নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

সংস্কার কার্যক্রম নিয়ে সরকার কেন বেশিদূর এগোতে পারবে না ?

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫


ইন্টেরিম সরকার এবং এনসিপি ব্লক প্রায়শই অভিযোগ তুলে বিএনপি নাকি দেশের সংস্কার চায় না। বিএনপি কেবল নির্বাচন চায় ! বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না। বিএনপি কেবল নির্বাচন চায়। রাজনীতির ন্যুনতম বেসিক জ্ঞান থাকলে কেবল সংস্কার ইস্যুতে বিএনপিকে একতরফা দোষারোপ করা হতো না। নির্বাচনী সংস্কার করলে বা সংবিধান সংস্কার করলে দেশের আমূল পরিবর্তন হবে এমন ধারণা কোনো পোড়খাওয়া রাজনৈতিক দল বা ব্যক্তি ভাববেন না। দেশের ভিতরে প্রাতিষ্ঠানিক সংস্কারে বিএনপি কাউকে বাধা দিয়েছে? সরকার সবচেয়ে বেশি বাধার মুখে পড়ছে বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় ও সরকারি চাকুরিজীবীদের। যখনই সরকার প্রতিষ্ঠান গুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য কোনো খসড়া অনুমোদন করে তখনই হাই ব্লাড প্রেসার উঠে যায় সুবিধাবাদী গোষ্ঠীর !

এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা সবাই কর্মবিরতিতে ! কেন এনবিআর কে দুইভাগ করা হইলো তাদের প্রমোশন, সুযোগ-সুবিধা কমে যাবে তাই লাগা আন্দোলন ! ইন্টেরিম সরকার শুরু থেকেই সরকারি কর্মকর্তাদের সাথে গুড রিলেশন রেখে কাজ করে যেতে চাচ্ছে। এনবিআই দুইভাগ করা কি সরকারের সংস্কার কার্যক্রমের অংশ ছিলো ? না ! উহা আইএমএফের পরবর্তী কিস্তিগুলো পাওয়ার একটা শর্ত ছিলো। বাজেটে সহায়তার জন্য আইএমএফের লোন খুব দরকার ! সরকার কম চেষ্টা করেনি যাতে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যহত না করে আইএমএফের লোন টা পাওয়া যায়। এই প্রেস্ক্রিপশন অনুসারে কাজ করে এখন ইন্টেরিম সরকার নতুন করে চাপের মুখে পড়েছে। এই ক্রমাগত আন্দোলনে অর্থ উপদেষ্টা নিরুপায় হয়ে বলেছেন অধ্যদেশ জারী হওয়ার আগ পর্যন্ত এনবিআর আগের মতো চলবে। কিন্তু কে শুনে কার কথা !

সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা "কালো আইন " বাতিলের জন্য বিক্ষোভ শুরু করেছেন। সরকার অধ্যদেশ জারী করেছে আত্নপক্ষ সমর্থন ছাড়াই সরকারি চাকুরি থেকে অব্যহতি দেয়া যাইবে । সচিবালয়ে আগামীকাল থেকে তালা মেরে আন্দোলন আরো জোরদার করার কথা চলছে। প্রেসক্লাবের সামনে চলছে মেডিকেল হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আন্দোলন। তারা ছয়দফা দাবী নিয়ে মাঠে নেমেছে। মেট্রোস্টেশনের উপরে উঠে তারা খেলছে, খাওয়া দাওয়া করছে আবার আন্দোলন করছে। মেট্রোরেলের যাত্রীদের ভোগান্তি করছে তারা। এসব দাবী দাওয়া অধিকাংশ অযৌক্তিক ! এদের দাবী মেনে নিলে আরেকপক্ষ নতুন করে দাবী নিয়ে মাঠে নামবে।

আগামীকাল থেকে কর্মবিরতিতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। তাদের কয়েকদফা দাবী আছে যা ইন্টেরিম সরকারের পক্ষে মেনে নেয়া অসম্ভব ! প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কতকগুলো দাবী দাওয়া শুনলে অন্যান্য চাকুরীজীবীদের মাথা গরম হয়ে যাবে। ইন্টেরিম সরকার ক্ষমতায় আসার পর তেরো গ্রেড থেকে উন্নতি করে বারো গ্রেডে তাদের বেতন স্কেল ঘোষণা করেছে। বাংলাদেশে এখন দৈনন্দিন জীবনের ব্যয় আর আয়ের মধ্যে অনেক ফারাক। সেই ২০১৪/২০১৫ সালে শেষ পে স্কেল হয়েছিলো আর খবর নাই। প্রায় দশবছর হয়ে গেছে একই বেতন এবং গ্রেড রয়ে গেছে। প্রাইমারিতে যারা চাকুরি করেন তাদের বেতন পার্শবর্তী যে কোনো দেশের তুলনায় কম। কিন্তু এই সরকার প্রাইমারীর শিক্ষকদের গ্রেড এক ধাপ উন্নতি করেছে।

