![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মধ্যরাতে টকশোতে স্যার
কন যে কথা ইনিয়ে
দেন মিশিয়ে ইচ্ছেমতো
নুন ডাল আর চিনিয়ে।
কেউ বলে যায় স্যার কে নিছে
অমুক দলে কিনিয়ে
তাইতো স্যারে কন কথা কন
ইনিয়ে ও বিনিয়ে।
করতে খুশি হুজুরকে স্যার
হয়ে ওঠেন মরিয়া
রাতদুপুরে মিথ্যা বলেন
কথার পিছু ধরিয়া।
তেলের বোতল উপুড় করে
হুজুরকে দেন মালিশরে
পাপকে করেন পূণ্য স্যারে
দিয়ে হরেক পালিশরে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮
বোকামন বলেছেন: