![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
২০০৯ থেকে ২০১৩। কেটে গেলো ৪ বছর পরবাসে। ৪ বছর প্রভাতফেরীতে যাওয়া হয়না। বিকেলের ডাকবাংলোয় একুশের সাহিত্যপাঠ যাওয়া হয়না। যদিও মাঝে মাঝে বিচ্ছিন্ন ভাবে একুশের অনুষ্টান করেছি ও অংশ নিয়েছি তবু সেই স্বাধ পাইনি। আর প্রথম প্রহরে শহীদ মিনারেও যাওয়া হয়নি এ সময়গুলো। আমার মতো বিশ্বের নানা দেশে ছড়িয়ে থাকা বাঙালি প্রাণের আকুতি একি হবে। আসুন আমাদের এ বেদনা আমরা পুরণ করি বাংলা ভাষার বিশ্বায়ন করে। অন্তত পরবাসে যারা আছেন তাদের সন্তানদের যেন বাংলা ভাষা ও সংস্কৃতির আলোকে গড়ে তুলেন এই হোক এবারের একুশের অঙ্গীকার।
---------------------------------------------------
দুঃখ মনে পারিনা যেতে
একুশের প্রভাতফেরী
সকাল হলে ডাকেনা মায়ে
হলোরে খোকা দেরী।
পারিনা আজ পাঠ করতে
একুশের কোনো ছড়া
কিন্তু আমার বুকের মাঝে
শহীদ মিনার গড়া।
শহীদ মিনার পারিনা যেতে
মনের মিনারে ফুল দেই
পারিনা আমি সালামদেরি
এক মূহুর্ত ভুলতেই।
যতোই দুরে থাকি বাংলা
কাছাকাছি তবু থাকি
বিশ্বমাঝে স্বপ্ন আমার
বাংলাতে কেবল আঁকি।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক
সবাইকে শুভেচ্ছা