![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
যদি রূপলাল আজ বেঁচে থেকে আমাদের কিছু বলতে পারতেন, হয়তো এমনটাই বলতেন: "আমি কোনো চোর ছিলাম না। আমি দরিদ্র পরিবারের একজন মানুষ। প্রতিদিন সূর্য ওঠার আগে কাজে যেতাম। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই থামাতে পারত না। শুধু স্বপ্ন ছিল মেয়ের বিয়ে দিয়ে তাকে সুখী করা। তোমরা যারা আমাকে মেরেছ, তোমাদেরও তো মেয়ে আছে, মেয়ের বিয়ে নিয়ে আছে দু চোখ ভরা স্বপ্ন। তাহলে কেন আমার মেয়ের বাবাকে কেড়ে নিলে ? আমি হাত জোড় করে বলেছিলাম : পুলিশে দাও, সেনাবাহিনীতে দাও। কিন্তু শুনোনি। ভাবোনি আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে। আজ আমার স্ত্রী ভারতী একা, মেয়ের বিয়ে আটকে গেছে। আমার মতো আর কাউকে পরিবার থেকে বিচ্ছিন্ন কোরো না।"
রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে দুই মানুষকে জনতার হাতে পিটিয়ে হত্যা একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। সেখানে দেখা যায় দুই অসহায় মানুষ হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইছে, বারবার বলছে: "আমাদের পুলিশে দেন, সেনাবাহিনীতে দেন, তবুও মেরে ফেলবেন না!" কিন্তু সেই আর্তি পাষণ্ডদের কানে পৌঁছায়নি। দৃশ্যটি প্রমাণ করে, সৃষ্টির সেরা জীব কতটা অমানবিক হতে পারে।
অনেকে যুক্তি দেন আগে এলাকায় শিশুহত্যা ও ভ্যান চুরির ঘটনা ঘটেছিল, লোকজন ক্ষুব্ধ ছিল। কিন্তু ক্ষোভ কি আইনের শিরদাঁড়া ভাঙার লাইসেন্স? সন্দেহ কি মৃত্যুদণ্ডের প্রমাণপত্র? আমরা কি এমন এক সমাজে পৌঁছেছি, যেখানে আদালতের আইন কাগজে, আর রাস্তায় আইন লিখছে লাঠি ও লাথি ? সবচেয়ে বেদনাদায়ক বিষয় ঘটনার সময় কিছু পুলিশ উপস্থিত ছিলেন। রূপলাল ও প্রদীপ হয়তো ইউনিফর্ম দেখে ভেবেছিলেন, এবার বাঁচবেন। কিন্তু সেই শেষ আশাটুকুও নিভে গেল। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম সাড়ে সাত মাসেই গণহিংসায় নিহত হয়েছেন ১১১ জন, আর গত এক দশকে ৮১৬ জন। এদের বেশিরভাগেরই কোনো বিচার হয়নি।
এই মৃত্যুগুলো শুধু সংখ্যা নয়; প্রতিটি ঘটনার পেছনে রয়েছে বহু পরিবারের কান্না, দীর্ঘশ্বাস, এবং ন্যায়বিচারের অপূর্ণতা। অপরাধীরা যখন বারবার পার পায়, তখন সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিতে উৎসাহিত হয়। এটি সমাজের গভীর পচন, যেখানে ক্ষোভ মনুষ্যত্বকে গ্রাস করে নেয়। প্রশ্নটা সবার কাছে: সেদিন আপনি সেখানে থাকলে কী করতেন? সাহস করে রূপলালকে বাঁচাতে এগিয়ে আসতেন ? আমাদের প্রত্যেকের ভেতরে এক রূপলাল, এক প্রদীপ আছে যারা অসহায়, যারা অন্যের হাতে মৃত্যুর ভয় বোঝে। তবু আমরা অন্যের স্বপ্ন ভেঙে দিই, অন্যের সন্তানকে পিতৃহীন করি।
রূপলালের স্ত্রী ভারতী রানী ৭০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে।একা এক বিধবার পক্ষে এই লড়াই কতটা সম্ভব? আমাদের সমাজে আইনের শাসন নেই, মানবিকতা নেই আছে পশুত্বের জঙ্গল। এই জঙ্গল কেটে আলো ফেরাতে হলে, মব-জাসটিসের সামনে দাঁড়াতে হবে। আজ যদি অন্যায়ের সামনে নীরব থাকি, কাল তা আমাদের দোরগোড়ায় আসবে। সাহস করে দাঁড়ান কারণ কাল হয়তো আপনাকেই বাঁচাতে কেউ প্রয়োজন হবে।
রূপলাল ও প্রদীপ লালকে হত্যার নতুন ভিডিও, দেখা গেল নৃশংসতা
https://www.prothomalo.com/video/bangladesh/ncp4pctsd2
১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আমি হতবাক হয়ে গিয়েছি । হোম এডভাইজারের গায়েবানা জানাযা পড়ানো দরকার আবার ।
২| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫২
নতুন মেসাইয়া বলেছেন:
৩৬ শে জুলাইতে আমেরিকান বিপ্লব ঘটেছে, মানুষ এখনো বিপ্লবে আপ্লুত। এই রকম ৪/৫ হাজার মানুষ মারা তেমন কিছু না।
মনে হয়, ইহা আওয়ামী লীগ করে বেড়াচ্ছে!
