![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমার দেশের পশু পাখি
করছে আমায় ডাকাডাকি
ঘুরতে ধানের খেতে
গাঁয়ের পথে যেতে।
আমার দেশের আকাশ-নদী
ডাকছে আমায় নিরবধী
বইতে বটের ছায়
আমার সোনার গাঁয়।
আমার দেশের রোদলা দুপুর
ডাকছে আমায় খুকির নুপুর
ডাক বাংলোর মাঠে
কাব্য-ছড়া পাঠে।
আমার দেশের সবুজ ঘাসে
ডাকছে কাঁঠাল জৈষ্ঠ মাসে
আয়রে খোকা আয়
ডাকছে আমার মায়।
২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৪
লুৎফুরমুকুল বলেছেন: কবিরাই কবিতা
৩| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
তুন্না বলেছেন: ভালো লাগা রইলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: কবিরাই কবিতা প্রসব করে ....
নাকি কবিতা কবি প্রসব করে .......