![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শাহবাগের এই বানটা এখন
দেশজুড়ে খুব বইছে
তরুণ-কিশোর রাজপথেতে
একটি কথা কইছে।
রাজাকারদের বিচার এখন
স্বাধীন দেশে চাইরে
ঘরে থাকার সময় এখন
মোটেও তরুণ নাইরে।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
খুব সাধারন একজন বলেছেন: নববিপ্লবের কবিরা,
লও লও লও লও সালাম।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
মঙ্গল গ্রহের যাত্রী বলেছেন: শাহবাগ নিয়ে আমাদের কাছে একটি কবিতা লিখে পাঠিয়েছেন- কামাল প্রয়াস
শাহবাগে মানুষগুলো করছে কেমন ভীড়
ক্ষোভে-দু:খে জ্বলে উঠে ছেড়ে এসে নীড়
কসাই কাদের করছে আকাম
আবদুল কাদের মোল্লাকে সাজায়
কাদের মোল্লার ফাসি চেয়ে ঢোল-তবলা বাজায়
আদালতের অবমাননা করছে তারাই করছে
ঘাতক দালাল নাস্তিকদেরই পীছন তারা ধরছে
তারাই ঘাতক তারাই দালাল, পর্দা ছেড়ে নগ্ন
ইসলাম তাদের ভাল লাগে না পাপাচারে মগ্ন