নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ইরানের ইসলামিক(শিয়া) শাসনব্যবস্থার পরিবর্তন হতে যাচ্ছে?

১৪ ই জুন, ২০২৫ রাত ২:২৬


মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দাবী করেছে ইসরায়েলের সাম্প্রতিক সময়ের হামলার পিছনে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার অবসান ঘটতে পারে। অর্থাৎ ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্ষমতায় যাওয়া খোমিনী গং দের পতন ত্বরান্বিত করতেই ইসরায়েল(আসলে আমেরিকার) আয়োজন।

ইরানের বর্তমান রেজিম বড্ড চাপের মুখে পড়ে যায় যখন সিরিয়ায় বাশার আল আসাদ বিপ্লবের মুখে(আমেরিকা-ইসরায়েলের যৌথ প্রযোজনায়) রাশিয়ায় প্লেন করে পালিয়ে যায়। ইরান ও হিজবুল্লাহ শিয়া মতের অনুসারী ও আসাদের গুড এলাই হওয়ার কারণে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখার জন্য বাশার আল আসাদ কে সিরিয়াতে সর্বশক্তি দিয়ে ক্ষমতায় রাখতে চেয়েছিলো। দীর্ঘদিন ধরে এই কাজে তারা সফল হলেও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে সিচুয়েশন চেঞ্জ হতে শুরু করে। সিআইএ'র ট্রেনিং প্রাপ্ত বিপ্লবী নেতা আল- শারাআ ও তার বাহিনী দেশের ভিতর থেকেই তুরস্ক,ইসরায়েল ও আমেরিকার সমর্থিত মিলিশিয়া বাহিনীর সহায়তায় বাশার আল আসাদ কে পরাজিত করে।

ইরানের উপর পশ্চিমাদের চাপ ছিলো যাতে পারমাণবিক অস্ত্র বানানো থেকে তারা সরে আসে। এইজন্য বারবার তারা ইরানের ভিতরে ডিপ স্টেটের সহায়তায় পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের হত্যা করে। ইরান এসব ক্ষেত্রে তেমন প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে পারে নাই। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে ইরানের জন্য বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য ও নিজ দেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে ক্রমাগত সুযোগ সংকুচিত হতে থাকে। ফলে নিজ দেশের ভিতর জনগণ ইরানের প্রেজেন্ট রেজিমের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে আছে। মুসলিম(ওভারঅল) দেশ গুলোর মধ্যে ইরানের বিবাহ-বিচ্ছেদ সবচাইতে বেশি। এর পিছনে দারিদ্র্যের হার বেশি হওয়ার কারণটাই প্রধান হিসাবে গবেষণায় উঠে এসেছে। পাশাপাশি ইরানের বর্তমান রেজিমের বিরুদ্ধে মানবাধিকার-নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী ত্রিশ বছরের সাজা নিয়ে খোদ ইরানে তীব্র সমালোচনা হয়েছে। তাই বলা যায় জনগণের মোটামুটি একটা বড়ো অংশ খোমেনী রেজিমকে আগের মতো সাপোর্ট করে না। খোমেনী সরকার ইরানের জনসাধারণের মৌলিক চাহিদা পূরণের চেয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার ও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর প্রতি বেশি মনোযোগী হতে দেখা গিয়েছে ।

অনেকদিন থেকেই গুঞ্জন ছিলো পশ্চিমারা ইরানের পলাতক কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংস্থাকে আমেরিকা প্রস্তুত করছে ইরানের খোমেনী রেজিমের পতন ঘটলে সেখানে গিয়ে রাজনৈতিক নেতৃত্বের জন্য দায়িত্ব নিতে। এর মধ্যে সাবেক ইরানি শাহ(রেজা পাহলভি)'র পুত্র রেজা পাহলভী অন্যতম। সিআইএর তত্ত্বাবধানে উহাকে ভবিষ্যতে ইরানের হাল ধরার জন্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া ইরানের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী(মেহদি বাজারগান), ইরানের সাবেক সেনাবাহিনীর ইন্টিলিজেন্স ইউনিটের সদস্য ও PMOI/MEK(Mujahedin-e-Khalq) সংগঠনের অনেক নেতা-কর্মীদের ভবিষ্যতের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে।

এখন শুধু সময়ের অপেক্ষা কবে ইরানের খোমেনী রেজিমের পতন ঘটে ! সেটা আজ কাল বা আরো দশবছর পরে হলেও হবে। আরেকটা বিকল্প হতে পারে খোমেনী গং দের কে আরো উদার ও দূর্বল করে ফেলা হতে পারে। ক্ষমতায় আকড়ে থাকতে খোমেনী গং হয়তো পশ্চিমাদের পছন্দ অনুযায়ী সন্তুষ্টিমূলক চুক্তি করতে পারে। তবে পশ্চিমাদের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তারা রেজিম চেঞ্জের প্রতি বেশি আগ্রহী!