সরকারের এতে ব্যয় বেড়ে যাবে ! সরকার এই রিস্ক টা নিয়েছে যাতে শিক্ষকদের মুখে হাসি ফুটে ! কিন্তু শিক্ষকদের আরো চাই । তারা প্রথমে দশম গ্রেড দাবী করেছিলো। কিন্তু অন্যান্য সরকারি চাকুরীজীবী যারা দশম গ্রেডে আছেন তাদের তীব্র সমালোচনা শুরু হয়। শুধু মাত্র এমসিকিউ-ভাইভা তে পাশ করে প্রাইমারীতে শিক্ষক হওয়ার নজীর আর কোথাও নাই। অন্যদিকে দশন গ্রেডে জব পেতে আপনাকে প্রিলি-লিখিত-ভাইভায় পাশ করতে হয়। এরপর এগারো গ্রেডের জন্য প্রাইমারী শিক্ষকেরা আস্তে আস্তে একতাবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। তাদের আরেকটা অদ্ভুত দাবী হলো শুক্রবারের পাশাপাশি শনিবার বিদ্যালয় বন্ধ রাখতে হবে ! বাংলাদেশের সরকারি চাকুরীজীবীদের মধ্যে সবচেয়ে বেশি বন্ধ পান প্রাথমিকের লোকজন। ইদের সময় টানা চল্লিশ দিনের মতো ছুটি কাটান তারা। তারপরও উনাদের সপ্তাহে দুইদিন ছুটি চাই। এজন্য দরকার পড়লে বিদ্যালয় বন্ধ রাখা লাগবে।

বাংলাদেশের মানুষ সংস্কার চায় কিন্তু নিজের ডাস্টবিন কেউ সংস্কার করতে চায় না। একটা নিরীহ সরকার পেয়ে যে যেভাবে পারছে খেলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের উপর থেকে পূর্ণ নিয়ন্ত্রণ হারাবে ইন্টেরিম সরকার। সবচেয়ে কঠোর দিলের হাসিনা সরকার পারেনি কোনো সরকারি প্রতিষ্ঠানের বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে। যতদ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়ার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে প্রস্থান করাই উত্তম।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

কামাল১৮ বলেছেন: নির্বাচিত সরকারই পারে টেকশই সংস্কার করতে।এই চোর চোট্টারা কি সংস্কার করবে।চুরি করার জন্য সময় ক্ষেপন।ইতিমধ্যে চুরির রেকর্ড করে ফেলেছে ইউনুস।

২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো ইউটিউব ভিডিও দেখে বলছেন। পুজিবাজার বাদে আর কোথাও তেমন বড়ো সমস্যা হয় নি। অর্থ উপদেষ্টার নাকি মেয়ের জামাই শেয়ারবাজারের চেয়ারম্যান !

২| ২৫ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

ফেনিক্স বলেছেন:



লেখক বলেছেন: এগুলো ইউটিউব ভিডিও দেখে বলছেন। পুজিবাজার বাদে আর কোথাও তেমন বড়ো সমস্যা হয় নি। অর্থ উপদেষ্টার নাকি মেয়ের জামাই শেয়ারবাজারের চেয়ারম্যান !

আপনার ভাষ্যমতে কত লাখ মানুষ চাকুরী হারায়েছেন? এরা কি ষ্টক-মার্কেটের লোকজন? আপনি যখন যা ইচ্ছা বললে তো ব্লগিং হবেনা।

২৫ শে মে, ২০২৫ রাত ৮:০২

সৈয়দ কুতুব বলেছেন: এখানে চাকুরি নিয়ে কিছুই লিখি নাই। আমি পলিসি মেকার না। আপনার কমেন্টের মানও দিন দিন খারাপ হচ্ছে।

৩| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনা পালিয়েছে, এটাই বড় প্রাপ্তি। আর বেশি কিছু আশা করি না। আমার ধারনা ছিল শেখ হাসিনা আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবে। ৫ আগস্ট তারিখ সকালেও মনে হয় নাই যে হাসিনা পালিয়ে যাবে।

