![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমার দেশের খোকা-খুকি
ফুলপাখিরা যতো
শর্ষাফুলে মেলছো ডানা
আপন মনের মতো।
রোজ বিকেলে নদীর ঘাটে
কলকাকলী ঢেউ
এই বিদেশে নাইরে নদী
নাইরে ফুলের কেউ।
প্রজাপতির উড়াউড়ি
হয়না দেখা আর
পাখির মুখে গান শুনিনা
পাইনা খুঁজে পাহাড়।
আমার দেশের ফুলপাখিরা
কেমন আছে সবাই
বুকের মাঝে রাইখো ওদের
ও বোনেরা ও ভাই।
©somewhere in net ltd.