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২৫ রাত ৩:০৩

আমি নই বলেছেন: আহমেদ আল-শারা আলকায়েদা জংগী ছিল, বিপ্লবী না। এখন আমেরিকা তাকেই সমর্থন দিচ্ছে মানে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের পথ পরিষ্কারের চেষ্টা। ইরান ফেইল হবে এবং সিরিয়া কমপক্ষে তিন ভাগ হবে, সন্ত্রাসীরাতো মোটামুটি একটা অংশ দখল করেই নিয়েছে, বাকি অংশের কিছুটা যাবে তুরস্কের পেটে বাকিটুকু জংগী আল-শারা রাজত্ব করবে যতদিন ওর প্রভু সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল চাইবে।

ইরানকে লড়তে হবে পুরো বিশ্বের সাথে, সুতরাং তাদের অবস্থাও ইরাক, সিরিয়া বা লিবিয়ার মতই হবে। সন্ত্রাসী ইসরাইল আরো শক্তিশালী হবে।

১৪ ই জুন, ২০২৫ সকাল ৭:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ইরান নিজেই একটি দেশ হিসেবে অবিশ্বস্ত। তারা শেখ হাসিনার শাসনকে সমর্থন দিয়েছে, আবার সিরিয়ায় সাধারণ মানুষকে হত্যা করেছে। অধিকাংশ মুসলমানই মনে করেন আল-শারাআ একজন বিপ্লবী নেতা। আগে নিজের ঘরের অবস্থা সামলানো উচিত। সব জায়গায় মাতব্বরি দেখানো মোটেও ভালো নয়।

২| ১৪ ই জুন, ২০২৫ ভোর ৪:০১

ফেনিক্স বলেছেন:



ব্লগের ইসলামিক পন্ডিতদের উচিত কোরান, শরীফে ইসরায়েলের ভবিষ্যত নিয়ে কি আছে, তা জানানোর জন্য।

১৪ ই জুন, ২০২৫ সকাল ৭:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: ইরান গত নির্বাচনের আগে শেখ হাসিনার শাসনকে প্রাণপণে সমর্থন দিয়েছিল। সুতরাং, আওয়ামী লীগের উচিত এখন ইরানের পক্ষে কথা বলা। :)

৩| ১৪ ই জুন, ২০২৫ ভোর ৬:১৬

সুলাইমান হোসেন বলেছেন: ইরানের হামলা শুরুর পরপর ভূগর্ভস্থ বাঙ্কারে চলে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

১৪ ই জুন, ২০২৫ সকাল ৭:৪০

সৈয়দ কুতুব বলেছেন: ইরানের উচিত ছিল সুন্নি মুসলমানদের শত্রু না বানানো।

৪| ১৪ ই জুন, ২০২৫ সকাল ৮:১৮

কামাল১৮ বলেছেন: শিয়া এবং সুন্নি দুটিই মুদ্রার এপিট ওপিট।( গু শব্দটি ব্যবহার করলাম না।)

১৪ ই জুন, ২০২৫ সকাল ৯:২৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনার উচিত ইরানের পক্ষে থাকা, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকা শক্তি আওয়ামী লীগকে গত নির্বাচনের আগে পূর্ণ সমর্থন দিয়েছিল। :)

৫| ১৪ ই জুন, ২০২৫ সকাল ৮:২৩

কামাল১৮ বলেছেন: ইশরায়েল(ইহুদের) বিষয়ে কোরানের বক্তব্য ভুল প্রমানিত হয়েছে।কোরানের কোথায় বক্তব্যটি আছে খুঁজলে পাওয়া যাবে।

১৪ ই জুন, ২০২৫ সকাল ৯:২৭

সৈয়দ কুতুব বলেছেন: হয়তো সেই ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার সময় এখনও আসেনি।

