কতদিন আন্দোলন বলে পোষ্ট লিখে যাবেন?

১৯ শে মে, ২০২৫ রাত ৮:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের চোখে ইহা সাধারণ কোটা আন্দোলন যা শেখ হাসিনার পতনে মোড় নেয়। 8-|

৭| ১৯ শে মে, ২০২৫ রাত ১০:০৩

মেঠোপথ২৩ বলেছেন: নুসরাত ফারিয়াকে মুজিব সিনেমায় অভিনয়ের জন্য ধরা হয়নি। এজাহারভুক্ত ২০৭ নম্বর আসামী মিস ফারিয়ার নামের পাশে মামলায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা তিনি।
মক্ষিরানী বলেন আর হানি ট্র্যপ বলেন , অনেক তথ্যই এদের কাছ থেকে বের করা সম্ভব বিশেষ করে আওয়ামী সাংস্কৃতিক পরিমন্ডলের কুকীর্তিগুলো। তবে যদি মামলা বানিজ্যর জন্য ধরা হয়, যেমনটা কয়েকদিন পর পর পরিমনিকে ধরা হয় আবার ছেড়ে দেয়া মার্কা হয় তবে সেটা আরেক জঘন্য অপরাধ।বর্তমানে পুলিশ এই অপরাধগুলো করছে বলেই শোনা যাচ্ছে। ইচ্ছেমত আসামী ধরা হচ্ছে এবং বিড়াট অংকের টাকার বিনিময়ে জামিনও দিয়ে দেয়া হচ্ছে!!! তবে মামলা বানিজ্য পুলিশের সাথে সেনারাও আছে বলে মনে হয়। তানাহলে পুলিশের এই সময়ে এত সাহস হবার কথা নয়।

১৯ শে মে, ২০২৫ রাত ১০:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: এমপি আনার হত্যা মামলায় ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের একজন নায়িকার জড়িত থাকার কথা বলেছিল। যে বর্ণনা দিয়েছে ফারিয়ার সাথে মিলে যায়। একটু তদন্ত করা উচিত এই বিষয়ে।

মুজিব ছবির সবাইকে গ্রেফতার করলে বিষয়টা মানানসই হতো। এখন বিষয়টা ফানের পর্যায়ে চলে গেছে। কেউ খুশি না এমন গ্রেফতারে।

৮| ১৯ শে মে, ২০২৫ রাত ১০:৪৮

রাজীব বলেছেন: পুলিশ ওনার কাছে গিয়েছিলো নাকি উনি পুলিশের কাছে?

১৯ শে মে, ২০২৫ রাত ১০:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: বিমানবন্দরে গ্রেফতার করেছে যেহেতু পুলিশ ফারিয়ার কাছে যাওয়ার কথা। আর জায়েদ খান দেশের বাহিরে। আরেফিন শুভ ও সেইম। দেশে আছে কেবল তিশা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.