নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আমরা নিজেরা বদলে যাই,\nতবেই আমাদের সমাজ বদলাবে।

লাল মাহমুদ

লাল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন প্রিয় গেরিলা,,,

১১ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১৯


মাগফার আহমেদ চৌধুরী আজাদ (জন্ম: ১১ জুলাই, ১৯৪৬ - নিখোঁজ: ৩০ আগস্ট, ১৯৭১) যিনি শহীদ আজাদ নামে সমাধিক পরিচিত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা। তিনি স্বাধীনতা যুদ্ধের ২নং সেক্টরের বিখ্যাত আরবান গেরিলা দল ক্র্যাক প্লাটুন এর সদস্য ছিলেন। ১৯৭১ সালের ৩০ আগস্ট ক্র্যাক প্লাটুনের আরও কয়েকজন সহযোদ্ধাসহ পাকহানাদারদের হাতে ধরা পড়েন নিজ বাসভবনে। পরের দিন তার মা মোসাম্মাৎ সাফিয়া বেগম তার সাথে দেখা করতে গেলে মায়ের কাছে আজাদ ভাত খেতে চেয়েছিলেন, ছেলের জন্য ভাত নিয়ে দেখা করতে গিয়ে আর খুঁজে পাননি সাফিয়া বেগম। তারপর দীর্ঘ ১৪ বছর ছেলের প্রতীক্ষায় আর ভাত খাননি সাফিয়া বেগম, রুপকথার মত এই বাস্তবতা নিয়ে পরে আনিসুল হক তার বিখ্যাত "মা" উপন্যাস রচনা করেন।
আজ এই বীর গেরিলা মুক্তিযোদ্ধার জন্মদিন। তার জন্মদিনে তার প্রতি ও মুক্তি সংগ্রামের প্রতিটি মুক্তিযোদ্ধার প্রতি জানাই গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৩

ভুয়া মফিজ বলেছেন: এই বীর মুক্তিযোদ্ধার জন্মদিনে তার প্রতি ও মুক্তি সংগ্রামের প্রতিটি মুক্তিযোদ্ধার প্রতি জানাই গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। সেইসঙ্গে সেই মায়েদের প্রতিও শ্রদ্ধা, যাদের গর্ভে জন্ম নিয়েছিল এমন সোনার ছেলেরা।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪০

লাল মাহমুদ বলেছেন: আমরা ভুলে গেছি এইসব গেরিলাদের কথা, তাদের স্বপ্নের কথা, তাদের আত্মত্যাগের কথা, তাদের মায়েদের বেদনার কথা। এর চেয়ে হতাশা আর কি হতে পারে???

২| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন প্রিয় গেরিলা। :)

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪০

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৩| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৪

গরল বলেছেন: বিনম্র শ্রদ্ধা, উনাদের আত্মত্যাগেই আমরা আজ স্বাধীন।

১১ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪৬

লাল মাহমুদ বলেছেন: আমরা কি সত্যিই স্বাধীন??? তারা তো বর্তমান বাংলাদেশের স্বপ্ন দেখেন নি। তারা দেখেছিলেন সুখী,সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন। যেখানে থাকবে না কোন হানাহানি, থাকবে না কোন খুনাখুনি, থাকবে না কোন ধর্ষণ কারী। তাদের এই আত্মত্যাগের সাথে কি আমরা বেইমানি করছি না???

৪| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১১

লাল মাহমুদ বলেছেন: ধন্যবাদ গুরু,,,

৫| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ৭১ এর মহাবীর শহীদ আজাদ সহ সকল শহীদের প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা। দুঃখ দেশ রাজাকার মুক্ত হয়নি তাদের বিষাক্ত ছোবলে এখনো দেশ বিষাক্ত।

১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

লাল মাহমুদ বলেছেন: নুর ভাইয়ের মত আমি ব্যাপক আশাবাদী মানুষ। এই দেশ একদিন রাজাকার সহ সকল অশুভ শক্তি মুক্ত হবেই হবে। ইনশাআল্লাহ।
ধন্যবাদ শ্রদ্ধেয়।

৬| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আমীন।

১২ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৭

লাল মাহমুদ বলেছেন: আমীন,,
ধন্যবাদ ভাই,,

৭| ১১ ই জুলাই, ২০১৯ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি উনার সম্পর্কে জানলেন কিভাবে?

১২ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫০

লাল মাহমুদ বলেছেন: আমি বেশ কিছু মুক্তিযুদ্ধের বই পড়েছি। জাহানারা ইমামের " একাত্তরের দিনগুলি", আনিসুল হকের "মা" সহ আরও কিছু বই থেকেই উনিসহ অন্যান্য গেরিলাদের কথা জেনেছি।
ধন্যবাদ।

৮| ১২ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৮

মা.হাসান বলেছেন: ওনার মা পৃথিবীর সকল মায়ের প্রতিভু । বীর মুক্তিযোদ্ধা ও তার মায়ের প্রতি অশেষ শ্রদ্ধা। লেখাটির জন্য অনেক ধন্যবাদ।

৯| ১২ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫২

লাল মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
উনার মায়ের কথা আলাদা করে বলার কিছু নাই।

১০| ১২ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৫

দৃষ্টিসীমানা বলেছেন: বইটি আমি পড়েছি ।

১১| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২১

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: শুভ জন্মদিন প্রিয় গেরিলা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.