![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সেইতো আমার মা-রে
লুৎফুর রহমান
এই দুনিয়ায় এসে আমি
দেখছি আগে যা-রে
সেইতো আমার মা-রে।
এক পৃথিবী আকাশ সম
ভালবাসি তা-রে
সেইতো আমার মা-রে।
আমার একা পৃথিবীতে
কেউতো ছিলো নারে
তখন আমায় ভাষা দিলেন
সেইতো আমার মা-রে।
আমার কিছু বিপদ এলে
পাইতো কাছে কারে
যেইতো আমার মা-রে।
কষ্ট পেয়েও হাসেন যিনি
রহমত তাঁর পা'রে
সেইতো আমার মা-রে।
©somewhere in net ltd.