![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
দেশের সকল শহীদ মিনার
হওনা সবাই জড়ো
ভাইয়ের বিচার চেয়ে এখন
জোয়ানরা সব লড়ো।
রক্তে যখন বাঙালির
বান ডেকে যায় বান
হাসি মুখে পারেই দিতে
লক্ষ জীবন দান।
শহীদরা খুশি অনেক
দেখছে নতুন লড়াই
জাগছে তরুণ তাইতো তারা
করছে সুখে বড়াই।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
খুব সাধারন একজন বলেছেন: শাহবাগ আন্দোলনের কবিরা,
লও লও লও, লওসালাম।