নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

ব্রতচারী ও মুক্তিযুদ্ধ

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

দেশের এই উত্তাল সময়ে ব্রতচারী আন্দোলনের কর্মীদের দলীয় নৃত্য ও সংগীত পরিবেশনা খুব দরকার মনে হচ্ছে। ২০০৬ সালে আমার সৌভাগ্য হয়েছিলো এই আন্দোলনের সাথে যুক্ত হতে। গিয়েছিলাম কলকাতায়। প্রশিক্ষণ শেষ করে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও ঢাকায় নায়েক হয়ে প্রশিক্ষকেরও কাজ করেছিলাম। বাঙালির বীরত্বগাঁথা নৃত্য আমার কানে বাজে যেমন- বাংলা মার দুর্নিবার, আমরা তরুণ দল, শ্রান্তি হীন, ক্লান্তিহীন, সংকটে অটল। এ গানের নৃত্য দেখলে যার মাঝে বাঙালিয়ানা আছে জেগে ওঠবে। এছাড়া- আমরা বাঙালি, আমরা বাঙালি, সত্য-ঐক্য, আনন্দে জীবন প্রদীপ জ্বালি, আমরা শ্রমব্রত পালি , আমরা জ্ঞানব্রত পালি.... এসব জাগরণী গান ও নৃত্য অনেক সহায়ক হবে আমার বিশ্বাস। একাত্তরের মুক্তিযুদ্ধেও ব্রতচারী দারুণ কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবীর এম এ জি ওসমানী ও পটুয়া শিল্পী কামরুল হাসানসহ বরেণ্য বাঙালিরাই ব্রতচারী ছিলেন। ঢাকার ব্রতচারীদের আওয়াজ দিচ্ছি এখনই সময় জাগানিয়া গান গেয়ে ঘুম ভাঙানোর। ড. ওয়াহিদুল হক আজ আর নেই কিন্তু ড. সানজিদা খাতুন আছেন। উনার দিকনির্দেশনায় কাজটি চালিয়ে যান। পারলে গণজাগরণের পাশে কাজটি চালিয়ে যান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.