![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
তোমার জন্যে রাতজাগা ভোর
রোদজ্বলা ওই দুপুর
দস্যিছেলের মিষ্টি বিকেল
দুষ্টু মেয়ের নুপুর।
তোমার জন্যে রোদেলা সকাল
পদ্মফোটা ভোর
হাসনা ফুলের মিষ্টি সুভাস
রাখছি হৃদপুর।
তোমার জন্যে চান্নি রাত
রঙধনুর সাত রঙ
জমিয়ে রাখা উন্মাদ মনে
ভালবাসার সব ঢঙ।
তোমার জন্যে বৃষ্টি রাঙা
মিষ্টি প্রহর দিন
ভাললাগাগার ফুল দিয়েছি
শুভ জন্মদিন।
২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২৯
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯
shfikul বলেছেন: অসাধারণ!