নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

lutfar rahman

lutfar rahman › বিস্তারিত পোস্টঃ

বোকার স্বর্গ

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

আজ থেকে ২৫ বছর আগে আমার এক বড় ভাই(কাজিন, ৫ বছরের বড়,ছিলাম আমরা বন্ধুর মতোই) বলেছিলেন, জীবন মানে সেক্স আর মানি(টাকা)। আমার তর্ক করার আদত ছিল। অনেক কথা কাটাকাটির পর আমি বলেছিলাম, আমার সোজা কথা ভাই যে কবিতা পড়ে না, বুঝে না তার জীবনটাই তো ছাই। সে পশুর মতো সেক্স করবে, অর্থকড়ি ভোগ করবে কিন্তু উপভোগ করার মতো অনুভূতি তার থাকবে না।
তিনি আর কোনো কথা না বাড়িয়ে হাসলেন এমন করে, যেন আমার সঙ্গে কথা বলাই তার সাজে না, মানে আমি এমনই বোকা।

তারপর বহু দূরের দূরের কত পথ পেরিয়েছি দুজনে। তিনি তার মতো , আমি আমার মতো করে। মাঝেমধ্যে ফোন করে জানতে চাইতেন কেমন চলছে দিন। চাকরি ছাড়া হয়ে গেলেও তাকে সে কথা জানাইনি দুবছরের মধ্যে। ফোন করলে বলতাম ভালই আছি। একদিন উপায়ান্তর না থাকাতে কিছু টাকা ধার হিসেবে চেয়ে বসলাম। ----- তারপর থেকে আর যোগাযোগ নেই। ভাবছিলাম তাকে জিজ্ঞেস করবো কি করলে চলা যাবে অর্থাৎ কোনো ক্ষুদ্রতর ব্যবসা আছে কি! কিন্তু সে সুযোগ তো কেটেই গেছে। আমি যে আজো বোকার স্বরগের অন্ধকারে রয়েছি তা এখনো অনুধাবনে ব্যর্থ।

অন্তর্জাল জুড়ে চরে বেড়াই। খুঁজি মনে মনে যা উচ্চারণে হাস্যকর শুনাতে পারে।

খুব অল্প টাকায় আইসক্রিম মেশিন খুঁজছিলাম, পাওয়া যায় কি? কত দাম পড়বে? কিছু অায় করার পথ শুরু করা যায় কি তাতে?

প্রশ্ন রইল বিশাল ব্লগের অগণিত লেখক পাঠকের কাছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:




আইসক্রিম মেশিনের কথা জানি না; চাকুরী যদি না থাকে, আপনার পরিচিত পরিবারগুলো যারা চাকুরী করে, এবং সময়ের অভাবে যেসব কাজ করতে পারে না, সেগুলো করে দেন সঠিভাবে, এবং সেখান থেকে আয় করার চেস্টা করেন।

২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩

lutfar rahman বলেছেন: চাঁদগাজী ভাইকে অশেষ ধন্যবাদ। সব কাজের অভিজ্ঞতা লাগে, অথবা এমন কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির কাছ থেকে বুঝে নিতে হয়, ভাবছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.