৬| ১৪ ই জুন, ২০২৫ সকাল ৮:২৯

কথামৃত বলেছেন: ইরানীরা বাঙালি জাতি নয় যে, নিজের নাক কেটে পরের যাত্রা করবে। শাসনব্যবস্থার পরিবর্তন করতে হলে দেশের জনগণের সমর্থন লাগবে। এই মুহুর্তে সেটা নাই। ইসরায়েল সিভিলিয়ান সাইটে হামলা করেছে এতে ৭৬ জন মারা গেছে। খামিনি গ্যাং এর কেউ মারা যায় নি। সেনাবাহিনীর কমান্ডার ও পরমানু বিজ্ঞানিরা মারা গেছে। ইরানে বিক্ষোভ হচ্ছে ইসরায়েলে পালটা হামলা করার জন্য

১৪ ই জুন, ২০২৫ সকাল ৯:৩০

সৈয়দ কুতুব বলেছেন: আজ কিংবা আগামীকাল (in future)ই তা হতে পারে। পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। যদি মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ না হয়, তবে জনগণ ক্রমেই শাসক গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

৭| ১৪ ই জুন, ২০২৫ সকাল ৯:৪৫

ইয়া আমিন বলেছেন: বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় ইরানের খোমেনী রেজিম শুধু বাহ্যিক চাপ নয়, অভ্যন্তরীণ টানাপোড়েনের দিক থেকেও বেশ দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমাদের দীর্ঘমেয়াদি কৌশল ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে—তারা হয়তো আর সমঝোতা নয়, এবার সরাসরি 'রেজিম চেঞ্জ'-এর দিকে হাঁটছে। সময়ের অপেক্ষা মাত্র, কোন কৌশলে পতনটা সংঘটিত হবে! আপনার লেখায় অনেক অজানা দিক ফুটে উঠেছে—প্রশংসা না করে পারা যায় না।

১৪ ই জুন, ২০২৫ সকাল ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: ইরানের উচিত ছিল না সুন্নি মুসলমানদের শত্রু বানানো; ধন্যবাদ।

৮| ১৪ ই জুন, ২০২৫ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: বিশ্বের কোনো মুসলিম দেশ ইসরাইলের সাথে পারবে না।

১৪ ই জুন, ২০২৫ সকাল ১০:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার উচিত ইরানের পক্ষে থাকা, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকা শক্তি আওয়ামী লীগকে গত নির্বাচনের আগে পূর্ণ সমর্থন দিয়েছিল। :)

৯| ১৪ ই জুন, ২০২৫ সকাল ১০:০২

কামাল১৮ বলেছেন: মুসা তার কউমকে নিয়ে বাকি জীবন পথে পথে ঘুরেছে।সেদিকেই ঈঙ্গিত করে নবী (আল্লা) বলেছে তাদের কোন স্থায়ী(রাষ্ট্র) আবাস হবে না।কিন্তু মুসার ভাই হারুন জেরুজালেমে স্থায়ী হন।পরে অবশ্য খৃষ্টানরা তাদের বিতারন করে।যীশুকে হত্যায় সাহায্য করার কারনে।

১৪ ই জুন, ২০২৫ সকাল ১০:৪০

সৈয়দ কুতুব বলেছেন: মূসা আল্লাহর একজন নবী ছিলেন, আর মুহাম্মদ (সা.)-কে নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা পশ্চিমা প্রোপাগান্ডার ফাঁদে পড়েছে। মুহাম্মদ (সা.) সত্যবাণী বহনকারী, আর আল্লাহই চূড়ান্ত সত্য ও সৃষ্টির একমাত্র মালিক।”

১০| ১৪ ই জুন, ২০২৫ সকাল ১০:০২

বাকপ্রবাস বলেছেন: ইসরাইল একসময় নিজের বিষে বিষাক্ত হয়ে মরবে। পুরো বিশ্বকে শত্রু বানাচ্ছে তারা। কিছুদিন পর দেখা যাবে ভারতকে মদদ দিয়ে মুসলামান শেষ করার প্রজেক্ট নেবে।

১৪ ই জুন, ২০২৫ সকাল ১০:৪২

সৈয়দ কুতুব বলেছেন: ইসরায়েল সারা বিশ্বেই সংকটে পড়তে যাচ্ছে। আর ভারত তো নিজের প্রতিবেশী পাকিস্তানের সঙ্গেই টিকতে হিমশিম খায়—তাহলে বিশ্বপরিসরে তারা আর কী করবে?”