বিএনপি হাসিনার কারণে গত সাড়ে ১৫ বছর হিসু পর্যন্ত ঠিক মত করতে পারেনি। এখন তারা বলছে তারা হিসু করলে নাকি একটা দল ভেসে যাবে।

২৫ শে মে, ২০২৫ রাত ৮:০৯

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার আরো বেশি পাবলিক টয়লেট বানানো উচিত ছিলো। :-B

৪| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:০৮

কাঁউটাল বলেছেন:

২৫ শে মে, ২০২৫ রাত ৮:১০

সৈয়দ কুতুব বলেছেন: আমার দেশের উপর জনগণের আস্থা নাই। উহা এখন দক্ষিণপন্থী দের মুখপাত্র হিসাবে কাজ করে।

৫| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:২১

কাঁউটাল বলেছেন: লেখক বলেছেন: আমার দেশের উপর জনগণের আস্থা নাই। উহা এখন দক্ষিণপন্থী দের মুখপাত্র হিসাবে কাজ করে। - ইহা বামচিকাদের অমুলক ধারণা।

২৫ শে মে, ২০২৫ রাত ৮:২৯

সৈয়দ কুতুব বলেছেন: মগজহীন ডানচিকাদের দুইটাই অস্ত্র : ১ - একে-তাকে ভারতের দালাল বানিয়ে দাও, ২- একে-তাকে বামপন্থী বানিয়ে দাও।

৬| ২৫ শে মে, ২০২৫ রাত ৮:২২

নতুন বলেছেন: বাংলাদেশের মানুষ সংস্কার চায় কিন্তু নিজের ডাস্টবিন কেউ সংস্কার করতে চায় না। একটা নিরীহ সরকার পেয়ে যে যেভাবে পারছে খেলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের উপর থেকে পূর্ণ নিয়ন্ত্রণ হারাবে ইন্টেরিম সরকার।

দেশের জনগন কি দূনিতি বন্ধ করতে চায়?

কেউই চায় না।

ভন্ডদের সংখ্যা দেশে অনেক। তাই সংস্কার হবেনা। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এখন ভারত বিএনপির সাথে কি রকমের আলোচনা চালাচ্ছে সেটা পরে বোঝা যাবে।

২৫ শে মে, ২০২৫ রাত ৮:২৯

সৈয়দ কুতুব বলেছেন: ভারত বিএনপিকে পছন্দ করে না। তাদের আস্থা শেখ হাসিনায়।

৭| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:০১

নকল কাক বলেছেন: এভাবেই এগিয়ে যাবে

২৫ শে মে, ২০২৫ রাত ৯:১১

সৈয়দ কুতুব বলেছেন: ঠেলাগাড়ীর মতো চলবে।

৮| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:০৭

ফেনিক্স বলেছেন:




লেখক বলেছেন: এগুলো ইউটিউব ভিডিও দেখে বলছেন। পুজিবাজার বাদে আর কোথাও তেমন বড়ো সমস্যা হয় নি

-ইহা আপনার লেখা নয়? পুঁজি বাজারের বাইরে ৬/৭ লাখ মানুষের চাকুরী গেছে!

২৫ শে মে, ২০২৫ রাত ৯:১৬

সৈয়দ কুতুব বলেছেন: সরকারের ভুল সিদ্ধান্তের কারণে বেকারত্ব বেড়েছে। আওয়ামী লীগের অনেক লোকজন চাকুরি হারিয়েছে। অবৈধ টাকার ঝনঝনানি কমে গেছে তাই প্রোপার্টি বিল্ডিং- ইনভেস্ট কমে গেছে। সামগ্রিক ভাবে ভোগ কমে গেছে। পুজিবাজারের এত খারাপ অবস্থায় কেউ বিনিয়োগ করতে চাইবে না।

আমি যে বিষয়কে সামনে রেখে উক্ত ব্লগ লিখেছি সেটা ভিন্ন ছিলো। বোঝাতে চেয়েছি সবসময় চাইলেই সব সংস্কার রাজনৈতিক দল করতে পারতে না। নানা ধরণের সিন্ডিকেট বাধা দেয় । এটা তো অরাজনৈতিক সরকার তবুও কি পরিমাণ সমস্যার মধ্যে পড়েছে !

৯| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:১৬

নকল কাক বলেছেন: সেটাই ভাল

২৫ শে মে, ২০২৫ রাত ৯:১৮

সৈয়দ কুতুব বলেছেন: ড.ইউনূসের উচিত বিদেশ থেকে রক্ত আমদানি করা। আমাদের ব্লাড নষ্ট হয়ে গেছে। রন্ধে রন্ধে মতলববাজি !

