![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
এ বছরের ডিসেম্বরে আসবো আমি দেশে
দেশমাতাগো যাবো আবার তোমার কোলে মেশে।
নদী তোমার বুকে রেখো এক যমুনা জল
গাছরা রেখো যতন করে বারোমাসি ফল।
রাখাল রেখো কণ্ঠে তোমার বাউলা মধুর গান
আকাশ রেখো বিলের বুকে এক ফালি যে চাঁন।
ফুলটা রাখিস সুগন্ধি আর পাগল করা রূপ
বন বাদাড়ে ঘুরবো আমি ভালো থাকিস ঝোঁপ।
বৃষ্টি রাখিস টিনের চালে মিষ্টি রাখিস হাতে
আবার মায়ের খোকা হবো দস্যিদেরই সাথে।
©somewhere in net ltd.