১১| ১৪ ই জুন, ২০২৫ সকাল ১১:১৪

রানার ব্লগ বলেছেন: ইসরায়েল আমেরিকার একটা প্রভুভক্ত পান্ডা। আমেরিকার যখন যেমন প্রয়োজন তখন তেমন তাকে ব্যবহার করছে।

১৪ ই জুন, ২০২৫ সকাল ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বসিয়ে রেখেছে মুসলিম দেশগুলোকে বাঁশ দেওয়ার জন্য।

১২| ১৪ ই জুন, ২০২৫ দুপুর ১২:১৭

মেঘনা বলেছেন: ইরানের সংখ্যাগরিষ্ঠ লোক ও এই ধর্মীয় স্বৈরশাসনের পরিবর্তন চায়। ইরানের পরিচয় কেবলমাত্র মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বা শিয়া মুসলিম দেশ হিসাবে নয়। তারও পুরাতন পারস্য সাম্রাজ্য, ব্যাবিলনীয় সভ্যতা বা সুমেরীয় সভ্যতা - পৃথিবীর প্রাচীনতম চারটি সভ্যতার অন্যতম সভ্যতা হিসেবে। সমগ্র পৃথিবী জুড়ে মানব সভ্যতার ইতিহাসে ও বিবর্তনে ইরানিদের প্রচুর অবদান আছে। যা বর্তমানে খামেনির ইরানে "হিজাবের" মধ্যে আবদ্ধ।
তাই আমিও ইরানের বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পরিবর্তন চাই।

১৪ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আমার তো ভারতে মোদী সরকারের পতন কাম্য — কারণ মোদী একজন উগ্রবাদী। কিন্তু আমি চাইলে কী হয়, চাঁদেও তো কেউ হাঁটতে চায়! চাওয়া-পাওয়ার মাঝে এতই তফাৎ যে, মন চায় তাজমহল, আর বাস্তবে ধরা পড়ে এক কাপ চা। তবুও, আশা ফুরিয়ে যায় না — কারণ চাওয়ার ওপর তো এখনও কেউ ট্যাক্স বসায়নি।

১৩| ১৪ ই জুন, ২০২৫ দুপুর ১:২৭

মেঘনা বলেছেন: জনাব কুতুব সাহেব মোদী, ভারতবর্ষ, হিন্দু ধর্ম - এসব নিয়ে আরেকটু নিরপেক্ষভাবে পড়াশোনার চেষ্টা করেন। মনে রাখবেন বাংলাদেশের থেকে বেশি মুসলমান ইন্ডিয়াতে আছে। এবং তারা যথেষ্ট ধর্মীয় স্বাধীনতা ভোগ করে, মানে বাংলাদেশে যেমন দুর্গাপূজার সময় মন্দির পাহারা দিতে হয় ভারতে ঈদের সময় মসজিদ মাজার পাহারা দিতে হয় না। তারপর আপনি যা বোঝেন।

১৪ ই জুন, ২০২৫ দুপুর ১:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: চাওয়ার ওপর তো এখনও কেউ ট্যাক্স বসায়নি। :)

১৪| ১৪ ই জুন, ২০২৫ দুপুর ১:৩৪

আধুনিক চিন্তাবিদ বলেছেন: বিশ্ব ক্রমেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে।

১৪ ই জুন, ২০২৫ দুপুর ১:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প সুদানির ফয়া, না তৃতীয় বিশ্বযুদ্ধ থামাইবো? হেই লুচ্চা নিজেরে মসিহা বইলা দাবী করে ।

১৫| ১৪ ই জুন, ২০২৫ দুপুর ২:২৩

জ্যাক স্মিথ বলেছেন: খামেনির সময় ঘনিয়ে এসেছে বলে মনে হচ্ছে.. তার পতন না হওয়া পর্যন্ত আর এই যুদ্ধ থামছে না।

১৪ ই জুন, ২০২৫ দুপুর ২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রিত মুসলিম শাসক গোষ্ঠী বসাতে চায়।

