![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বাঙালিদের জনমদিনে
সুখের পাখি ছুটুক
ঘুমিয়ে পড়া মানুষজনা
বাংলা ঢোলে উঠুক।
কালবোশেখী ঝড়ে যেন
ময়লা ধুয়ে যায়
উৎসবেতে নাচুক খুকি
আমার সো্নার গাঁয়।
ঘোমটা দিয়ে বউ সাজবে
আলতা-নুপুর পায়ে
এক হয়ে যাক সবাই যেন
শহর থেকে গ্রামে।
কালোছায়া দূরে থাকুক
খোকা-খুকি হাসুক
উতলে পড়া বোশেখ সুখে
বাঙালি জন ভাসুক।
©somewhere in net ltd.