১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: মব এমন জিনিস লিগ , বিএনপি , জামাত এনসিপি কিছুই চিনে না । এদের সংগঠিত হতে কোনো পলিটিকাল দলের দরকার নেই। খালি দরকার ছুতা ।
৩| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ২:০৩
কামাল১৮ বলেছেন: সাম্প্রদায়িক ঘটনা কি হতে পারে?
১৪ ই আগস্ট, ২০২৫ রাত ২:২৮
সৈয়দ কুতুব বলেছেন: আগেরদিন নাকি কার শিশুর গলা কেটে ঠেলাগাড়ি চুরি করে নিয়ে গেছে। রুপলাল ও তার সাথি কে রাতে ভিলেজে দেখে আম-জনতার ডাউট হয়। সেখানে থেকে মব-জাসটিস; এমনটাই শোনা যাইতেসে।
৪| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ৩:১৪
নতুন মেসাইয়া বলেছেন:
লেখক বলেছেন: মব এমন জিনিস লিগ , বিএনপি , জামাত এনসিপি কিছুই চিনে না । এদের সংগঠিত হতে কোনো পলিটিকাল দলের দরকার নেই। খালি দরকার ছুতা ।
-আমি জামাত শিবিরকে ( ইসলামী ছাত্র সংঘ ) ১৯৫৮ সাল থেকে জানি; দেখেন, ষেই সময় আপনি বেহেশতে ছিলেন কিনা!
১৪ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: জামাত-শিবির থেকে আপনি অবশ্যই গ্রামবাংলার মানুষের হিংস্রতা নিয়ে আরো বেশি বেশি অবগত। মানুষের মাঝে নিরাপত্তাহীনতা আছে। আগের রাতে একই গ্রামে গলা কেটে এক শিশুর ভ্যান চুরি করে নিয়ে গেছে। রাতের বেলা মেডিসিনের দোকান বন্ধ থাকছে যেগুলো অতীতে ২৪/৭ খোলা থাকতো। ইচ্ছাকৃত ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে দেশের আইন শৃংখলা খারাপ করে রাখা হয়েছে। খোদ হুজুররাও পিডা খাইতেসে নানা কেলেংকারিতে। কারোই রক্ষা নাই মবের হাতে পড়লে।
৫| ১৪ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:৩৮
ক্লোন রাফা বলেছেন: সব দোষ শেখ হাসিনার।
জামাত/ শিবিরের ভক্তরা সব সময় দাড়ি পাল্লায়ই ভোট দেয়। লেন্জা লুকানোর জন্য বিভিন্ন তরিকার কথা বলে এই আর কি‼️
৬| ১৪ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নষ্ট মানুষ।
নষ্ট সমাজ।
সব কিছু নষ্টদের দখলে চলে গেছে।
৭| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ইউনুস করে কি??
৮| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এগুলো আম্লিগের লোকজন করছে যাতে ইউনূস সরকারের দোষ হয়। ইউনূস তারাতারি ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপিকে অস্থির করতে আম্লিগের ১ দিন সময় লাগবেনা
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: নষ্ট সমাজের কথা শুনে কষ্ট পেলাম।