১৬| ১৪ ই জুন, ২০২৫ বিকাল ৩:৫৯

ঊণকৌটী বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: ইসরায়েল সারা বিশ্বেই সংকটে পড়তে যাচ্ছে। আর ভারত তো নিজের প্রতিবেশী পাকিস্তানের সঙ্গেই টিকতে হিমশিম খায়—তাহলে বিশ্বপরিসরে তারা আর কী করবে?” আপনার মূল্যায়ন সম্পর্কে হাসি পায় অবশ্য আপনার কি দোষ, কুয়ার বাঙালি পৃথিবীতে কি হচ্ছে না কি তার সম্পর্কে সাধারণ জ্ঞান টাও নাই, ভালো কুয়া আপনাদের মত মানুষদের জন্য সর্বোত্তম জায়গা,কেন না কালকের পৃথিবী সভ্য লোকের |

১৪ ই জুন, ২০২৫ বিকাল ৪:১৩

সৈয়দ কুতুব বলেছেন: আমার তো ভারতে মোদী সরকারের পতন কাম্য — কারণ মোদী একজন উগ্রবাদী। কিন্তু আমি চাইলে কী হয়, চাঁদেও তো কেউ হাঁটতে চায়! চাওয়া-পাওয়ার মাঝে এতই তফাৎ যে, মন চায় তাজমহল, আর বাস্তবে ধরা পড়ে এক কাপ চা। তবুও, আশা ফুরিয়ে যায় না — কারণ চাওয়ার ওপর তো এখনও কেউ ট্যাক্স বসায়নি।

১৭| ১৪ ই জুন, ২০২৫ বিকাল ৪:৫৩

জুল ভার্ন বলেছেন: শিয়া শাসনব্যবস্থা পরিবর্তন নয়, ইরান হতে যাচ্ছে আরও একটা ফিলিস্তিন।

১৪ ই জুন, ২০২৫ বিকাল ৫:১০

সৈয়দ কুতুব বলেছেন: পশ্চিমারা আসলে নিজেদের পুতুল সরকার বসাতে চায়। হিজবুল্লাহ আর হামাসের সহায়তা-সংযোগ কেটে দেবে—তাদের হেল্পলাইন বন্ধ করে দেবে। সব কিছু নিয়ন্ত্রণের খেলায়, স্বাধীনতার নামে চলছে দাসত্বের নতুন রূপ।

১৮| ১৪ ই জুন, ২০২৫ বিকাল ৫:০০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ইরান নিজেই একটি দেশ হিসেবে অবিশ্বস্ত। তারা শেখ হাসিনার শাসনকে সমর্থন দিয়েছে, আবার সিরিয়ায় সাধারণ মানুষকে হত্যা করেছে। অধিকাংশ মুসলমানই মনে করেন আল-শারাআ একজন বিপ্লবী নেতা। আগে নিজের ঘরের অবস্থা সামলানো উচিত। সব জায়গায় মাতব্বরি দেখানো মোটেও ভালো নয়।

কি বলেন ভাই, ইরান শেখ হাসিনার শাসনকে সমর্থন দিয়েছে তাই তারা অবিশ্বস্ত? শেখ হাসিনাকে রাশিয়া, চিন, জাপান সহ আরো যে রাষ্ট্রগুলো সমর্থন যুগিয়েছিল তাদের সাথে সম্পর্ক ছিন্য করবেন নাকি? কি বলেন এগুলো।

যাইহোক, আহমেদ আল-শারা আলকায়েদায় জংগীই ছিল, অধিকাংশ মুসলমানের খবর আপনি কোথায় পেয়েছেন তা আপনিই জানেন। সন্ত্রাসী ইসরায়েল ইরানে হামলার পর দুই-একটা আমেরিক্যান পাপেট গ্রুপ ছারা বেশিরভাগ গ্রুপই আপদকালিন সময়ে খোমেনিকেই সাপোর্ট দিচ্ছে, কারন আগে বহিশত্রুকে মোকাবেলা করতে হবে। আমেরিক্যান মিডিয়াগুলোতে দেখানো হচ্ছে ইরানের মানুষ খেপে গেছে আর ইরান বেসড টেলিগ্রাম গ্রুপ গুলোয় দেখা যাচ্ছে কিভাবে মানুষ সন্ত্রাসীদের উপর হামলা ইনজয় করছে আর তাকবির দিচ্ছে।

