নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যেই হোক মোদের লক্ষ্য

লজিক2010

সত্যের সন্ধানে সময় ব্যয় করি, সত্যকে মানতে ভালবাসি। সত্য প্রকাশে হতে চাই নির্ভীক।

লজিক2010 › বিস্তারিত পোস্টঃ

কওমীরা কি আসলেই ব্যাপারটা আগে জানতো না...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

প্রথমেই বলে নেই আমি শাহবাগ আন্দোলনকে সমর্থন করি। জামাতী রাজাকারদের ফাঁসি চাই। সাথে সাথে বিকৃত মস্তিষ্ক নাস্তিক ব্লগারদের কুরুচিপূর্ণ লেখার তীব্র প্রতিবাদ জানাই। তবে রেগে গেলে আপনি হেরে যাবেন এই কথাটিও ধর্মপ্রাণ মুসলমানদের মনে রাখতে হবে। জামাত-শিবিরের যড়যন্ত্রে পা ফেলা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।



ব্লগে হয়ত নিয়মিত লেখার সুযোগ হয় না । তবে সুযোগ পেলেই ব্লগে পোস্টগুলো একনজর দেখার চেষ্টা করি।গত তিন বছর ধরে ব্লগের সাথে জড়িত থাকার সুবাদে ব্লগারদের সম্পর্কে কিছুটা হলেও বুঝার সুযোগ হয়েছে। ব্লগার মানেই নাস্তিক যেমন ভুল তেমনি কিছু বিকৃত মস্তিষ্কের ব্লগার নাই সেটাও ভুল।



ব্লগে কিছু নাস্তিক ব্লগারের বিকৃত মস্তিষ্কের আক্রমনাত্মক লেখা সত্যিই অনেকদিন ধরে ধর্মপ্রাণ মুসলমানদের মনে কষ্ট দিয়ে আসছিল। তারা শুধু যে ইসলাম সম্পর্কে কুটুক্তি করেছে তা নয় , তারা খোদ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এবং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অশালীন-কুরুচি মন্তব্য করেছে। যে বিষয়ে ব্লগে অনেক ব্লগার ভাইয়েরা জোড়ালো প্রতিবাদ করে আসছেন। যার কিছুটা হলেও সুফল আমরা এখন ব্লগ খুললে দেখতে পাই। এখন আসা যাক মূল আলোচনায়।



ব্লগেতো ইসলাম বিরোধী লেখা অনেকদিন ধরে লিখে আসছে কিছু ব্লগার কিন্তু এখন কেন কওমী মাওলানারা খেপছে? তা নিয়ে একেক জনের একেক ধারণা। যেমন:



১. কেউ বলছে জামাতে মওদুদীর ষড়যন্ত্রে পা দিয়েছে কওমীরা।



২. কেউ বলছে তারা আগে জানতো না। আমার দেশ, নয়া দিগন্ত আর ইনকিলাবের মাধ্যমে জানছে।



৩. কেউ বলছে মাহমুদুর রহমান তাদের ম্যানেজ করছে।



৪. কেউ বলছে কওমীরা এই সুযোগে রাজনৈতিক একটা ইস্যু পেয়েছে।



৫. কেউ বলছে এই সুযোগে আহমদ শফী, মুফতে আমিনীর জায়গা দখল করতে চাচ্ছে।



৬. কেউ বলছে কওমীরা উগ্রপন্থী।



৭. কেউ বলছে জামাতীদের থেকে টাকা খাইছে।

.......আরো অনেক...



আমি বলবো তারা ব্লগে ইসলাম বিরোধী লেখা সম্পর্কে আগেই জানতো। তারা সস্তা রাজনীতির জন্য এইরকম জ্বালাও-পোড়াও কর্মসূচী দিয়েছে। তারা যদি সত্যিকারের নবীজির আশেকই হতো তবে এর বিরুদ্ধে অনেক আগেই ব্যবস্হা নিতে পারতো , কোন রকম জ্বালাও-পোড়াও কর্মসূচী ছাড়া। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এবং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কুটুক্তিকারীদের বহু আগেই হাজতে ঢুকানো সম্ভব ছিল।



আমি যতটুকু জানি হাইকোটে একটা রিট হয়েছিল খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইসলাম ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে যেখানে দেশের শ্রেষ্ঠ আইনজীবিরা ছিলেন এবং তাতে অবমাননাকারীদের বিপক্ষেই গিয়েছিল। আমি ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বলবো আপনারা সেই পথ ধরেই আগ্রসর হন। আর সাথে সাথে বিটিআরসি কে চাপের মধ্যে রাখতে হবে ইসলাম ধর্ম অবমাননাকারী সাইট বন্ধের ব্যাপারে। এইসকল জামাতী-কওমীদের সস্তা রাজনীতির স্বীকার হতে যাবেন না।



কওমীরা যা করছে তাতে যুদ্ধাপরাধী জামাতিদেরই (যদিও অনেক কওমী মালানারা রাজাকার ছিল) সুযোগ করে দিচ্ছে। তাহলে কি বলবো- রসুন কোয়া কোয়া গোড়া সবার এক জায়গায়। নাকি তারা ভাবছে জামাতের পর তাদের পালা!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.