নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বরগুনায় রিফাত হত্যাকান্ড, রাষ্ট্রের কর্তাব্যক্তিসহ অন্যান্যদের মন্তব্য।

২৮ শে জুন, ২০১৯ দুপুর ২:২০

১। বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার বিচার হবে, হতেই হবে। ------ পররাষ্ট্রমন্ত্রী

২। সবাই এই ঘটনায় মর্মাহত। সমাজটা কোথায় যাচ্ছে? প্রকাশ্য রাস্তায় মানুষটা কে মারলো। ভিডিও করলো, কিন্তু কেউ এগিয়ে আসলো না। ----- আদালত

৩। আইন শৃংখলার অবনতি হয়েছে এটা কি বলা যায়? এটা বিচ্ছিন্ন ঘটনা। ------ ওবায়দুল কাদের

৪। খুনিরা চিহ্নিত, আমরা এদের পেছনে লেগেছি। ----- বরিশাল রেঞ্জের ডিআইজি

৫। বরগুনায় রিফাতের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর। ------ ওবায়দুল কাদের

৬। অনেক চেষ্টা করেছি, কিন্তু ফেরাতে পারিনি।------- রিফাতের স্ত্রী মিন্নী

৭। আইনের শাসনের অভাবে বরগুনায় হত্যাকাণ্ড। ------ বাংলাদেশ ন্যাপ

৮। রিফাত হত্যার দ্রুত বিচার করবে সরকার। ----- আইনমন্ত্রী

৯। বিচারহীনতার কারণে বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা । ----- নজরুল ইসলাম খান

১০। যারা দাঁড়িয়ে ছিল তারাই সবার আগে পথ আটকায়। ------- রিফাতের স্ত্রী মিন্নী

১১। I am Mushfiqur Rahim and I want Justice for Rifat. ---- মুশফিকুর রহিম

১২। বরগুনায় জড়িতরা কেউ রক্ষা পাবে না। ------ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩। প্রকাশ্যে কুপিয়ে হত্যার আসামীরা যেন দেশ ছাড়তে না পারে। ------ হাইকোর্ট

১৪। খুনিদের ধরতে সরকার অত্যন্ত কঠোর। ----- তথ্যমন্ত্রী

১৫। রিফাত হত্যার তদন্তের পর ডিটেল জানানো হবে। ------ স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৭

অনুভব সাহা বলেছেন:

এক রিফাত কে নিয়ে পড়ে থাকলে হবে? (‘ফাঁদে ফেলে ২০ শিক্ষার্থীকে ধর্ষণ’, নারায়ণগঞ্জে দুই শিক্ষক আটক)
এমন হাজারো বিচার চাইবে কে? এসব নিয়ে বিবৃতি দেবে কে?

২৮ শে জুন, ২০১৯ রাত ১০:৪০

লাল মাহমুদ বলেছেন: সবাইকে সব কিছু নিয়েই লিখতে হবে, বলতে হবে। আমি একটি বিষয় নিয়ে লিখছি আপনারাও অন্য বিষয় নিয়ে লিখুন।

২| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: রিফাতের পর ও যে আরো দুইজনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেটা জানেন কি?

২৮ শে জুন, ২০১৯ রাত ১০:৪২

লাল মাহমুদ বলেছেন: জ্বি জনাব, জানতে পেরেছি। আর জানার পর মর্মাহতও হয়েছি। যেভাবে এসকল ঘটনা বেড়ে চলেছে তাতে আমরা কেউই কোথাও নিরাপদ নই।

৩| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: এরকম আরেকটা ঘটনা ঘটবে তখনও এই কথা গুলোই বলা হবে।

২৮ শে জুন, ২০১৯ রাত ১০:৪৬

লাল মাহমুদ বলেছেন: রাষ্ট্রের কর্তাব্যক্তিরা এরকম কথা হরহামেশাই বলে যাচ্ছে । কাজের বেলায় কিছুই হচ্ছে না। হবেও না। আপনি ঠিকই বলেছেন গুরু, কাল আবার একটা ঘটনা ঘটবে, সেটা ভিডিও হবে, ভাইরাল হবে,, আলোচনা হবে, ব্লগ, ফেসবুকে পোস্ট হবে, প্রতিবাদের ঝড় বয়ে যাবে,,,, পর আবাার আরেকটা ঘটনা ঘটবে,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.