১৪ ই জুন, ২০২৫ বিকাল ৫:০৭

সৈয়দ কুতুব বলেছেন: ইরানও রাশিয়ার সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনার সরকারকে সমর্থন করেছিল তারা—নির্বাচনের আগে-পরে এই সমর্থন ছিল স্পষ্ট।
আর এই ইরানই সিরিয়ায় হাজার হাজার সুন্নি মুসলমানকে হত্যার নেপথ্য খেলোয়াড়। ইরাকে শিয়া মিলিশিয়াদের হাতে সুন্নিদের নিধন, কুর্দিদের ওপর দমন-পীড়ন—সব জায়গায় রক্তের ধারা বয়ে গেছে। যাদের মুখে “ন্যায়বিচার” আর “প্রতিরোধ”-এর বুলি, তাদেরই হাতে লেগে আছে নিরীহ মানুষের রক্ত। মানবতা নয়, এখানে চালু আছে শুধু রাজনৈতিক সুবিধার হিসাব-নিকাশ।

১৯| ১৪ ই জুন, ২০২৫ রাত ৯:০০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ইরানও রাশিয়ার সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনার সরকারকে সমর্থন করেছিল তারা—নির্বাচনের আগে-পরে এই সমর্থন ছিল স্পষ্ট।
আর এই ইরানই সিরিয়ায় হাজার হাজার সুন্নি মুসলমানকে হত্যার নেপথ্য খেলোয়াড়। ইরাকে শিয়া মিলিশিয়াদের হাতে সুন্নিদের নিধন, কুর্দিদের ওপর দমন-পীড়ন—সব জায়গায় রক্তের ধারা বয়ে গেছে। যাদের মুখে “ন্যায়বিচার” আর “প্রতিরোধ”-এর বুলি, তাদেরই হাতে লেগে আছে নিরীহ মানুষের রক্ত। মানবতা নয়, এখানে চালু আছে শুধু রাজনৈতিক সুবিধার হিসাব-নিকাশ।


মানবতা, হাসিনা এগুলো কেন আসতেছে ভাই? সন্ত্রাসিরা ইরানে হামলা করেছে, ইরানও প্রতিশোধ নেয়ার চেষ্টা করতেছে। ইরানের মানুষ খোমেনিকে পছন্দ করুক বা না করুক, বহিশত্রু আক্রমন করলে দেশের মানুষ এক হবে সেটাই সাভাবিক। শাসনব্যবস্থার পরিবর্তন হবে কি হবে না সেটাও দুরবর্তি বিষয়। এমনওতো হতে পারে সন্ত্রাসিদের হামলার কারনে ইরানের জনগন আরো বেশি এক হয়ে যাবে এবং খোমেনির সমর্থন বাড়বে।

আর রক্ততো সবচাইতে বেশি আছে সন্ত্রাসী ইসরাইল আর পাপেট আমেরিকার হাতেই। তারা গনতন্ত্র প্রতিষ্ঠার নামে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্থানে মিলিওন মিলিওন নিরিহ মানুষ হত্যা করেছে, তাই না?

১৪ ই জুন, ২০২৫ রাত ৯:০৯

সৈয়দ কুতুব বলেছেন: ইরান একটি শিয়া দেশ, যারা মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য দায়ী। তারা নিয়মিতভাবেই সুন্নিদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ইরান মুসলমানদের মধ্যেও যথেষ্ট বৈষম্য করে। যাই হোক, রেজা পহলবিকে হয়তো যুক্তরাষ্ট্রই ক্ষমতায় বসাবে।

২০| ১৪ ই জুন, ২০২৫ রাত ৯:৪০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ইরান একটি শিয়া দেশ, যারা মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য দায়ী। তারা নিয়মিতভাবেই সুন্নিদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ইরান মুসলমানদের মধ্যেও যথেষ্ট বৈষম্য করে। যাই হোক, রেজা পহলবিকে হয়তো যুক্তরাষ্ট্রই ক্ষমতায় বসাবে।

মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য একমাত্র দায়ী সন্ত্রাসী ইসরায়েল এবং পাপেট আমেরিকা।

অটোমানদের পতনের পরেও মধ্যপ্রাচ্যে ইহুদি-খৃষ্টান-মুসলিম এবং অন্যান্য বেশ শান্তিতেই বাস করতেছিল কিন্তু সন্ত্রাসী ইসরায়েলের জন্মের পরেই পরিষ্থিতি পুরাই বদলে যায়।

শিয়া-সুন্নী দন্দতো শুরু থেকেই, তারপরেও আপনি কি আমাকে হিস্টোরিক্যালি ডাটা (সন্ত্রাসী ইসরায়েলের জন্মের আগে এবং পরের ডাটা) দিতে পারবেন যা থেকে এটা প্রমান হয় ইরান অশান্তির জন্য দায়ী?

