নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২০১৪ সালের জানুয়ারি মাসে ৮৫ টি পরিবার নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়েছে বহু দূর। এক কথায় বলতে গেলে ‘বহরদার বাড়ী কল্যাণ ট্রাষ্ট’ হচ্ছে আত্ম সামাজিক কাজে নিয়োজিত একটি সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক

লতিফপুর বহরদার বাড়ী

লতিফপুর বহরদার বাড়ী › বিস্তারিত পোস্টঃ

জীবনের সফল হওয়ার সহজ উপায়টা লিখলাম

১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৮

প্রথমে রমজান মাসের যে অশেষ রহমত আমাদের থেকে বিদায় নিবে তার জন্য মনের গভীর থেকে অনেক মর্মার্থ। যাক আল্লাহ সকল মুসলিমজাহানের উম্মাদের হেফাজতে রাখুক এবং সকল মানুষ(জাতি-গৌএ) নির্বিশেষে সবাইকে কবুল করুক তার ক্ষমাবান অনুলিপির মাহান ক্ষমাতা দিয়ে।
আসলে আমি কোন প্রোফেশনাল লেখক,কবি,কাব্যিক না।যা লিখি বাস্তবতার থেকে শিক্ষা নিয়ে বলি যিতে মন্দ কাজে পূনরুউল্থান নি হয়।
১ম এ বলব আপনার কি আছে ঐ দিকে লক্ষ রাখবেন না, আপনিকে ঐ টা কন্সান্ট্রেট করুন।।আপনার বর্তমান বয়স কত কি হবেন, কি করতে চান,কিভাবে উপায় দেখবেন ঐ দিক। এবার জীবনে কি অজর্ন করেছেন এর দকে নজর দেন?কি অর্থ না কি ভালবাসা, না কি সমালোচক?
সবগুলো যদি থেকে থাকে তাহলে বলব এবার নিজের পরিচয় তৈরি করেন।কুক্কাত না বিখ্যাত ঐ টা আপনার বেপার।।আপনি কার ছেলে ঐ টা বড় বেপার না কে আপনার জন্মদাতা জন্মদাএী ঐ টা যাতে লোকে বলে।।মা বাবারা আমাদের যা দিয়েছ কম দেয়নাই একটা পৃথিবী নামক ট্রান্সজেনিক অর্থাৎ পৃথিবীর পরীক্ষক হিসেবে জন্ম দিয়েছ।।
কর্ম এমন করেন যাতে উনাদের স্বপ্ন পূরণ হয়। উনারা আমাদের আজীবন দিয়েই আসছে পরিনামে আমরা হাজার টাকা দিয়েও তা শোধকরতে পারব না সুতরাং এবার উনাদের দেওয়ার চিন্তা করেন দেখবেন সফলতা কত দূর।
শিক্ষা জীবন থেকে যা অর্জন করেছেন তা নিয়ে হতশা হওয়ার কার নেই।আসল সত্যটা বলছি আমাদের পড়ালেখাগুলো সার্টিফিকেট এর জন্য সুতরাং মার্কস এর জন্য না জ্ঞানের জন্য এগোন তাহলে সফলতা আধ্যাত্মিক হয়ে পিছু নিবে।।
এবার বলব কি হতে চান প্লান করা আছে?
মনে হয় ৯৯% মানুষ জানে না তারা কি হবে? নাইলে বর্তমান ব্যাংক এ সায়েন্সের লোক দেখা যেত না।কারন খুজে পেলাম কি তারা ম্যাথম্যাটিক্স এ ভাল তাই তাদের স্থানটা এবং অগ্রাধিকার দেওয়া হয়েছে।।
আমার মতে জানার জন্য আমি কি শিখলাম যেমন আমি সার্টিফিকেট এ গোল্ডেন কিন্তু ফুলেন্ট ইংরেজি জানি না, আচ্ছা ঠিক আছে জানি না জেহেতু বোঝার ক্ষমতা কতটুকু তা ও না।
তাহলে বলব আবর ক্লাস ১ম থেকে আসেন এটা মনে করবে না যে জীবন শেষ হয়ে যাবে আবার শিখে আসতে, আমি বলব আপনু কবে মরবেন এটা আপনি ও জানেন না তাহলে সৃষ্টকারী কেন আপনাকে পিটিয়েছে তা আপনি জানেন না সুতরাং সময় নষ্ট নি করে ঐ টাই করুন।।
এবার বলব ক্লাসে লাস্ট বেন্ঞে বসা ছেলেগুলোর কথা, সব সময় ৩৩ পেয়ে বাবার বাখা খেতে খেতে জীবন শেষ কিন্তু ওগুলো যে সারা রাত না পড়ে এলক্লাসিকো আর হোরর মুভি দেখে দেখে ১ম থাকা ছাএগুলোর চাইতে ইংরেজি পারদর্শি তারা ভয়ে বলে না কারন ভয়ে কোন ভুল বলে ফেললো কিনা আর এক সময় শেখা হয় যায়।।ও গুলোকে বলব তোমরা ছোট কোন একটা কাজে জড়িয়ে পড় অাড্ডায় হোক আর দারিদ্র তার শিকার হোক।পাশাপাশি পানি দিয় ভিজিয়ে খাওয়ার জন্য সার্টিফিকেটা অর্জনের চেষ্টা চালিয়ে যাও তাহলে বলব তোমাদের ভবিষ্যৎ অকল্পনীয়।।
দূর্বল অথবা মেডিয়াম কেটাগরিদের উদ্দেশ্য বলছি
এমন একটা কাজে কম মজুরী হলেও লেগে পড়ো তবে ঐ খানটাতে তোমার ফিউচার থাতবে কি না চিন্তা করবে।একটা কথা মনে রাখবে তুমি কেবল শেখার জন্য যাচ্ছো ঐ খানে সুনাম অর্জন করাই তোমার লক্ষ।সকলের সাথে কমিউনিকেশন তৈরি কর তারপর হিসাব করবে যে কত দিন তুমি ঐ কাজে টাইম দিবে, যদি অর্থের ফাদে বা মোহতে পরে যাও তাহলে বোকা ছাড়া কিছুই না কারন সামন কোন একদিন টাকাওয়ালারা তোমার জন্য অপেক্ষা করতো যা তুমি হারিয়ে ফেলেছো।।সুতরাং খুব সতর্ক সততা আর নিষ্টার সাথে তোমার তৈরিকৃত নকশা অবলম্বন কর অাগেই বলছি কি হতে চাউ?
প্রতিটা কাজে ২বছর করে টাইম দিয়ে পজিশন চেন্জ কর অনেক সময় মিথ্যাচার হয়ে লান্চিত হতে পির তবে হাল ছাড়বা না মনে রাখবে তুমি সত্যপথে আছ সুতরাং পরিনামের জন্য ধৈর্য ধারন তর কারন সত্যেরাই জিতে।।এবার পড়ালেখা আর প্রেক্টিকেল ভাবে তুমি ঐ সমস্ত ক্লাস এ থাকা নাম্বার১ ওছিলো ঐ গর্ধবগুলোর থেকে এগিয়ে।কেননা তোমর ২টা জ্ঞান রয়েছে আর উদের পুস্তকস্থ জ্ঞান তখন ফাটিয়ে দিতে পারবে।
চিন্তাটা এমন কর যে সান্সের দাম বেশী কিন্ত নিজেকে তৈরী কর বিল্ডিং বানাবে মেদাবীগুলো আর নেতৃত্ব দিব বা মালিক হব আমরা লাস্ট বেনঞের গর্ধবগুলো।।
মো:কামরুল হাসান (২৭)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.