১০| ২৫ শে মে, ২০২৫ রাত ৯:৩৬

নকল কাক বলেছেন: সঠিক বলেছেন

২৫ শে মে, ২০২৫ রাত ১১:০০

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১১| ২৬ শে মে, ২০২৫ সকাল ৭:০১

ক্লোন রাফা বলেছেন: তাদের এজেন্ডায় নেই যে বিষয় তা তারা করবে কি করে। যে মিশনে উনাকে কারজাই বানানো হয়েছে উনি ঠিক সে পথেই হাটছেন।
নিজের আখের গুছিয়ে নিয়েছেন প্রথম রাতেই। মৃত‍ুর কাছাকাছি এসেও লোভ কমেনি। সম্পদ পাচার করার জন্যে কিছুটা সময় লাগবে । সেই জন‍্যই এত ক‍্যারিকেচার ।
বাংলাদেশে যে যত বেশি শিক্ষিত সে তত বড় চোর।কোন্ দরিদ্র মানুষ দেশের সম্পদ পাচার করেছে? এখন তাঁর শিষ্যদের লুটপাট চলছে । এটা শেষ করেই উড়াল দেবে ।

২৬ শে মে, ২০২৫ সকাল ৯:২২

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের সাধারণ মানুষের দায় আছে অনেক। রাস্তায় জ্যামের কারণে মানুষ মেট্রোরেল ব্যবহার বাড়িয়েছে বলে মিডিয়ায় নিউজ এসেছে। এরপর থেকে মেট্রোস্টেশনের মধ্যে বসে আন্দোলন করছে। কেমন জাউরা ভেবে দেখেন !

ইন্টেরিম সরকার লুটপাট করার মতো টাকা নেই দেশে।

১২| ২৬ শে মে, ২০২৫ সকাল ৭:৩৬

অগ্নিবাবা বলেছেন: আমি একজন প্রবাসী ভারতীয়। আমি ভারতের পক্ষে কথা বলি—এটাই স্বাভাবিক।
বাংলাদেশে ভালো কিছু হলে আমারও ভালো লাগে, কারণ আমি বাঙালি এবং আমার অনেক বাংলাদেশি বন্ধু আছে, যারা ধর্মান্ধ না।
আমি তাদের পক্ষে, যারা বাংলাদেশকে উন্নত করতে চায়।
বাংলাদেশের উন্নতি হলে ভারতের সীমান্তের লোকেরাও শান্তিতে থাকতে পারবে।

এবার আমার কথা হচ্ছে—ব্লগে এলেই শোনা যায় যে হাসিনা নতজানু চুক্তি করেছেন ভারতের সাথে, যেমন তিতাস, বিদ্যুৎ ইত্যাদি।
কিন্তু দেখা যাচ্ছে, ভারত ট্রানজিট বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের ক্ষতি হচ্ছে।
তবুও বাংলাদেশ সেইসব নতজানু চুক্তি বাতিল করছে না। এর কারণ কী?
বাংলাদেশ কি ভারতের ক্ষতি চায় না?

বাংলাদেশের জন্য আমার ভালোবাসা আরও বহুগুণে বেড়ে গেল।
কিন্তু অনেকে বলে, বাংলাদেশের ক্ষতি হয়েছে—এমন কোনো চুক্তিই নাকি নেই, তাহলে বাতিল করবে কী?

আপনারা বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি—আপনারাই বলুন, ব্যাপারটা কী?

২৬ শে মে, ২০২৫ সকাল ৯:১৯

সৈয়দ কুতুব বলেছেন: প্রথমত ২০১৪ সালের নির্বাচনের জন্য সবাই ভারতকে দায়ী করে। মধ্যপন্থা দল হিসাবে বিএনপি যতটা না বিরোধিতা করেছে উগ্র ডানপন্থী দলগুলোর সেটাকে পুজি করে আরো ভারত বিদ্বেষ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রোপাগাণ্ডা ছড়িয়ে মানুষের মগজ ধোলাই করেছে। আওয়ামী লীগ কে ইসলাম বিদ্বেষী ও হিন্দুত্ববাদের দালাল হিসাবে প্রচার করেছে।

বাংলাদেশের রাজনীতিতে ভারত নাক গলিয়ে বাংলাদেশের সর্বনাশ করেছে কিন্তু সেটাকে ধর্মীয় দিকে ডাইভারশন করার মূল উদ্দেশ্য উগ্র ডানপন্থী ধারার বিকাশ ঘটানো।

১৩| ২৬ শে মে, ২০২৫ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সংস্কার কে করবে? কি করবে?
সংস্কার আসলে কেউ করবে না। সংস্কারের কথা বলে কালক্ষেপণ করা হচ্ছে।

২৬ শে মে, ২০২৫ সকাল ১০:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: দরকারি সংস্কার না করলে আইএমএফ লোন দিবে না। তখন খুব ভালো হবে দেশের?

