![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
এমন কি কেউ নাই?
লুৎফুর রহমান
এমন কি কেউ নাই
বলতে পারে নেতার কাছে
এটার জবাব চাই।
ভুল করিলে নেতা
উচিৎ জবাব চাইতে পারে
বুক ফুলিয়ে কে তা?
দলে চেয়ে দেশ বড়
বলতে পারে নেতার কাছে
সোনার স্বদেশ গড়ো।
ওই ছেলেটা কই
বলবে যেজন যে দল করুক
আমার সখা সই
সবার সাথে মিলেমিশে
দেশের মাঝে রই।
দলপ্রেমে সব অন্ধ
তাইতো নেতার কথায় মিলে
গোলাপ ফুলের গন্ধ।
আর কতো দিন যাবে
সকল দলে এমন নেতা
স্বদেশবাসী পাবে?
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
ৈতয়ব খান বলেছেন: দেশ প্রেমিক
ইতস্তত সমগ্র জাতি- ভুলে গেছে ঠিক পথ,
পনেরো কোটি যাত্রী সাজানো সারথি বিহীন রথ।
সুযোগ-এ বাড়া; হুজুগের ঘোড়া- ঘুরছে দিগি¦দিক,
কাঁদে মানবতা; আছো কেউ ত্রাতা! কোথায় গো দেশ প্রেমিক?
পথ জানা নাই- ভুল পথে তাই কেউ করে আগুপিছু,
ডানে বামে কেউ- গুণে জন ঢেউ, কেউ করে মাথা নিচু।
মহাবিভ্রান্তি ; দারুণ ক্রান্তি রথ কে চালাবে ঠিক!
কোথা’ তুমি নেতা- এ জাতির ত্রাতা! কোথায় গো দেশপ্রেমিক?