১৪ ই জুন, ২০২৫ রাত ১০:০৯

সৈয়দ কুতুব বলেছেন: জাতিসংঘের একাধিক রিপোর্টে দেখা গেছে যে সিরিয়ার সরকার এবং তাদের মিত্র (যাদের মধ্যে ইরান রয়েছে) Aleppo, Homs, Ghouta, Idlib প্রভৃতি অঞ্চলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে — যার শিকার অধিকাংশই ছিল সুন্নি মুসলমান।

২১| ১৪ ই জুন, ২০২৫ রাত ১০:২৭

আমি নই বলেছেন: লেখক বলেছেন: জাতিসংঘের একাধিক রিপোর্টে দেখা গেছে যে সিরিয়ার সরকার এবং তাদের মিত্র (যাদের মধ্যে ইরান রয়েছে) Aleppo, Homs, Ghouta, Idlib প্রভৃতি অঞ্চলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে — যার শিকার অধিকাংশই ছিল সুন্নি মুসলমান।

আমেরিকার তৈরি আইসিসের হাতে কত লাখ শিয়া, ইয়াজিদি বা অন্য বিশ্বাসের নিরিহ মানুষের মৃত্যু হয়েছিল? বা আপনার পোষ্টে উল্লেখিত বিপ্লবি সন্ত্রাসী আল-সারার হাতেই (আল-কায়েদা) ২০০৩-২০০৭ পর্যন্ত কত নিরিহ মানুষের প্রাণ গেছে?

সন্ত্রাসী ইসরাইলের জন্মের পুর্বে কি তুলনামুলক এত মানবাধিকার লঙ্ঘন হয়েছিল? হয়ে থাকলে কাইন্ডলি জানাবেন?

সন্ত্রাসী ইসরাইলের জন্মের পরে "Israel has right to defend itself" এই একটা লাইনকে পুজি করে কত গুলো যুদ্ধ মধ্যপ্রাচ্যের উপর চাপিয়ে দেয়া হয়েছিল জানেন? এর পরেও যদি মনে করেন ইরানই দায়ী তাহলে বলব প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত মধ্যপ্রাচ্যের ইতিহাস পড়েন।

১৪ ই জুন, ২০২৫ রাত ১০:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: ইরানের সঙ্গে আমেরিকার তুলনা করার সুযোগ নেই—কারণ আমেরিকা কখনোই নিজেকে মুসলিম রাষ্ট্র বলে দাবি করে না। কিন্তু ইরান ঠিক সেই দাবি করেই বাশার আল-আসাদের সমস্ত নিপীড়নের পাশে দাঁড়িয়েছে, রাশিয়াকে সঙ্গে নিয়ে।

২২| ১৪ ই জুন, ২০২৫ রাত ১১:১১

আমি নই বলেছেন: লেখক বলেছেন: ইরানের সঙ্গে আমেরিকার তুলনা করার সুযোগ নেই—কারণ আমেরিকা কখনোই নিজেকে মুসলিম রাষ্ট্র বলে দাবি করে না। কিন্তু ইরান ঠিক সেই দাবি করেই বাশার আল-আসাদের সমস্ত নিপীড়নের পাশে দাঁড়িয়েছে, রাশিয়াকে সঙ্গে নিয়ে।

ওকে, তাহলে বিষয়টা দাড়ালো যেহেতু ইরান নিজেকে মুসলিম রাষ্ট্র দাবী করে তাই তাদের করা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, হত্যাসহ সকল অপকর্ম দোষের। আর যেহেতু সন্ত্রাসী ইসরাইল+আমেরিকা (বা এদের সহোযোগী) মুসলিম রাষ্ট্র নয় তাই তাদের করা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, হত্যা কাউন্টেবল নয়। হোয়াট এ লজিক।

১৬ ই জুন, ২০২৫ বিকাল ৩:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সময় নিয়ে লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৩| ১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৬ ই জুন, ২০২৫ বিকাল ৩:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সময় নিয়ে লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.