১৪| ২৬ শে মে, ২০২৫ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: আমার ওস্তাদকে সমীহ করে কথা বলবেন। প্লীজ।

২৬ শে মে, ২০২৫ সকাল ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার ওস্তাদের মাথা অলটাইম হট থাকে !

১৫| ২৬ শে মে, ২০২৫ সকাল ১০:১২

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: জাশিকে সাথে রেখে সংস্কার সম্ভব নয়। পুরা পৃথিবী এগিয়ে যাচ্ছে । যেখানে নারীর অংশগ্রহণ ছাড়া সংস্কার অসম্ভব সেখানে জাশি্র স্টাইল হল ধর্মের দোহায়ে নারীদের পর্দার আড়ালে রেখে গৃহবন্দী করে দাসীবাঁদী করে রাখা। তারা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে? ধর্মীয় উগ্রতা ও গোঁড়ামি থেকেই তো বের হতে পারেনি।

২৬ শে মে, ২০২৫ সকাল ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: জাশিদের কাশী যাওয়ার ব্যবস্থা করা উচিত !

১৬| ২৬ শে মে, ২০২৫ দুপুর ১২:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

পারবে না।
এটা পারা তাদের কাজও না।
তাদের কাজ নির্বাচন দেয়া।
সেটা না পারলে তা হবে অনেক ভয়ঙ্কর কাজ।




নিয়ম হচ্ছে- হাকিম নড়বে তবু তাঁর হুকুম নড়বেনা।
কিন্তু এই দেশে হাকিম নড়ার সাথেই তাঁর হুকুমও নড়ে যায়।

২৬ শে মে, ২০২৫ দুপুর ১:৩০

সৈয়দ কুতুব বলেছেন: নির্বাচিত সরকারও পারে না।

১৭| ২৬ শে মে, ২০২৫ দুপুর ১২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নির্বাচনে সবারই অংশ নেয়া দরকার।
নির্বাচন বয়কট করলে কোন লাভ।
আলীগ নির্বাচনে অংশ নেবে বলেই তাকে নির্বাচন থেকে দূরে রাখা হলো।
তাহলে যে নির্বাচন হবে তাতে দেশের প্রায় ৩৫% মানুষের অংশগ্রহণ থাকবে না।
এ ধরনের নির্বাচন কোন ইন্টেরিম সরকার করলে সেটা প্রশ্নবিদ্ধ হবে।
এটা কেউ বুঝতেন চাইছেন না।




২৬ শে মে, ২০২৫ দুপুর ১:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেয়াই ভালো। অবশ্য জামায়াতের চেয়ে বেশি ভোট পাবে।

১৮| ২৬ শে মে, ২০২৫ দুপুর ২:৩৯

নতুন নকিব বলেছেন:



ইন্টেরিম সরকারের সংস্কার উদ্যোগ জনগণের সমর্থন পেলেও বাস্তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকুরিজীবী ও পেশাজীবীদের প্রতিরোধ। একের পর এক অযৌক্তিক দাবিতে আন্দোলন, কর্মবিরতি ও অব্যাহত চাপের মুখে পড়ে সরকার বাধ্য হচ্ছে পিছিয়ে যেতে। এই পরিস্থিতিতে পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর আগেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনই হতে পারে সরকার ও রাষ্ট্রের জন্য সবচেয়ে কার্যকর সমাধান।

২৬ শে মে, ২০২৫ বিকাল ৫:১৮

সৈয়দ কুতুব বলেছেন: সবার নিজ নিজ ডাস্টবিন সংস্কার করা নিয়ে অনিহা !

১৯| ২৭ শে মে, ২০২৫ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৭ শে মে, ২০২৫ সকাল ১১:১৪

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

২০| ২৭ শে মে, ২০২৫ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার ওস্তাদের মাথা অলটাইম হট থাকে !

অলটাইম হট থাকাটাই স্বাভাবিক।
কারন মডারেটর উনাকে ব্যান করতে-করতে ঝাঝরা করে দিয়েছেন।

২৭ শে মে, ২০২৫ সকাল ১১:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আরেকটা নতুন সামু খুলে ফেলেন। যেখানে আপনি আর ওস্তাদ মন ভরে লিখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.