নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী সৎ ট্যাক্সি ড্রাইভার হালিমকে সংবর্ধনা দিলো বাংলাদেশ কন্সুলেট

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৫



লুৎফুর রহমান, দুবাই:



বাংলাদেশী সৎ ট্যাক্সি ড্রাইভার আব্দুল হালিমকে সংবর্ধনা দিয়েছে বাংলদেশ কন্সুলেট দুবাই। গত ২৫ জুন বাংলাদেশ কন্সুলেট দুবাই এর অফিসে আয়োজিত সংবর্ধনায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কন্সুলেট জেনারেল আবু জাফর, কমার্শিয়াল কন্সুলার মাহমুদুল হাসান, ভাইস কন্সুলার নাসরিন জাহান লিপি, লেবার কন্সুলার নাসরিন জাহান, আমিরাত বিজনেস কাউন্সিলের সভাপতি শিল্পপতি মাহতাবুর রহমান নাসের ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ এম আব্দুল্লাহ প্রমুখ।



বক্তারা বলেন, বাংলাদেশ যখন আরব আমিরাতের শ্রম বাজারে পিছিয়ে পড়েছে ঠিক তখন নিজের সততার পরিচয় দিয়ে আব্দুল হালিম একটি দেশ আর একটি জাতিকে এগিয়ে এনেছেন। আব্দুল হালিমরা যুগে যুগে মডেল রবে তাদের সততার জন্যে। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আব্দুল হালিম জানান, আমি আমার ঈমানদারিত্ব ও নিজের সততার পরিচয় দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি শুধু আমি আমার নয় বরং আমার দেশেরও সুনাম উজ্জ্বল করেছি তাই সকল প্রবাসিকে এমন ভাবে নিজ জায়গায় সততার পরিচয় দিতে অনুরোধ জানান তিনি।



উল্লেখ্য, আব্দুল হালিম একজন ট্যাক্সি ড্রাইভার। দুবাই ট্যাক্সিতে দায়িত্বপালনরত অবস্থায় একজন যাত্রি তার ব্যাগে দেড় মিলিয়ন দেরহাম ও স্বর্ণ ভুলে গেলে আব্দুল হালিম তা নিকটস্থ নাইফ পুলিশ স্টেশনে জমা দেন। এতে আরব আমিরাত সরকার তাকে পুরস্কৃত করে নানা সুযোগ সুবিধা দিয়েছে। এদিকে বাংলাদেশ কমিউনিটির নানা সংগঠন তাকে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আমিরাত-বাংলা মাসিক মুকুল উদ্যোগ নিয়েছে এ সৎ বাঙালির জীবনছবি সবার কাছে পৌঁছে দিতে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৫

মেংগো পিপোল বলেছেন: মাঝে মাঝে মাথা উচু করে বিশ্ব কে জানিয়ে দিতে ইচ্ছে হয় দেখো আমারা বাংলাদেশীরা ফেলনা নই। আমরাও পারি সৎ হতে। আমাদের ৮০% মানুষ সৎ। আমাদেরকে দুর্নীতিতে গ্রেডিং যাই করোনা কেন। সেটা গুটি কয়েক মানুষের জন্য। সবার জন্য প্রজয্য না।

ওনার জন্য প্রান ঢালা শুভ কামনা। সাথে পোষ্ট দাতাকেও অনেক সাধুবাদ। ভালো থাকবেন ভাই। বাংলা দেশের ছায়া তলে।

২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬

লুৎফুরমুকুল বলেছেন: গা শিহরে উঠলো আপনার রেখা পড়ে। স্যালুট।

৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ২:৩৩

পীপিলিকা বলেছেন: স্যালুট।

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ২:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সালাম হালিম ভাই

৫| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৯

লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ আপনাদেরকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.